ETV Bharat / state

143 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার 2 - arrested

গতরাতে কালিয়াচকের দাড়িপুর সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে হানা দিয়ে দু'জনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ । তাদের কাছ থেকে 143 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে ।

হেরোইন
author img

By

Published : May 20, 2019, 10:02 PM IST

মালদা, 20 মে : দু'জনকে 143 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ । ধৃতদের নাম মোতিবুল শেখ (47) ও কাবাতুল্লা শেখ (22) । জানা গেছে, ধৃত দু'জন ব্যক্তি হেরোইন বিক্রেতা । বাড়ি কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরে ।

গোপন সূত্রে খবর পেয়ে, গতরাতে কালিয়াচকের দাড়িপুর সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ । এরপর দু'জনকে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের । জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পেলে তল্লাশি চালায় পুলিশ । এরপরই ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় কাগজে মোড়া 143 গ্রাম হেরোইন ।

পুলিশ জানায়, ধৃতদের 5 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ জেলা আদাতলে তোলা হয়েছে ।

মালদা, 20 মে : দু'জনকে 143 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ । ধৃতদের নাম মোতিবুল শেখ (47) ও কাবাতুল্লা শেখ (22) । জানা গেছে, ধৃত দু'জন ব্যক্তি হেরোইন বিক্রেতা । বাড়ি কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরে ।

গোপন সূত্রে খবর পেয়ে, গতরাতে কালিয়াচকের দাড়িপুর সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ । এরপর দু'জনকে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের । জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পেলে তল্লাশি চালায় পুলিশ । এরপরই ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় কাগজে মোড়া 143 গ্রাম হেরোইন ।

পুলিশ জানায়, ধৃতদের 5 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ জেলা আদাতলে তোলা হয়েছে ।

Intro:মালদা, ১১ মেঃ বাড়িতে হানা দিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃত দুষ্কৃতীকে আগামীকাল জেলা আদালতে পেশ করা হবে।Body:ধৃতের নাম মালেক শেখ। বাড়ি ইংরেজবাজারের যদুপুর এলাকার অনুপনগরের মোকলেশ পাড়ায়। আজ রাতে কালিয়াচক থানার পুলিশ মালেক শেখের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে ২টি মাসকেট ও ৩টি ওয়ান সাটার উদ্ধার হয়। গ্রেফতার করা হয় মালেক শেখকে। তবে ধৃতের হেপাজত থেকে কোনও কার্তুজ উদ্ধার হয়নি।Conclusion:কালিয়াচক থানা সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানার একটি সূত্র ধরে কালিয়াচক থানার পুলিশ মালেক শেখের বাড়িতে হানা দিয়ে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে। ধৃতকে আগামীকাল জেলা আদালতে তোলা হবে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.