ETV Bharat / state

শহরের গুরুত্বপূর্ণ স্থান, অফিস ও ট্রাক জীবাণমুক্তির কাজ শুরু : সুজিত বসু - work has begun to disinfect important places, offices and trucks in kolkata says fire brigade minister sujit basu

এখনও পর্যন্ত প্রায় 1200 টি জায়গা জীবাণুমুক্ত করার কাজ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী । আগামীদিনেও দমকল অগ্নিনির্বাপণ সহ যেকোনও জরুরি ভিত্তিতে পরিষেবা দেবে । পাশাপাশি ছোট-গাড়ি ও বাইক নিয়ে প্রায় 700 টি জায়গায় করার কোরোনা বিষয়ে সাবধানতা প্রচার করেছে দমকল বিভাগ ।

সুজিত বসু
সুজিত বসু
author img

By

Published : Apr 8, 2020, 10:36 PM IST

কলকাতা, 8 এপ্রিল: শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে, অফিস-কাছারিতে জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু করেছে দমকল বিভাগ । রাজ্য সরকারের নির্দেশ পাওয়ার পরই কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানান দমকল মন্ত্রী সুজিত বসু । কলকাতার বাইরের ঘনবসতিপূর্ণ এলাকা, অফিসগুলিতেও স্যানিটাইজ়েশনের কাজ করছে দমকল বিভাগ । এভাবে এখনও পর্যন্ত প্রায় 1200 টি জায়গা জীবাণুমুক্ত করার কাজ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী । আগামীদিনেও দমকল অগ্নিনির্বাপণ সহ যেকোনও জরুরি ভিত্তিতে পরিষেবা দেবে । পাশাপাশি ছোট-গাড়ি ও বাইক নিয়ে প্রায় 700 টি জায়গায় করার কোরোনা বিষয়ে সাবধানতা প্রচার করেছে দমকল বিভাগ ।

দমকল মন্ত্রী সুজিত বসুর কথায়, "রাজ্য সরকার বিশেষ দায়িত্ব দিয়েছে দমকল বিভাগের উপর । নেপাল, ভুটান থেকে যেসব মালবাহী গাড়ি আমাদের রাজ্যে প্রবেশ করছে সেগুলোকে স্যানিটাইজ়েশনের কাজ শুরু করেছে দমকল বিভাগ । কলকাতা সহ সবমিলিয়ে 146টি ফায়ার স্টেশন রয়েছে দমকলের । সবকটি ফায়ার স্টেশনকে জীবাণুনাশক দিয়ে স্যানিটাইজ় করা হয়েছে ।" বুধবার দমকলের সমস্ত আধিকারিকদের সাথে রিভিউ মিটিং করেন মন্ত্রী সুজিত বসু । প্রতি মাসেই এই রিভিউ মিটিং করা হবে যাতে সাধারণ মানুষ ঠিকমতো পরিষেবা পায় । লকডাউনে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেদিকটাও বিশেষ গুরুত্ব সহকারে দেখা হবে । পুলিশের নির্দেশমতো দমকল কাজ করবে বলেও জানান তিনি ।

একই সঙ্গে ময়দান এলাকায় কাজ করা মালিদের খাদ্যসামগ্রী বিলি করেছে দমকল বিভাগ । আগামী দিনেও এইসব মালিদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিলি করার দায়িত্ব নিয়েছে দমকল ।

কলকাতা, 8 এপ্রিল: শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে, অফিস-কাছারিতে জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু করেছে দমকল বিভাগ । রাজ্য সরকারের নির্দেশ পাওয়ার পরই কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানান দমকল মন্ত্রী সুজিত বসু । কলকাতার বাইরের ঘনবসতিপূর্ণ এলাকা, অফিসগুলিতেও স্যানিটাইজ়েশনের কাজ করছে দমকল বিভাগ । এভাবে এখনও পর্যন্ত প্রায় 1200 টি জায়গা জীবাণুমুক্ত করার কাজ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী । আগামীদিনেও দমকল অগ্নিনির্বাপণ সহ যেকোনও জরুরি ভিত্তিতে পরিষেবা দেবে । পাশাপাশি ছোট-গাড়ি ও বাইক নিয়ে প্রায় 700 টি জায়গায় করার কোরোনা বিষয়ে সাবধানতা প্রচার করেছে দমকল বিভাগ ।

দমকল মন্ত্রী সুজিত বসুর কথায়, "রাজ্য সরকার বিশেষ দায়িত্ব দিয়েছে দমকল বিভাগের উপর । নেপাল, ভুটান থেকে যেসব মালবাহী গাড়ি আমাদের রাজ্যে প্রবেশ করছে সেগুলোকে স্যানিটাইজ়েশনের কাজ শুরু করেছে দমকল বিভাগ । কলকাতা সহ সবমিলিয়ে 146টি ফায়ার স্টেশন রয়েছে দমকলের । সবকটি ফায়ার স্টেশনকে জীবাণুনাশক দিয়ে স্যানিটাইজ় করা হয়েছে ।" বুধবার দমকলের সমস্ত আধিকারিকদের সাথে রিভিউ মিটিং করেন মন্ত্রী সুজিত বসু । প্রতি মাসেই এই রিভিউ মিটিং করা হবে যাতে সাধারণ মানুষ ঠিকমতো পরিষেবা পায় । লকডাউনে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেদিকটাও বিশেষ গুরুত্ব সহকারে দেখা হবে । পুলিশের নির্দেশমতো দমকল কাজ করবে বলেও জানান তিনি ।

একই সঙ্গে ময়দান এলাকায় কাজ করা মালিদের খাদ্যসামগ্রী বিলি করেছে দমকল বিভাগ । আগামী দিনেও এইসব মালিদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিলি করার দায়িত্ব নিয়েছে দমকল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.