ETV Bharat / state

SSC Recruitment Scam: নবম-দশমে আরও 9 জনের ভুল নিয়োগ, আদালতে স্বীকার করল এসএসসি

author img

By

Published : Dec 16, 2022, 6:40 PM IST

Updated : Dec 16, 2022, 7:25 PM IST

183 জনের পর আরও 9 জন ৷ নবম ও দশমের নিয়োগে আরও 9 জনের নিয়োগে বেনিয়ম হয়েছে বলে আদ আদালতে স্বীকার করেছে এসএসসি (Wrong Appointment of 9 Candidates in SSC Nine-Ten Recruitment) ৷

wrong-appointment-of-9-candidates-in-ssc-nine-ten-recruitment
wrong-appointment-of-9-candidates-in-ssc-nine-ten-recruitment
নবম-দশমে আরও 9 জনের ভুল নিয়োগ, আদালতে স্বীকার করল এসএসসি

কলকাতা 16 ডিসেম্বর: নিয়োগ প্রক্রিয়ায় আরও 9 জনকে ভুল করে নিয়োগ করা হয়েছে ! হাইকোর্টে আজ এমনটাই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ৷ আগেই জানানো হয়েছিল 183 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল ৷ এবার নবম ও দশম শ্রেণির নিয়োগে 9 জনের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে (Wrong Appointment of 9 Candidates in SSC Nine-Ten Recruitment) বলে আদালতে আজ জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ৷

বেশ কয়েকটি মামলার পরিপ্রেক্ষিতে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে কমিশনের আইনজীবী সুতনু পাত্র জানান, 183 জনের বাইরেও 9 জনকে ভুল করে সুপারিশ করা হয়েছিল ৷ আর তাঁদের বাংলা, ইতিহাস ও জীবন বিজ্ঞানের শিক্ষক-শিক্ষিকা পদে সুপারিশ করা হয় ৷ মূলত এদের সকলের ব়্যাংক জাম্প করিয়ে নিয়োগ হয়েছিল ৷ মেধা তালিকায় নিচের দিকে নাম থাকার সত্ত্বেও, ওই 9 জন নবম ও দশম শ্রেণির শিক্ষক পদে নিয়োগ পেয়েছিলেন ৷ প্রসঙ্গত, পূর্ণিতা রায়-সহ অন্যান্য আবেদনকারীরা মামলা করেছিলেন যে, তাঁদের র‍্যাংক মেধাতালিকায় অনেক আগে থাকা সত্ত্বেও তাঁরা নিয়োগপত্র পাননি ৷

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দিয়েছেন, ওয়েটিং লিস্টেক থেকে এই 9 জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল কিনা ৷ মামলাকারীদের সঙ্গে তাঁদের নম্বর-সহ অন্যান্য সমস্ত কিছু তুলনা করে, খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ সকলের বক্তব্য 21 ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে শুনতে হবে ৷ তার আগে আজকের মধ্যে মামলাকারীদের জানাতে হবে, আইনজীবীদের মাধ্যমে ৷ ইমেল করেও তা জানাতে হবে ৷

আরও পড়ুন: 183 জন অযোগ্য শিক্ষকের 24 জনই মালদার! বিরোধীরা সরব হতেই অস্বস্তিতে তৃণমূল

বিচারপতি নির্দেশে জানিয়েছেন, মামলাকারীদের বক্তব্য শোনার পর, কমিশনকে নিশ্চিত করতে হবে যে, শূন্য পদে আগে কাউকে সুপারিশ করা হয়েছে কিনা ৷ যদি সুপারিশ করা হয়ে থাকে, সেক্ষেত্রে মামলাকারীদের সঙ্গে সুপারিশে নাম থাকা প্রার্থীদের বয়স খতিয়ে দেখতে হবে ৷ সেই সব তথ্য নিয়ে আগামী 22 ডিসেম্বর ফের শুনানি হবে ৷

নবম-দশমে আরও 9 জনের ভুল নিয়োগ, আদালতে স্বীকার করল এসএসসি

কলকাতা 16 ডিসেম্বর: নিয়োগ প্রক্রিয়ায় আরও 9 জনকে ভুল করে নিয়োগ করা হয়েছে ! হাইকোর্টে আজ এমনটাই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ৷ আগেই জানানো হয়েছিল 183 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল ৷ এবার নবম ও দশম শ্রেণির নিয়োগে 9 জনের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে (Wrong Appointment of 9 Candidates in SSC Nine-Ten Recruitment) বলে আদালতে আজ জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ৷

বেশ কয়েকটি মামলার পরিপ্রেক্ষিতে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে কমিশনের আইনজীবী সুতনু পাত্র জানান, 183 জনের বাইরেও 9 জনকে ভুল করে সুপারিশ করা হয়েছিল ৷ আর তাঁদের বাংলা, ইতিহাস ও জীবন বিজ্ঞানের শিক্ষক-শিক্ষিকা পদে সুপারিশ করা হয় ৷ মূলত এদের সকলের ব়্যাংক জাম্প করিয়ে নিয়োগ হয়েছিল ৷ মেধা তালিকায় নিচের দিকে নাম থাকার সত্ত্বেও, ওই 9 জন নবম ও দশম শ্রেণির শিক্ষক পদে নিয়োগ পেয়েছিলেন ৷ প্রসঙ্গত, পূর্ণিতা রায়-সহ অন্যান্য আবেদনকারীরা মামলা করেছিলেন যে, তাঁদের র‍্যাংক মেধাতালিকায় অনেক আগে থাকা সত্ত্বেও তাঁরা নিয়োগপত্র পাননি ৷

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দিয়েছেন, ওয়েটিং লিস্টেক থেকে এই 9 জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল কিনা ৷ মামলাকারীদের সঙ্গে তাঁদের নম্বর-সহ অন্যান্য সমস্ত কিছু তুলনা করে, খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ সকলের বক্তব্য 21 ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে শুনতে হবে ৷ তার আগে আজকের মধ্যে মামলাকারীদের জানাতে হবে, আইনজীবীদের মাধ্যমে ৷ ইমেল করেও তা জানাতে হবে ৷

আরও পড়ুন: 183 জন অযোগ্য শিক্ষকের 24 জনই মালদার! বিরোধীরা সরব হতেই অস্বস্তিতে তৃণমূল

বিচারপতি নির্দেশে জানিয়েছেন, মামলাকারীদের বক্তব্য শোনার পর, কমিশনকে নিশ্চিত করতে হবে যে, শূন্য পদে আগে কাউকে সুপারিশ করা হয়েছে কিনা ৷ যদি সুপারিশ করা হয়ে থাকে, সেক্ষেত্রে মামলাকারীদের সঙ্গে সুপারিশে নাম থাকা প্রার্থীদের বয়স খতিয়ে দেখতে হবে ৷ সেই সব তথ্য নিয়ে আগামী 22 ডিসেম্বর ফের শুনানি হবে ৷

Last Updated : Dec 16, 2022, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.