ETV Bharat / state

Malda Rape : পড়শির লালসায় অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির ছাত্রী, থানায় যেতে বাধা মাতব্বরদের ! - ধর্ষণে অন্তসত্ত্বা কিশোরী

মালদায় (Malda Rape) পড়শি যুবকের লালসায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ল অষ্টম শ্রেণির এক ছাত্রী (Girl Raped) ৷ খুনের হুমকি দেওয়ায় সে কারওকে এ কথা জানায়নি বলে অভিযোগ ৷ থানায় অভিযোগ জানাতে গেলে মেয়েটির পরিবারকে এলাকার মাতব্বররা বাধা দেন বলে অভিযোগ উঠেছে ৷ অভিযুক্ত পলাতক ৷

16 years old student raped and became pregnant at malda
পড়শির লালসায় অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির ছাত্রী, থানায় যেতে বাধা মাতব্বরদের !
author img

By

Published : Aug 3, 2021, 12:47 PM IST

মালদা, 3 অগস্ট : পড়শি যুবকের লালসার শিকার অষ্টম শ্রেণির ছাত্রী (Girl Raped) ! খুনের হুমকি দেওয়ায় সে প্রথমে কারওকে এ কথা জানায়নি ৷ তবে কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গোটা ঘটনা সামনে আসে ৷ অভিযোগ, থানায় যেতে গেলে মেয়েটির পরিবারকে বাধা দেন এলাকার মাতব্বররা ৷ সালিশির মাধ্যমে এই ঘটনার নিষ্পত্তি হবে বলে নিদান দেন তাঁরা ৷ যদিও সেটা ছিল শুধুই কথার কথা ৷ অবশেষে সব চাপ উপেক্ষা করে থানায় অভিযোগ জানান নিগৃহীতা কিশোরীর মা ৷ অভিযুক্ত যুবক পলাতক ৷

মালদার (Malda Rape) হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একটি গ্রামের ঘটনা । ধর্ষিতা কিশোরীর বাবা ভ্যানচালক । মা গৃহবধূ । ভাঙাচোরা ঘরে দিন গুজরান । বছর 16-র কিশোরীটি জানিয়েছে, ঘটনাটি ঘটে গত 21 ফেব্রুয়ারি । অভিযুক্ত যুবক তাদেরই প্রতিবেশী । সে দিন নাকি ছেলেটির দিদি ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাকে নিজেদের বাড়ি ডেকে নিয়ে গিয়েছিলেন । প্রতিবেশী হওয়ায় ওই বাড়িতে মেয়েটির যাতায়াত ছিল । তাকে বাড়ি নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তাকে বাড়িতে বসিয়ে রেখে দিদার বাড়ি চলে যায় ছেলেটির দিদি । কিশোরী জানত না যে, সেই সময় ছেলেটি পাশের ঘরেই রয়েছে । দিদি বেরিয়ে যাওয়ার পর ছেলেটি ঘর থেকে বেরিয়ে এসে মেয়েটিকে পাশের ঘরে নিয়ে যায়। অভিযোগ, এরপরই ছুরি হাতে নিয়ে তাকে ভয় দেখায় ও ধর্ষণ করে ওই যুবক ৷ এ কথা কারওকে বললে সে মেয়েটির পরিবারের সবাইকে খুন করে দেবে বলেও নাকি হুমকি দেয় অভিযুক্ত ৷

আরও পড়ুন: লাগাতার ধর্ষণে সন্তান প্রসব নাবালিকার, গ্রেফতার প্রতিবেশী বৃদ্ধ

ঘাবড়ে গিয়ে পরিবারের কথা ভেবে আর কারওকে কিছু বলেনি নিগৃহীতা ৷ কিন্তু ধর্ষণের জেরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে । মাস চারেক পেরোতেই মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন তার মা । তিনি মেয়েকে প্রশ্ন করলে সে তখন সব কথা খুলে বলে । মেয়েটির মা বলেছেন, “ঘটনার পর ছেলেটির ভয়ে মেয়ে কাউকে কিছু বলেনি । হুমকি দিয়ে মেয়ের মুখ বন্ধ করে ছেলেটি বাইরে চলে গিয়েছে । গোটা ঘটনা জানার পর গ্রামবাসীরা আমাদের ছি ছি করছে । আমি এই মেয়েকে নিয়ে কী করব । থানায় অভিযোগ জানানোর পর তৃণমূলের লোকজন আমাদের ভয় দেখাচ্ছে । বলছে, তারাই নাকি সালিশি করে এর মীমাংসা করে দেবে । আমরা দিন আনি দিন খাই । আমরা কি নায্য বিচার পাব না ?”

