কলকাতা, 25 নভেম্বর: শুক্রবার চিৎপুরের পর এবার দক্ষিণ কলকাতার ময়দান থানা এলাকা। শনিবার দিনে-দুপুরে ফের এক হিংসার ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। জানা গিয়েছে, শনিবার দুপুর আড়াইটে নাগাদ ময়দান থানা এলাকায় আচমকা এক যুবককে অস্ত্র নিয়ে তাড়া করে এক দুষ্কৃতী। এলাকার বাসিন্দারা পুলিশকে জানায়, বেশ কিছুক্ষণ ধরে ওই যুবক দৌড়াদৌড়ি করছেন ৷ তবে দৌড়েও শেষরক্ষা হয়নি। ধাওয়া করে ওই যুবককে ধরে রাস্তায় ফেলে বুকে-পিঠে এলোপাথাড়ি কোপাতে থাকে ওই দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে পথচলতি মানুষ ছুটে আসেন।
হাড়হিম এই ঘটনার জেরে প্রাথমিকভাবে হতচকিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। ততক্ষণে ঘটনাস্থল ওই যুবককে ফেলে চম্পট দেয় দুষ্কৃতী। স্থানীয় মানুষজন ওই যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভরতি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখন সেখানেই তাঁর চিকিৎসা চলছে। পরে ঘটনাস্থলে আসে ময়দান থানার পুলিশ। আহত যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে এই হামলা, তার তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসল কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।
স্থানীয় পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারাও। এর আগে শুক্রবার সাতসকালে উত্তর কলকাতা চিৎপুরে এক যুবককে প্রকাশ্য রাস্তায় কোপানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ঘটনায় রক্তাক্ত যুবকের মৃত্যু হয়। তদন্ত করে পুলিশ জানতে পারে পুরনো শত্রুতার জেরে এবং টাকা-পয়সাকে কেন্দ্র করে ওই যুবককে মেরে ফেলা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই দক্ষিণ কলকাতার ময়দান থানা এলাকায় ফের এক যুবককে রাস্তায় ফেলে কোপানোর অভিযোগে পুলিশি নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।
লালবাজার সূত্রের খবর, তারা এই ঘটনায় স্থানীয় থানার পাশাপাশি গোয়েন্দা বিভাগ সমান্তরাল তদন্ত করছে। কিন্তু খাস কলকাতায় পরপর দু'দিন এই রক্তাক্ত ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: