কলকাতা, 29 মে: ইমার্জেন্সির থেকেও খারাপ অবস্থা চলছে বাংলায় । এভাবেই আজ আক্রমণ করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাঁর অভিযোগ, "BJP সাংসদ ও জেলা সভাপতিদের ত্রাণ বিলি করতে আটকে দেওয়া হচ্ছে ৷ তৃণমূলের সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা ত্রাণ বিলি করতে যাচ্ছেন ৷ অথচ আমরা করলেই দোষ ।" বিষয়টি নিয়ে রাজ্য সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি ।
ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন দিলীপবাবু ৷ বলেন, "বাংলায় ব্যাপক সংখ্যায় পরিযায়ী শ্রমিকরা আসতে শুরু করেছে । সব রাজ্যই পরিযায়ী শ্রমিকদের জন্য সুষ্ঠু ব্যবস্থা করেছে । কিন্তু এই রাজ্যে কয়েকটা গাড়ি আসতেই কোরোনা নাকি মারাত্মক হারে বেড়ে গেছে । 8 মে মহারাষ্ট্রকে চিঠি লিখে এই রাজ্যের শ্রমিকদের ফেরানোর দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু যেই ফেরানো শুরু হয়েছে তখনই আপনারা আটকাচ্ছেন ৷" তাঁর আরও অভিযোগ, "সরকারি কোয়ারানটিন সেন্টারে কোনওরকম সুবিধা নেই । খাবার নেই, জল নেই । জায়গায় জায়গায় এই নিয়ে বিক্ষোভ হচ্ছে । মন্ত্রী সুজিত বসু কোরোনায় আক্রান্ত ৷ কারণ এই সরকার কোরোনার বিরুদ্ধে লড়তেই ইচ্ছুক না । তাই এই ভাইরাস সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে যাচ্ছে । সরকারের উদাসীনতার জন্য পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন মন্ত্রী ৷"
আজ বেলেঘাটার বিধায়ক পরেশ পাল সাংবাদিক বৈঠক ডেকে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধান পান্ডেকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন । এই ইশুতে দিলীপ ঘোষ বলেন, "সাধনবাবু তো খারাপ কথা বলেনি । যেই ঠিক কথা বলেছেন তখনই অন্যান্য বিধায়করা ঝগড়া করতে নেমে পড়েছেন ।" তিনি আরও বলেন, "প্রয়োজনে 15 দিনের বেশি লকডাউন বাড়াতে হবে । এখন বড় ধাক্কা এসেছে । সেই ধাক্কা সামলাতে গেলে লকডাউন বাড়াতে হবে ।"