ETV Bharat / state

মালদায় উদ্ধার কচ্ছপের শুকনো চর্বি, এবারও জালে উত্তরপ্রদেশের পাচারকারীরা - কচ্ছপের শুকনো চর্বি

চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে এক বস্তা ভরতি কচ্ছপ উদ্ধার হয়েছিল হাওড়া স্টেশন থেকে । বস্তার ভিতরে ছিল 92 টি বিরল প্রজাতির কচ্ছপ । তখন যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা প্রত্যেকে উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার বাসিন্দা ছিল । এবার মালদার কালিয়াচকে কচ্ছপের শুকনো চর্বি উদ্ধার হল । এবারও পাচারকারীরা সুলতানপুর জেলার ।

কচ্ছপের শুকনো চর্বি পাচারকারী
কচ্ছপের শুকনো চর্বি পাচারকারী
author img

By

Published : Sep 11, 2020, 7:52 PM IST

কালিয়াচক, 11 সেপ্টেম্বর : মালদার গোলাপগঞ্জ রোড এলাকা থেকে উদ্ধার কচ্ছপের 10 কেজি শুকনো চর্বি । এই চর্বিগুলি উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু তার আগেই কালিয়াচক থানার পুলিশের হাতে ধরা পড়ল তিন পাচারকারী । ধৃতদের নাম মহঃ মতিউর রহমান (46) ওরফে মাতাউর, বাবুয়া কুমার (43) ও কিরণ (40)। ধৃতদের মধ্যে মতিউরের বাড়ি মালদা জেলার কালিয়াচকে । বাবুয়া ও কিরণ উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার বাসিন্দা ।

পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল । সেই মতো SI বাপন দাসের নেতৃত্ব পুলিশের একটি দল আজ দুপুরে হানা দেয় মোজমপুর এলাকায় । গোলাপগঞ্জ রোডের উপর সন্দেহভাজন দুই ব্যক্তি ও এক মহিলাকে দাঁড় করায় পুলিশ । বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় । কিন্তু তাদের উত্তর সন্তোষজনক ছিল না । এরপরই তিনজনকে আটক করে তল্লাশি চালায় পুলিশ । উদ্ধার হয় কচ্ছপের 10 কেজি শুকনো চর্বি । এরপরই গ্রেপ্তার করা হয় এক মহিলাসহ তিনজনকে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, ওই চর্বি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল ।

ধৃতদের তিনজনকেই আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে । তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 411, 413, 414 ও 120 (B) ধারায় এবং বন্যপ্রাণ সংরক্ষণ আইন, 1972-এর 49(B) ও 52 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে । উল্লেখ্য, জেলায় এই প্রথম কচ্ছপের শুকনো চর্বি উদ্ধারের ঘটনা ঘটল। তবে কচ্ছপ পাচারের ঘটনা এর আগেও সামনে এসেছিল মালদায় ।

আরও পড়ুন : হাওড়া স্টেশনে উদ্ধার 92 বিরল প্রজাতির কচ্ছপ, গ্রেপ্তার উত্তরপ্রদেশের 3

প্রসঙ্গত, এর আগেও উত্তরপ্রদেশের কচ্ছপ পাচারকারীদের গ্রেপ্তার করা হয়েছিল এ-রাজ্যে । চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে এক বস্তা ভরতি কচ্ছপ উদ্ধার হয়েছিল হাওড়া স্টেশন থেকে । বস্তার ভিতরে ছিল 92 টি বিরল প্রজাতির কচ্ছপ । তখন যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারাও প্রত্যেকে উত্তরপ্রদেশের সুলতানপুর জেলারই বাসিন্দা ছিল ।

আরও পড়ুন : মুখ দিয়ে মূত্রত্যাগ, আশ্চর্য অভ্যাস যে প্রাণীর

কালিয়াচক, 11 সেপ্টেম্বর : মালদার গোলাপগঞ্জ রোড এলাকা থেকে উদ্ধার কচ্ছপের 10 কেজি শুকনো চর্বি । এই চর্বিগুলি উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু তার আগেই কালিয়াচক থানার পুলিশের হাতে ধরা পড়ল তিন পাচারকারী । ধৃতদের নাম মহঃ মতিউর রহমান (46) ওরফে মাতাউর, বাবুয়া কুমার (43) ও কিরণ (40)। ধৃতদের মধ্যে মতিউরের বাড়ি মালদা জেলার কালিয়াচকে । বাবুয়া ও কিরণ উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার বাসিন্দা ।

পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল । সেই মতো SI বাপন দাসের নেতৃত্ব পুলিশের একটি দল আজ দুপুরে হানা দেয় মোজমপুর এলাকায় । গোলাপগঞ্জ রোডের উপর সন্দেহভাজন দুই ব্যক্তি ও এক মহিলাকে দাঁড় করায় পুলিশ । বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় । কিন্তু তাদের উত্তর সন্তোষজনক ছিল না । এরপরই তিনজনকে আটক করে তল্লাশি চালায় পুলিশ । উদ্ধার হয় কচ্ছপের 10 কেজি শুকনো চর্বি । এরপরই গ্রেপ্তার করা হয় এক মহিলাসহ তিনজনকে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, ওই চর্বি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল ।

ধৃতদের তিনজনকেই আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে । তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 411, 413, 414 ও 120 (B) ধারায় এবং বন্যপ্রাণ সংরক্ষণ আইন, 1972-এর 49(B) ও 52 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে । উল্লেখ্য, জেলায় এই প্রথম কচ্ছপের শুকনো চর্বি উদ্ধারের ঘটনা ঘটল। তবে কচ্ছপ পাচারের ঘটনা এর আগেও সামনে এসেছিল মালদায় ।

আরও পড়ুন : হাওড়া স্টেশনে উদ্ধার 92 বিরল প্রজাতির কচ্ছপ, গ্রেপ্তার উত্তরপ্রদেশের 3

প্রসঙ্গত, এর আগেও উত্তরপ্রদেশের কচ্ছপ পাচারকারীদের গ্রেপ্তার করা হয়েছিল এ-রাজ্যে । চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে এক বস্তা ভরতি কচ্ছপ উদ্ধার হয়েছিল হাওড়া স্টেশন থেকে । বস্তার ভিতরে ছিল 92 টি বিরল প্রজাতির কচ্ছপ । তখন যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারাও প্রত্যেকে উত্তরপ্রদেশের সুলতানপুর জেলারই বাসিন্দা ছিল ।

আরও পড়ুন : মুখ দিয়ে মূত্রত্যাগ, আশ্চর্য অভ্যাস যে প্রাণীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.