কলকাতা, 10 মার্চ : সিঙ্গাপুরে হানিমুনে গিয়েছিলেন যুবতি ৷ কিন্তু সেখান থেকে ফিরে আসার পর থেকেই শুরু হয় সর্দি-কাশি । এরপরেই তাঁকে কলকাতার ইনফেকশাস ডিজ়িসেস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, হানিমুন থেকে ফেরার পর কলকাতার ওই যুবতির সর্দি কাশি হলেও তাঁর স্বামীর কোনও সমস্যা দেখা দেয়নি। গতকাল তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।
শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বেলেঘাটা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে COVID-19-এর সংক্রমণ সন্দেহে পাঁচ জন ভরতি রয়েছেন । কোরোনা সংক্রমণ সন্দেহে ভরতি পাঁচ জনের মধ্যে মালয়েশিয়া ফেরত এক যুবক রয়েছেন । তিনি মালয়েশিয়ায় পড়াশোনার সূত্রে গিয়েছিলেন। গতকাল তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয় । তাঁর সোয়াব পরীক্ষার জন্য আজ নমুনা সংগ্রহ করা হবে । বসিরহাটের এক যুবকও আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন । তিনি কাজের সূত্রে থাইল্যান্ডে গিয়েছিলেন । গতকাল তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।
দুবাই ফেরত এক মধ্যবয়স্কও বেলেঘাটা জেনেরাল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি আছেন । একইসঙ্গে 80 বছর বয়সি মধ্যমগ্রামের এক বৃদ্ধও ভরতি রয়েছেন আইসোলেশন ওয়ার্ডে । তিনি মিশর গিয়েছিলেন । গতকাল দু'জনেরই সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । তবে, এখনও রিপোর্ট আসেনি ।
রাজস্থানের যে হোটেলে ইট্যালির পর্যটকরা থাকত সেখানকার একজন কর্মী এ রাজ্যের বাসিন্দা । স্বাস্থ্য দপ্তরের তরফে গতকাল তাঁকে হাওড়া স্টেশন থেকে এনে বেলেঘাটা হাসপাতালে নিয়ে আসা হয় ।