মালদা, 31 জুলাই : আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার 3 দুষ্কৃতী ৷ পলাতক আরও 3 ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটে চাঁচলের গালিমপুর এলাকায় ৷ ডাকাতির ছক কষেছিল ওই দুষ্কৃতীরা ৷ জড়ো হয়েছিল গালিমপুর এলাকায় ৷ সেই সময় আচমকাই পুলিশ হানা দেয় ৷ এরপর তাদের গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতদের আজ 5 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷
চাঁচল থানা সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে গালিমপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কয়েকজন দুষ্কৃতী ৷ গোপন সূত্রে সেই খবর পেয়ে ঘটনাস্থানে হানা দেয় পুলিশ ৷ পুলিশ দেখেই সেখান থেকে পালানোর চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী ৷ পুলিশ তাড়া করে 3 জনকে ধরে ফেলে ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ৷ একটি পাইপগান, কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয় ৷ ধৃতদের জেরা করে তাদের দলের অন্য দুষ্কৃতীদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷
চাঁচল থানার I C সুকুমার ঘোষ বলেন, " কিছুদিন ধরেই খবর আসছিল, গালিমপুর এলাকায় কিছু দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে ৷ তাদের ধরতে আমরা একটি স্পেশাল টিম তৈরি করি ৷ গতকাল রাতে গোপন সূত্রে খবর পাওয়া যায়, দুষ্কৃতীদের দলটি গালিমপুরে জড়ো হয়েছে ৷ খবর পেয়েই ঘটনাস্থানে হানা দেন পুলিশকর্মীরা ৷ যদিও পুলিশ দেখে 3 দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায় ৷ গ্রেপ্তার করা হয় অন্য 3 জনকে ৷ তাদের কাছ থেকে একটি পাইপগান, কার্তুজ, ভোজালি-সহ কিছু অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ডাকাতির উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল ৷ 5 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ তাদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷" আদালত সূত্রে জানা গেছে, ধৃত 3 জনকেই 4 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