কিশোরীর বাবার বক্তব্য, “ঘটনার কথা আমরা আগে জানতেই পারিনি । ছেলেটির ভয়ে মেয়েও কিছু বলেনি । এ নিয়ে আমরা যেন থানায় না যাই, এই হুমকি দিচ্ছে তৃণমূলের লোকজন । কিন্তু সাতদিন পেরিয়ে গেলেও কোনও ব্যবস্থা নেয়নি তারা । শেষ পর্যন্ত মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমরা থানায় অভিযোগ জানিয়েছি ।”

আরও পড়ুন: সংগ্রামপুর বিষমদকাণ্ডে খোঁড়া বাদশার আমৃত্যু কারাদণ্ড

যদিও এই ঘটনা তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করেছেন হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা তথা শাসকদলের জেলা সাধারণ সম্পাদক জম্বু রহমান । তাঁর দাবি, “বিধানসভা ভোটে ওই এলাকায় তৃণমূল হাতে গোনা ভোট পেয়েছিল । বিজেপি সেখানে অনেক এগিয়ে ছিল । এখন একটা বাজে ঘটনায় নাম জড়িয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা চলছে । তৃণমূল এ সব কাজকে কখনও প্রশ্রয় দেয় না । আমরা পুলিশের কাছে গিয়ে এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাব ।”

এ দিকে অভিযুক্ত যুবকের মায়ের দাবি, তাঁর ছেলে একটি লেদ কারখানায় কাজ করে । সে বাড়িতে নেই । ছেলে এমন ঘটনা ঘটিয়েছে কি না তা তিনি জানেন না । তাঁর যুক্তি, অল্প বয়সে এমন কাজ ছেলে করলেও করতে পারে । যদি এই ঘটনায় তাঁর ছেলে দোষী প্রমাণিত হয়, তবে তিনি মেয়েটিকে পুত্রবধূ হিসেবে নিজের ঘরে তুলে নেবেন বলে জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন: হুমকি দিয়ে লাগাতার ধর্ষণে গর্ভবতী কিশোরী, গ্রেফতার প্রতিবেশী

মেয়েটির পরিবারের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পর হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, এই ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে । ছেলেটি এলাকা ছেড়ে পালিয়েছে । তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

মালদা, 3 অগস্ট : পড়শি যুবকের লালসার শিকার অষ্টম শ্রেণির ছাত্রী (Girl Raped) ! খুনের হুমকি দেওয়ায় সে প্রথমে কারওকে এ কথা জানায়নি ৷ তবে কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গোটা ঘটনা সামনে আসে ৷ অভিযোগ, থানায় যেতে গেলে মেয়েটির পরিবারকে বাধা দেন এলাকার মাতব্বররা ৷ সালিশির মাধ্যমে এই ঘটনার নিষ্পত্তি হবে বলে নিদান দেন তাঁরা ৷ যদিও সেটা ছিল শুধুই কথার কথা ৷ অবশেষে সব চাপ উপেক্ষা করে থানায় অভিযোগ জানান নিগৃহীতা কিশোরীর মা ৷ অভিযুক্ত যুবক পলাতক ৷

মালদার (Malda Rape) হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একটি গ্রামের ঘটনা । ধর্ষিতা কিশোরীর বাবা ভ্যানচালক । মা গৃহবধূ । ভাঙাচোরা ঘরে দিন গুজরান । বছর 16-র কিশোরীটি জানিয়েছে, ঘটনাটি ঘটে গত 21 ফেব্রুয়ারি । অভিযুক্ত যুবক তাদেরই প্রতিবেশী । সে দিন নাকি ছেলেটির দিদি ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাকে নিজেদের বাড়ি ডেকে নিয়ে গিয়েছিলেন । প্রতিবেশী হওয়ায় ওই বাড়িতে মেয়েটির যাতায়াত ছিল । তাকে বাড়ি নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তাকে বাড়িতে বসিয়ে রেখে দিদার বাড়ি চলে যায় ছেলেটির দিদি । কিশোরী জানত না যে, সেই সময় ছেলেটি পাশের ঘরেই রয়েছে । দিদি বেরিয়ে যাওয়ার পর ছেলেটি ঘর থেকে বেরিয়ে এসে মেয়েটিকে পাশের ঘরে নিয়ে যায়। অভিযোগ, এরপরই ছুরি হাতে নিয়ে তাকে ভয় দেখায় ও ধর্ষণ করে ওই যুবক ৷ এ কথা কারওকে বললে সে মেয়েটির পরিবারের সবাইকে খুন করে দেবে বলেও নাকি হুমকি দেয় অভিযুক্ত ৷

