হাইকোর্টের নির্দেশে বউবাজারে দ্রুত শুরু হচ্ছে মেট্রোর কাজ - East-West Metro
গত বছর সুড়ঙ্গের কাজ চলাকালীন একটি অকুইফায়ারের সমস্য়ায় (সুড়ঙ্গের ভিতরে এমন একটি বিশেষ জায়গা, যেখানে জল জমে থাকে) ধাক্কা মারে । এর ফলে উপরের মাটি ধসে যায় । তারপর থেকেই বন্ধ ছিল কাজ ৷ সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ খননেরকাজ ৷
কলকাতা, 19 ফেব্রুয়ারি : বউবাজারে দ্রুত শুরু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের কাজ । গতবছর এই কাজ চলাকালীন ধসে যায় বউবাজার এলাকার বহু বাড়ি । প্রায় ছ'মাস অতিক্রান্ত হওয়ার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে আবার চালু হতে চলেছে এই সুড়ঙ্গ খননের কাজ ।
গত বছর 31 অগাস্ট সুড়ঙ্গের কাজ চলাকালীন চণ্ডী নামে TBM একটি অকুইফায়ারকে (সুড়ঙ্গের ভিতরে এমন একটি বিশেষ জায়গা, যেখানে জল জমে থাকে) ধাক্কা মারে । এর ফলে উপরের মাটি ধসে যায় । বউবাজার এলাকার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । বহু বাড়িতে বড়সড় ফাটল ও চিড় দেখা দেয় । কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)-এর ম্যানেজিং ডিরেক্টর মানস সরকার বলেন, "আমরা কোর্টের রায়কে সম্মান জানিয়ে খুব তাড়াতাড়ি কাজ শুরু করব । সপ্তাহ খানেকের মধ্যেই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে । তবে, এই মুহূর্তে নিরাপত্তার দিকগুলি ভালো করে খতিয়ে দেখা হচ্ছে ।"
তিনি আরও বলেন, "KMRCL-এর তরফে আবার নতুন করে কাজ শুরু করার জন্য প্রস্তুত । এমনকী, কাজ শুরুর আগে যে পুজো করা হয় তাও করা হয়েছে । পুলিশ ও অন্যান্য প্রয়োজনীয় দপ্তরেও KMRCL-এর তরফে চিঠি পাঠানো হয়েছে ।" গতবছর বউবাজারের বিপর্যয়ের পর গঠন করা হয় বিশেষজ্ঞের দল । সেই দলের তত্ত্বাবধানেই পুনরায় কাজ শুরু হতে চলেছে । কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, কাজের প্রণয়নের ক্ষেত্রে কী কী পরিবর্তন আনতে হবে, সবকিছু নিয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন । তাঁদের দেওয়া রিপোর্ট নিয়ে মাদ্রাজ়ের IIT-র বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা চলে দফায় দফায় । এর পাশাপাশি যে জায়গায় কাজ শুরু হবে সেই গোটা অঞ্চলের উপরের সয়েল টেস্টিং বা মাটি পরীক্ষা করা হবে ।
এবার কাজ এগিয়ে নিয়ে যাবে TBM উর্বি । নির্মলচন্দ্র স্ট্রিট থেকে শুরু করে এগিয়ে নিয়ে যাওয়া হবে পূর্ব দিকের সুড়ঙ্গ ধরে শিয়ালদা পর্যন্ত । আপাতত সুড়ঙ্গের পশ্চিম সুড়ঙ্গে যেখানে ধসের ঘটনাটি ঘটেছিল, সেদিকে কাজ হবে না । যদিও এই TBM-টি কেমন কাজ করে বা অন্যান্য নিরাপত্তার দিকগুলো খতিয়ে দেখার জন্য ডিসেম্বরে উর্বিকে পাঁচ মিটার মতো এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল । KMRCL-এর অ্যাডমিনিস্ট্রেশনের জেনেরাল ম্যানেজার কে নন্দী বলেন, "হাইকোর্টের সমস্ত নির্দেশ ও বিশেষজ্ঞদের পরামর্শ মতোই কাজ শুরু করে এগিয়ে নিয়ে যাওয়া হবে ।"
অন্যদিকে, TBM চণ্ডীকে কীভাবে বের করে আনা হবে তা নিয়েও চিন্তাভাবনা চলছে । মনে করা হচ্ছে, বউবাজারের কাছে একটি বিরাট গহ্বর বানিয়ে তার ভিতর দিয়ে তুলে নিয়ে আসা হবে চণ্ডীকে । তবে, সেই বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি ।