ETV Bharat / state

মালদায় সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে যুবককে মারধর করে টাকা ছিনতাই ! - fake civic volunteer

রাত 11 টা নাগাদ বাড়ি ফেরার জন্য তাপসবাবু ITI মোড়ে গাড়ির জন‍্য অপেক্ষা করছিলেন । অভিযোগ, সেই সময় দুই যুবক নিজেদের সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে তাপসবাবুর থেকে 700 টাকা ছিনিয়ে নেয় । বাধা দিতে গেলে তাপসবাবুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা । দোকানের শাটারে লেগে মাথা ফেটে যায় তাপসবাবুর ।

তাপস মণ্ডল
author img

By

Published : Aug 18, 2019, 9:53 PM IST

মালদা, ১৮ অগাস্ট : সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে যুবককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে । আক্রান্ত যুবকের নাম তাপস মণ্ডল (29)৷ বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । মালদা শহরের ITI মোড়ের ঘটনা ।

Malda
তাপস মণ্ডল


ইংরেজবাজারের গোপালপুরে বাসিন্দ তাপসবাবু ৷ তিনি পেশায় শ্রমিক ৷ 10 দিন আগে ভিন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরেছেন । গতকাল পারিবারিক কাজে মালদা শহরে যান । রাত 11 টা নাগাদ বাড়ি ফেরার জন্য ITI মোড়ে গাড়ির জন‍্য অপেক্ষা করছিলেন । অভিযোগ, সেই সময় দুই যুবক নিজেদের সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে তাপসবাবুর থেকে 700 টাকা ছিনিয়ে নেয় । বাধা দিতে গেলে তাপসবাবুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা । দোকানের শাটারে লেগে মাথা ফেটে যায় তাঁর । রক্তাক্ত অবস্থায় তাঁকে চলাফেরা করতে দেখে দুই সিভিক ভলান্টিয়ার উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন ।


তাপসবাবুর দাদা উপেশ মণ্ডল বলেন, "গতরাতে বাড়ি ফেরার পথে দু'জন দুষ্কৃতী সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে ভাইয়ের কাছ থেকে 700 টাকা ছিনিয়ে নেয় । বাধা দিতে গেলে ভাইকে ধাক্কা মেরে ফেলে দেয় । দোকানের শাটারে লেগে ভাইয়ের মাথা ফেটে যায় । পরে দু'জন সিভিক ভলান্টিয়ার ওকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে । হাসপাতাল থেকে ছাড়া পেলেই ভাইকে নিয়ে থানায় অভিযোগ জানাব ।"

মালদা, ১৮ অগাস্ট : সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে যুবককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে । আক্রান্ত যুবকের নাম তাপস মণ্ডল (29)৷ বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । মালদা শহরের ITI মোড়ের ঘটনা ।

Malda
তাপস মণ্ডল


ইংরেজবাজারের গোপালপুরে বাসিন্দ তাপসবাবু ৷ তিনি পেশায় শ্রমিক ৷ 10 দিন আগে ভিন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরেছেন । গতকাল পারিবারিক কাজে মালদা শহরে যান । রাত 11 টা নাগাদ বাড়ি ফেরার জন্য ITI মোড়ে গাড়ির জন‍্য অপেক্ষা করছিলেন । অভিযোগ, সেই সময় দুই যুবক নিজেদের সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে তাপসবাবুর থেকে 700 টাকা ছিনিয়ে নেয় । বাধা দিতে গেলে তাপসবাবুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা । দোকানের শাটারে লেগে মাথা ফেটে যায় তাঁর । রক্তাক্ত অবস্থায় তাঁকে চলাফেরা করতে দেখে দুই সিভিক ভলান্টিয়ার উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন ।


তাপসবাবুর দাদা উপেশ মণ্ডল বলেন, "গতরাতে বাড়ি ফেরার পথে দু'জন দুষ্কৃতী সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে ভাইয়ের কাছ থেকে 700 টাকা ছিনিয়ে নেয় । বাধা দিতে গেলে ভাইকে ধাক্কা মেরে ফেলে দেয় । দোকানের শাটারে লেগে ভাইয়ের মাথা ফেটে যায় । পরে দু'জন সিভিক ভলান্টিয়ার ওকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে । হাসপাতাল থেকে ছাড়া পেলেই ভাইকে নিয়ে থানায় অভিযোগ জানাব ।"

Intro:মালদা, ১৮ অগাস্ট: সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে এক যুবককে মারধর করে টাকা লোপাটের অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। আক্রান্ত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরের আইটিআই মোড়ে।


Body:আক্রান্ত যুবকের নাম তাপস মন্ডল। বয়স ২৯। বাড়ি ইংরেজবাজারের গোপালপুরে। তাপসবাবু শ্রমিকের কাজ করেন। 10 দিন আগে তিনি ভিন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরেছেন। গতকাল পারিবারিক কাজে তিনি মালদা শহরে এসেছিলেন। রাত 11 টা নাগাদ বাড়ি ফেরার জন্য তাপসবাবু আইটিআই মোড়ে গাড়ির জন‍্য অপেক্ষা করছিলেন। অভিযোগ, সেই সময় দুই যুবক নিজেদের সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে তাপসবাবুর থেকে 700 টাকা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে তাপসবাবুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই দুই দুষ্কৃতী। দোকানের শাটারে লেগে মাথা ফেটে যায় তাপসবাবুর। রক্তাক্ত অবস্থায় তাঁকে চলাফেরা করতে দেখেন দুজন আসল সিভিক ভলান্টিয়ার। তারা তাপসবাবুকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করেন।


Conclusion:তাপসবাবুর দাদা উপেশ মন্ডল জানান, ঘটনাটি জানতে পেরে সকালে মালদা মেডিকেলে ছুটে আসি। গতকাল রাতে বাড়ি ফেরার পথে দুজন দুষ্কৃতী সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে ভাইয়ের কাছ থেকে 600 টাকা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ভাইকে ধাক্কা মেরে ফেলে দেয় তারা। দোকানের শাটারে লেগে ভাইয়ের মাথা ফেটে যায়। পরে দুজন আসল সিভিক ভলান্টিয়ার ভাইকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করে। হাসপাতাল থেকে ছাড়া পেলেই ভাইকে নিয়ে থানায় অভিযোগ জানাব।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.