ETV Bharat / state

শহরের গুরুত্বপূর্ণ স্থান, অফিস ও ট্রাক জীবাণমুক্তির কাজ শুরু : সুজিত বসু

এখনও পর্যন্ত প্রায় 1200 টি জায়গা জীবাণুমুক্ত করার কাজ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী । আগামীদিনেও দমকল অগ্নিনির্বাপণ সহ যেকোনও জরুরি ভিত্তিতে পরিষেবা দেবে । পাশাপাশি ছোট-গাড়ি ও বাইক নিয়ে প্রায় 700 টি জায়গায় করার কোরোনা বিষয়ে সাবধানতা প্রচার করেছে দমকল বিভাগ ।

সুজিত বসু
সুজিত বসু
author img

By

Published : Apr 8, 2020, 10:36 PM IST

কলকাতা, 8 এপ্রিল: শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে, অফিস-কাছারিতে জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু করেছে দমকল বিভাগ । রাজ্য সরকারের নির্দেশ পাওয়ার পরই কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানান দমকল মন্ত্রী সুজিত বসু । কলকাতার বাইরের ঘনবসতিপূর্ণ এলাকা, অফিসগুলিতেও স্যানিটাইজ়েশনের কাজ করছে দমকল বিভাগ । এভাবে এখনও পর্যন্ত প্রায় 1200 টি জায়গা জীবাণুমুক্ত করার কাজ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী । আগামীদিনেও দমকল অগ্নিনির্বাপণ সহ যেকোনও জরুরি ভিত্তিতে পরিষেবা দেবে । পাশাপাশি ছোট-গাড়ি ও বাইক নিয়ে প্রায় 700 টি জায়গায় করার কোরোনা বিষয়ে সাবধানতা প্রচার করেছে দমকল বিভাগ ।

দমকল মন্ত্রী সুজিত বসুর কথায়, "রাজ্য সরকার বিশেষ দায়িত্ব দিয়েছে দমকল বিভাগের উপর । নেপাল, ভুটান থেকে যেসব মালবাহী গাড়ি আমাদের রাজ্যে প্রবেশ করছে সেগুলোকে স্যানিটাইজ়েশনের কাজ শুরু করেছে দমকল বিভাগ । কলকাতা সহ সবমিলিয়ে 146টি ফায়ার স্টেশন রয়েছে দমকলের । সবকটি ফায়ার স্টেশনকে জীবাণুনাশক দিয়ে স্যানিটাইজ় করা হয়েছে ।" বুধবার দমকলের সমস্ত আধিকারিকদের সাথে রিভিউ মিটিং করেন মন্ত্রী সুজিত বসু । প্রতি মাসেই এই রিভিউ মিটিং করা হবে যাতে সাধারণ মানুষ ঠিকমতো পরিষেবা পায় । লকডাউনে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেদিকটাও বিশেষ গুরুত্ব সহকারে দেখা হবে । পুলিশের নির্দেশমতো দমকল কাজ করবে বলেও জানান তিনি ।

একই সঙ্গে ময়দান এলাকায় কাজ করা মালিদের খাদ্যসামগ্রী বিলি করেছে দমকল বিভাগ । আগামী দিনেও এইসব মালিদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিলি করার দায়িত্ব নিয়েছে দমকল ।

কলকাতা, 8 এপ্রিল: শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে, অফিস-কাছারিতে জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু করেছে দমকল বিভাগ । রাজ্য সরকারের নির্দেশ পাওয়ার পরই কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানান দমকল মন্ত্রী সুজিত বসু । কলকাতার বাইরের ঘনবসতিপূর্ণ এলাকা, অফিসগুলিতেও স্যানিটাইজ়েশনের কাজ করছে দমকল বিভাগ । এভাবে এখনও পর্যন্ত প্রায় 1200 টি জায়গা জীবাণুমুক্ত করার কাজ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী । আগামীদিনেও দমকল অগ্নিনির্বাপণ সহ যেকোনও জরুরি ভিত্তিতে পরিষেবা দেবে । পাশাপাশি ছোট-গাড়ি ও বাইক নিয়ে প্রায় 700 টি জায়গায় করার কোরোনা বিষয়ে সাবধানতা প্রচার করেছে দমকল বিভাগ ।

দমকল মন্ত্রী সুজিত বসুর কথায়, "রাজ্য সরকার বিশেষ দায়িত্ব দিয়েছে দমকল বিভাগের উপর । নেপাল, ভুটান থেকে যেসব মালবাহী গাড়ি আমাদের রাজ্যে প্রবেশ করছে সেগুলোকে স্যানিটাইজ়েশনের কাজ শুরু করেছে দমকল বিভাগ । কলকাতা সহ সবমিলিয়ে 146টি ফায়ার স্টেশন রয়েছে দমকলের । সবকটি ফায়ার স্টেশনকে জীবাণুনাশক দিয়ে স্যানিটাইজ় করা হয়েছে ।" বুধবার দমকলের সমস্ত আধিকারিকদের সাথে রিভিউ মিটিং করেন মন্ত্রী সুজিত বসু । প্রতি মাসেই এই রিভিউ মিটিং করা হবে যাতে সাধারণ মানুষ ঠিকমতো পরিষেবা পায় । লকডাউনে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেদিকটাও বিশেষ গুরুত্ব সহকারে দেখা হবে । পুলিশের নির্দেশমতো দমকল কাজ করবে বলেও জানান তিনি ।

একই সঙ্গে ময়দান এলাকায় কাজ করা মালিদের খাদ্যসামগ্রী বিলি করেছে দমকল বিভাগ । আগামী দিনেও এইসব মালিদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিলি করার দায়িত্ব নিয়েছে দমকল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.