আরও পড়ুন: লাগাতার ধর্ষণে সন্তান প্রসব নাবালিকার, গ্রেফতার প্রতিবেশী বৃদ্ধ

ঘাবড়ে গিয়ে পরিবারের কথা ভেবে আর কারওকে কিছু বলেনি নিগৃহীতা ৷ কিন্তু ধর্ষণের জেরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে । মাস চারেক পেরোতেই মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন তার মা । তিনি মেয়েকে প্রশ্ন করলে সে তখন সব কথা খুলে বলে । মেয়েটির মা বলেছেন, “ঘটনার পর ছেলেটির ভয়ে মেয়ে কাউকে কিছু বলেনি । হুমকি দিয়ে মেয়ের মুখ বন্ধ করে ছেলেটি বাইরে চলে গিয়েছে । গোটা ঘটনা জানার পর গ্রামবাসীরা আমাদের ছি ছি করছে । আমি এই মেয়েকে নিয়ে কী করব । থানায় অভিযোগ জানানোর পর তৃণমূলের লোকজন আমাদের ভয় দেখাচ্ছে । বলছে, তারাই নাকি সালিশি করে এর মীমাংসা করে দেবে । আমরা দিন আনি দিন খাই । আমরা কি নায্য বিচার পাব না ?”

কিশোরীর বাবার বক্তব্য, “ঘটনার কথা আমরা আগে জানতেই পারিনি । ছেলেটির ভয়ে মেয়েও কিছু বলেনি । এ নিয়ে আমরা যেন থানায় না যাই, এই হুমকি দিচ্ছে তৃণমূলের লোকজন । কিন্তু সাতদিন পেরিয়ে গেলেও কোনও ব্যবস্থা নেয়নি তারা । শেষ পর্যন্ত মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমরা থানায় অভিযোগ জানিয়েছি ।”

আরও পড়ুন: সংগ্রামপুর বিষমদকাণ্ডে খোঁড়া বাদশার আমৃত্যু কারাদণ্ড

যদিও এই ঘটনা তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করেছেন হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা তথা শাসকদলের জেলা সাধারণ সম্পাদক জম্বু রহমান । তাঁর দাবি, “বিধানসভা ভোটে ওই এলাকায় তৃণমূল হাতে গোনা ভোট পেয়েছিল । বিজেপি সেখানে অনেক এগিয়ে ছিল । এখন একটা বাজে ঘটনায় নাম জড়িয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা চলছে । তৃণমূল এ সব কাজকে কখনও প্রশ্রয় দেয় না । আমরা পুলিশের কাছে গিয়ে এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাব ।”

এ দিকে অভিযুক্ত যুবকের মায়ের দাবি, তাঁর ছেলে একটি লেদ কারখানায় কাজ করে । সে বাড়িতে নেই । ছেলে এমন ঘটনা ঘটিয়েছে কি না তা তিনি জানেন না । তাঁর যুক্তি, অল্প বয়সে এমন কাজ ছেলে করলেও করতে পারে । যদি এই ঘটনায় তাঁর ছেলে দোষী প্রমাণিত হয়, তবে তিনি মেয়েটিকে পুত্রবধূ হিসেবে নিজের ঘরে তুলে নেবেন বলে জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন: হুমকি দিয়ে লাগাতার ধর্ষণে গর্ভবতী কিশোরী, গ্রেফতার প্রতিবেশী

মেয়েটির পরিবারের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পর হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, এই ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে । ছেলেটি এলাকা ছেড়ে পালিয়েছে । তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.