মালদা, ১৮ অগাস্ট : সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে যুবককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে । আক্রান্ত যুবকের নাম তাপস মণ্ডল (29)৷ বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । মালদা শহরের ITI মোড়ের ঘটনা ।
![Malda](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-mld-01-civik-chaos-wb10016_18082019104858_1808f_00291_932.jpg)
ইংরেজবাজারের গোপালপুরে বাসিন্দ তাপসবাবু ৷ তিনি পেশায় শ্রমিক ৷ 10 দিন আগে ভিন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরেছেন । গতকাল পারিবারিক কাজে মালদা শহরে যান । রাত 11 টা নাগাদ বাড়ি ফেরার জন্য ITI মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন । অভিযোগ, সেই সময় দুই যুবক নিজেদের সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে তাপসবাবুর থেকে 700 টাকা ছিনিয়ে নেয় । বাধা দিতে গেলে তাপসবাবুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা । দোকানের শাটারে লেগে মাথা ফেটে যায় তাঁর । রক্তাক্ত অবস্থায় তাঁকে চলাফেরা করতে দেখে দুই সিভিক ভলান্টিয়ার উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন ।
তাপসবাবুর দাদা উপেশ মণ্ডল বলেন, "গতরাতে বাড়ি ফেরার পথে দু'জন দুষ্কৃতী সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে ভাইয়ের কাছ থেকে 700 টাকা ছিনিয়ে নেয় । বাধা দিতে গেলে ভাইকে ধাক্কা মেরে ফেলে দেয় । দোকানের শাটারে লেগে ভাইয়ের মাথা ফেটে যায় । পরে দু'জন সিভিক ভলান্টিয়ার ওকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে । হাসপাতাল থেকে ছাড়া পেলেই ভাইকে নিয়ে থানায় অভিযোগ জানাব ।"