ETV Bharat / state

মালদায় 265 গ্রাম ব্রাউন সুগারসহ ধৃত 2

author img

By

Published : Oct 3, 2020, 5:07 PM IST

গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশের একটি দল ডাঙা এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 256 গ্রাম ব্রাউন সুগার । গ্রেপ্তার করা হয় দুই কারবারিকে ।

কালিয়াচক থানা
কালিয়াচক থানা

মালদা, 3 অক্টোবর : গোপন সূত্রে খবর পেয়ে 256 গ্রাম ব্রাউন সুগারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ । ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশের একটি দল ডাঙা এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 256 গ্রাম ব্রাউন সুগার । গ্রেপ্তার করা হয় দুই কারবারিকে । ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ।

কালিয়াচক থানার পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে হানা দিয়ে গতকাল রাতে 256 গ্রাম ব্রাউন সুগারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের নাম রাজীব আক্তার ও সাজীব আক্তার । তাদের বয়স যথাক্রমে 22 বছর ও 20 বছর । ধৃতরা কালিয়াচকের গয়েশবাড়ি এলাকার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।

এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না , ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল , তা জানতে ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

মালদা, 3 অক্টোবর : গোপন সূত্রে খবর পেয়ে 256 গ্রাম ব্রাউন সুগারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ । ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশের একটি দল ডাঙা এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 256 গ্রাম ব্রাউন সুগার । গ্রেপ্তার করা হয় দুই কারবারিকে । ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ।

কালিয়াচক থানার পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে হানা দিয়ে গতকাল রাতে 256 গ্রাম ব্রাউন সুগারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের নাম রাজীব আক্তার ও সাজীব আক্তার । তাদের বয়স যথাক্রমে 22 বছর ও 20 বছর । ধৃতরা কালিয়াচকের গয়েশবাড়ি এলাকার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।

এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না , ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল , তা জানতে ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.