কলকাতা, 11 মে : অর্থলোভী, পদলোভী ও মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে রাজ্য পে-কমিশনের চেয়ারম্যানকে খোলা চিঠি দিল সরকারি কর্মচারী সংগঠন । চলতি মাসেই শেষ হচ্ছে ষষ্ঠ পে-কমিশন কার্যকরের চতুর্থ দফার মেয়াদ । এখনও গোটা বিষয়টি পড়ে রয়েছে অথৈ জলে । ফলে বেজায় চটেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় নামে কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা । রাজ্য পে-কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরূপ সরকারকে চেয়ারম্যান করে 2015 সালের 27 নভেম্বর ষষ্ঠ পে-কমিশন গঠিত হয়েছিল । তারপর থেকে প্রায় প্রতিবছরই পে কমিশন কার্যকরের মেয়াদ বৃদ্ধি করছে । চলতি মাসের 27 মে শেষ হচ্ছে চতুর্থ দফার মেয়াদ বৃদ্ধির সময় । রাজ্য সরকারি কর্মচারীরা মনে করছেন, আরও একবছর মেয়াদ বৃদ্ধি হতে পারে । এতেই চটেছেন তাঁরা । গতকাল রাজ্য পে-কমিশনের চেয়ারম্যানের উদ্দেশ্যে খোলা চিঠি দেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ।
চিঠিতে তিনি লেখেন, "অভিরূপবাবু আপনি পে-কমিশনের চেয়ারম্যান । 6 মাসের পে-কমিশনের (8070-F27/11/2015) মেয়াদের বৃদ্ধি ঘটে আগামী 27|05|19-এ চতুর্থ দফার মেয়াদ শেষ হতে চলেছে । কিন্তু আজও পে-কমিশনের রিপোর্ট সরকারের কাছে জমা পড়ল না । ভাবতে অবাক লাগে এই যে, আপনি না কি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ । আপনার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, প্রজ্ঞা নিয়ে আমি কোনও প্রশ্ন তুলব না । কিন্তু আপনার মেরুদণ্ড (বিবেক) আছে কি না তা নিয়ে আমাদের সন্দেহ আছে ।"
তিনি আরও লেখেন, "6 মাসের পে-কমিশন 48 মাস অতিক্রম হতে আর মাত্র দু'সপ্তাহ বাকি (মেয়াদ 26|05 পর্যন্ত) । আবারও 12 মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করতে চেয়েছেন । আপনি কি আমাদের নিয়ে ছেলেখেলা করছেন ? আপনি যদি সরকারি কর্মচারীদের বোকা মনে করেন তাহলে বলব আপনি মূর্খের স্বর্গে বাস করছেন । আমরা জানি, সরকার কেন আপনাকে ওই চেয়ারটিতে বসিয়েছেন । আপনি অর্থলোভী ও পদলোভী ।"