ETV Bharat / state

Zebra in Alipore Zoo: দক্ষিণ আফ্রিকা থেকে জেব্রা আসছে আলিপুর চিড়িয়াখানায়, জানালেন মন্ত্রী - আলিপুর চিড়িয়াখানা

সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে চিতা এসেছে ৷ এবার সেখানকার মিস্টিক মাঙ্কিস অ্যান্ড ফেদারস ওয়াইল্ড লাইফ পার্ক থেকে কলকাতায় আসবে ছ'টি জেব্রা ৷ বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick confirmed of Zebras to come to Kolkata Zoo) ৷

Alipore Zoological Garden
আলিপুরে আসছে জেব্রা
author img

By

Published : Mar 11, 2023, 7:16 AM IST

কলকাতা, 11 মার্চ: নতুন অতিথি আসছে আলিপুর চিড়িয়াখানায় ৷ তাও আবার বিদেশ থেকে ৷ বন দফতর, কেন্দ্র ও রাজ্য জু অথরিটি সূত্রে জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানায় তিন জোড়া জেব্রা আনা হচ্ছে ৷ দক্ষিণ আফ্রিকার লিমপোপো মিস্টিক মাঙ্কিস অ্যান্ড ফেদারস ওয়াইল্ড লাইফ পার্ক (Mystic Monkeys & Feathers Wildlife Park) থেকে তিনটি পুরুষ ও তিনটি স্ত্রী জেব্রা আনা হচ্ছে ৷ এ সংক্রান্ত সরকারি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে রাজ্য বন দফতর ও আলিপুর জু অথরিটি (Six Zebra to Alipore Zoological Garden) ৷

জানা গিয়েছে, ওই 6 নতুন অতিথিদের দূর দেশ থেকে আনতে দক্ষ ও পেশাদার সংস্থার সাহায্য নেবে বন দফতর ৷ তার জন্য টেন্ডার প্রক্রিয়া সারা হয়েছে ৷ 37 লক্ষ 24 হাজার টাকা বরাদ্দ হয়েছে ৷ আন্তর্জাতিক প্রাণী আদান প্রদান প্রকল্পের (International Exchange Program) অধীনে ওই অতিথিদের আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ৷ জেব্রাগুলির জন্য আলিপুর চিড়িয়াখানায় আলাদা এনক্লোজার এবং নাইট শেল্টারের ব্যবস্থাও করা হচ্ছে বলে খবর ৷

এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "ছটি জেব্রা আনা হচ্ছে ৷ এর আগে একটি জলহস্তি এসেছে ৷ আরও বেশ কিছু প্রাণী আনা হবে ৷ আলিপুর চিড়িয়াখানার পাশাপাশি শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কেও পর্যটকদের আকর্ষিত করতে নতুন প্রাণী আনা হবে ৷ সেখানে সিংহ, গন্ডার আনার একটা চেষ্টা করা হচ্ছে ৷"

আরও পড়ুন: কর্মজীবন শেষ ! কুনকি হাতি কালিম-সহ অবসর গেল 26টি হাতি

সম্প্রতি উত্তর-পূর্ব ভারত থেকে একটি জলহস্তিকে আলিপুর চিড়িয়াখানায় আনা হয়েছে । তাকে এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর প্রচেষ্টা চলছে । নিউ টাউনের হরিণালয়ে আনা হয়েছে জিরাফ । সেটাই এখন মূল আকর্ষণ ৷ অন্যদিকে, বেঙ্গল সাফারি পার্কের একমাত্র গন্ডার ভীমের জন্য সঙ্গিনীর খোঁজ শুরু করেছে বন দফতর ৷ খুব দ্রুত আরও একটি গন্ডার আনা হবে সাফারি পার্কে ৷ তবে আলিপুরে জেব্রা আনার তোড়জোড় চলছে ৷ দক্ষিণ আফ্রিকা থেকে বিমানে ভারতে আসবে জেব্রাগুলি ৷ আকাশপথে যাতে প্রাণীগুলির কোনও অসুবিধা না হয় সেজন্য পশু চিকিৎসক, দক্ষ বনকর্মীদের নিয়ে গঠন করা হবে বিশেষ টেকনিক্যাল কমিটি ৷ জেব্রাগুলির দেখাশোনার জন্য কয়েকজন বনকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ৷ পাশাপাশি ডায়েট চার্ট তৈরি হবে ৷ তারা পরিবেশের সঙ্গে মানিয়ে নিলে তারপর রাজ্য জু কর্তৃপক্ষ তাদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার বিষয়ে চিন্তা করবে ৷

