কলকাতা, 26 সেপ্টেম্বর: মহানগরে ক্রমশ বেড়ে চলেছে ম্যালেরিয়া এবং ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । এর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কলকাতা পৌরনিগম অভিযান করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি । এই মিছিলকে ঘিরে চলল আন্দোলনকারী ও পুলিশের ধস্তাধস্তি ৷ পরে একটি প্রতিনিধি দল পৌরনিগমের ভেতরে গিয়ে ডেপুটেশন জমা দেয় ।
সংগঠনের রাজ্য সভাপতি আজহার মল্লিকের নেতৃত্বে এ দিন ধর্মতলার গ্র্যান্ড হোটেলের সামনে জমায়েত করেন যুব কংগ্রেস । সেখান থেকে বিক্ষোভ মিছিল করে যুব কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকরা । মিছিল খানিক এগোলে যুব কংগ্রেসের এই বিক্ষোভ মিছিলকে রক্সি সিনেমা সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় নিউ মার্কেট থানার পুলিশ । ব্যারিকেড সরিয়ে যেতে চান কর্মীরা । চলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি । বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যখন কলকাতা এবং রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা হুহু করে বাড়ছে । তখন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পালিয়ে বেড়াচ্ছেন । আজকে তাদের পূর্বঘোষিত কর্মসূচির অনুযায়ী ডেপুটেশন দেওয়ার কথা ছিল । কিন্তু তিনি পৌরনিগমে হাজির নেই ।
আজহার মল্লিকের বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্পেনের মুখ্যমন্ত্রী নন । তিনি স্পেনে ঘুরে বেড়াচ্ছেন আর এখানে রাজ্যজুড়ে ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করছে । যেটা সামাল দিতে কলকাতা পৌরনিগম ও নবান্ন দুটোই পুরোপুরি ব্যর্থ । তাই মেয়র পদত্যাগ করুক ।" তিনি কি পদত্যাগ করবেন? এই প্রশ্ন তুলেও কটাক্ষ করলেন তিনি । আজ যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল আজহার মল্লিকের নেতৃত্বে মেয়র অফিসে ডেপুটেশন দিয়ে ডেঙ্গি প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানায় ।
আরও পড়ুন: ফের শহরে ডেঙ্গিতে মৃত্যু! বাঁচানো গেল না টালিগঞ্জের গৃহবধূকে
কলকাতায় এখন কম বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার ছুঁই ছুঁই । পরিস্থিতি ক্রমশ বেগতিক হচ্ছে । আরও আক্রান্তের সংখ্যা বাড়বে বলেই আশংকা করছেন চিকিৎসকরা ।