কলকাতা, 29 এপ্রিল: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর গাইডলাইন অনুযায়ী ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে COVID-19 লেখা হবে । চিকিৎসকদের বিভিন্ন সংগঠনকে এই বলে আশ্বস্ত করেছে রাজ্য সরকার । যদিও কোনও কোরোনা আক্রান্তের মৃত্যুর প্রাথমিক কারণ হিসাবে COVID-19 লিখতে পারবেন কি না চিকিৎসকরা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় সরকারি চিকিৎসকদের একাংশের কাছে ।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা সহ সরকারি-বেসরকারি চিকিৎসকদের সাতটি সংগঠন যৌথভাবে 11টি দাবি পেশ করেছে । এই নিয়ে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের ওই সংগঠনগুলির প্রতিনিধিদের আলোচনা হয়েছে ।
বৈঠকে মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব সহ স্বাস্থ্য দপ্তরের শীর্ষ স্তরের আধিকারিকরাও ছিলেন । ওই দাবিগুলির মধ্যে COVID-19-এ মৃত্যুর কারণ লেখার বিষয়টিও রয়েছে । এদিকে এক স্বাস্থ্য আধিকারিক এবং এক চিকিৎসকের মৃত্যুর কারণ COVID-19-এ হয়েছে বলে জানানো হলেও, এখনও পর্যন্ত অফিশিয়াল কিছু নেই বলে জানা গিয়েছে ।
কোরোনা আক্রান্তের মৃত্যু হলে এবার কি তাহলে মৃত্যুর কারণ COVID-19 লিখতে পারবেন সংশ্লিষ্ট চিকিৎসক ? অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, "ডেথ সার্টিফিকেট লেখা এবং সেটাকে অডিট কমিটির নিয়ন্ত্রণ করা, চিকিৎসকদের কাছে এটা বেদনার বিষয় । চিকিৎসকরা এতে অপমানিত হচ্ছেন । ICMR-এর গাইডলাইন অনুযায়ী সব চিকিৎসক-প্রশাসককে ডেথ সার্টিফিকেট লিখতে দেওয়া হোক বলে দাবি জানিয়েছি । তাহলে যে ধোঁয়াশা এবং প্রশ্নগুলি দেখা দিচ্ছে তা দূর হয়ে যাবে ।" তিনি বলেন,"বৈঠকে ডেথ সার্টিফিকেট লেখার জন্য ICMR-এর গাইডলাইন যাতে সব জায়গায় ফলো করার কথা জানানো হয়েছে।"
চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সভাপতি অর্জুন দাশগুপ্ত বলেন, "এই বৈঠকে কোরোনা আক্রান্তের মৃত্যুর কারণ নির্ণয়ে অডিট কমিটির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে । ICMR-এর গাইডলাইন অনুযায়ী ডেথ সার্টিফিকেট ইশু করার বিষয়ে বৈঠকে সহমত পোষণ করা হয়েছে ।"
সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "বৈঠকে জানানো হয়, ডেথ সার্টিফিকেট চিকিৎসকরা যে রকম লেখেন সেরকমই লিখবেন । কিন্তু মৃত্যুর কারণ কী, সেটা অডিট করার জন্য অডিট কমিটি রয়েছে । আমরা জানিয়েছি, কমিটির অডিট হতেই পারে। তবে, ডেথ সার্টিফিকেট লেখার অধিকার শুধুমাত্র চিকিৎসকের ।"
মৃত্যুর কারণ COVID-19 লিখতে পারবেন সংশ্লিষ্ট চিকিৎসক ? সজল বিশ্বাস বলেন, "মৃত্যুর কারণ হিসাবে চিকিৎসকরা কী লিখবেন তা এখনও স্পষ্ট নয় ।" সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক বলেন, "বৈঠকে জানানো হয়েছে, মৃত্যুর কারণ ICMR-এর গাইডলাইন অনুযায়ী লেখা হবে । এই গাইডলাইনে পরিষ্কার বলা আছে, COVID-19 পজিটিভ কেসে মৃত্যুর কারণ COVID-19 লিখতে হবে।" তিনি বলেন, "ডেথ সার্টিফিকেটে মৃত্যুর প্রাইমারি কজ, সেকেন্ডারি কজ এরকম বিভিন্ন কারণ লেখা হয় । COVID-19-এ কোন কারণ লিখতে পারবেন চিকিৎসকরা তা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে । আমরা দাবি করেছি, COVID-19 পজিটিভ পাওয়া মানে ডেথ সার্টিফিকেটে প্রাইমারি কজ হিসাবে সেটাই লিখতে হবে । COVID-19 না হলে এই সময় অন্য রোগের কারণে কোনও রোগীর মৃত্যু নাও হতে পারত ।"
চিকিৎসক সজল বিশ্বাস বলেন,"এপিডেমিক কন্ট্রোল করতে গেলে সেই রোগের সর্বাধিক সংখ্যা দেখাতে হবে এবং সর্বাধিক পরীক্ষায় এটা পাওয়া গেছে বলে স্বীকার করতে হবে । তবেই এপিডেমিক কন্ট্রোল করা যায় । মৃত্যুর কারণ হিসাবে অন্য কিছু বলে যদি হালকা করে দেওয়া হয় তা হলে এপিডেমিক কন্ট্রোল করা সম্ভব হবে না ।" তিনি বলেন,"মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই বিষয়টা দেখা হবে বলে জানানো হয়েছে । কিন্তু আমরা পুরোপুরি আশ্বস্ত নই । যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।"
চিকিৎসক মানস গুমটা বলেন, "মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, পরিসংখ্যান নিয়ে ধোঁয়াশা, টেস্ট নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন, PPE পাওয়া নিয়ে বিভিন্ন রকমের সমস্যা এখনও রয়ে গেছে । COVID হাসপাতালে অনেক মানুষ এখনও চিকিৎসা পাচ্ছেন না । আমাদের যৌথ দাবিগুলির বাইরেও অন্য বিভিন্ন বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে । যে প্রতিশ্রুতিগুলি পাওয়া গিয়েছে আশা করব সেগুলি বাস্তবায়িত হবে ।"