কলকাতা, 11 মার্চ: নতুন অতিথি আসছে আলিপুর চিড়িয়াখানায় ৷ তাও আবার বিদেশ থেকে ৷ বন দফতর, কেন্দ্র ও রাজ্য জু অথরিটি সূত্রে জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানায় তিন জোড়া জেব্রা আনা হচ্ছে ৷ দক্ষিণ আফ্রিকার লিমপোপো মিস্টিক মাঙ্কিস অ্যান্ড ফেদারস ওয়াইল্ড লাইফ পার্ক (Mystic Monkeys & Feathers Wildlife Park) থেকে তিনটি পুরুষ ও তিনটি স্ত্রী জেব্রা আনা হচ্ছে ৷ এ সংক্রান্ত সরকারি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে রাজ্য বন দফতর ও আলিপুর জু অথরিটি (Six Zebra to Alipore Zoological Garden) ৷

জানা গিয়েছে, ওই 6 নতুন অতিথিদের দূর দেশ থেকে আনতে দক্ষ ও পেশাদার সংস্থার সাহায্য নেবে বন দফতর ৷ তার জন্য টেন্ডার প্রক্রিয়া সারা হয়েছে ৷ 37 লক্ষ 24 হাজার টাকা বরাদ্দ হয়েছে ৷ আন্তর্জাতিক প্রাণী আদান প্রদান প্রকল্পের (International Exchange Program) অধীনে ওই অতিথিদের আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ৷ জেব্রাগুলির জন্য আলিপুর চিড়িয়াখানায় আলাদা এনক্লোজার এবং নাইট শেল্টারের ব্যবস্থাও করা হচ্ছে বলে খবর ৷

এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "ছটি জেব্রা আনা হচ্ছে ৷ এর আগে একটি জলহস্তি এসেছে ৷ আরও বেশ কিছু প্রাণী আনা হবে ৷ আলিপুর চিড়িয়াখানার পাশাপাশি শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কেও পর্যটকদের আকর্ষিত করতে নতুন প্রাণী আনা হবে ৷ সেখানে সিংহ, গন্ডার আনার একটা চেষ্টা করা হচ্ছে ৷"

আরও পড়ুন: কর্মজীবন শেষ ! কুনকি হাতি কালিম-সহ অবসর গেল 26টি হাতি

সম্প্রতি উত্তর-পূর্ব ভারত থেকে একটি জলহস্তিকে আলিপুর চিড়িয়াখানায় আনা হয়েছে । তাকে এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর প্রচেষ্টা চলছে । নিউ টাউনের হরিণালয়ে আনা হয়েছে জিরাফ । সেটাই এখন মূল আকর্ষণ ৷ অন্যদিকে, বেঙ্গল সাফারি পার্কের একমাত্র গন্ডার ভীমের জন্য সঙ্গিনীর খোঁজ শুরু করেছে বন দফতর ৷ খুব দ্রুত আরও একটি গন্ডার আনা হবে সাফারি পার্কে ৷ তবে আলিপুরে জেব্রা আনার তোড়জোড় চলছে ৷ দক্ষিণ আফ্রিকা থেকে বিমানে ভারতে আসবে জেব্রাগুলি ৷ আকাশপথে যাতে প্রাণীগুলির কোনও অসুবিধা না হয় সেজন্য পশু চিকিৎসক, দক্ষ বনকর্মীদের নিয়ে গঠন করা হবে বিশেষ টেকনিক্যাল কমিটি ৷ জেব্রাগুলির দেখাশোনার জন্য কয়েকজন বনকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ৷ পাশাপাশি ডায়েট চার্ট তৈরি হবে ৷ তারা পরিবেশের সঙ্গে মানিয়ে নিলে তারপর রাজ্য জু কর্তৃপক্ষ তাদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার বিষয়ে চিন্তা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.