মালদা, 25 মার্চ : বিয়েবাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু গাড়ির চালক-সহ দু'জনের । গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন । আহতরা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের রামনগর কাছারি এলাকার 12 নম্বর জাতীয় সড়কে (Road Accident In Malda) ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট গাড়িতে করে মুর্শিদাবাদ জেলার ওমরপুর থেকে শিলিগুড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন একই পরিবারের 9 জন সদস্য ৷ রামনগর কাছারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় । ঘটনাস্থলের স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান । কর্তব্যরত চিকিৎসকরা চালক-সহ দুই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন । বাকি আহতরা মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ।
আরও পড়ুন : Road Accident at Baduria : নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা কাঠ-বোঝাই গাড়ির, মৃত দুই
খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে, যানজট নিয়ন্ত্রণ করে ইংরেজবাজার থানার পুলিশ । পুলিশের অনুমান, গাড়ির চাকা পাংচার হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ স্থানীয় এক বাসিন্দা অজয় মণ্ডল বলেন, "দেখলাম গাড়িটা দ্রুত গতিতে আসছিল । হঠাৎই চালক ব্রেক মারে । এরপরই গাড়িটা উলটে যায় । গাড়ির কাঁচ ভেঙে কয়েকজন বাইরে পড়ে যান । ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয় । আমরা গাড়ি থেকে সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই । পুলিশকে খবর দেওয়া হয় ৷ দু'জনের মৃত্যু হয়েছে । বাকি পাঁচ-ছয় জনের অবস্থাও আশঙ্কাজনক ।"