কলকাতা, 8 মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে পথে নামল 59টি মহিলা সংগঠন । মহিলাদের বিরুদ্ধে হিংসা বন্ধ ও নারীর অধিকার রক্ষার দাবিতে মিছিল করেন ওই সংগঠনের সদস্যরা। পাশাপাশি মিছিলে NRC, CAA ও NPR-এর বিরোধিতা করে স্লোগান তোলেন । মৌলালি থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিল করে সেভেন পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা । মিছিলে ছিলেন কংগ্রেস ও বামেদের মহিলা সংগঠনের সদস্যরাও ।
দুপুর গড়িয়ে বিকেল হতেই মশাল হাতে বিক্ষোভ শুরু হয় পার্কসার্কাসে । সংবিধান রক্ষা, মহিলাদের অধিকার রক্ষা এবং নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের মতো বেশ কয়েকটি ইশু নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । CAA প্রত্যাহারের দাবিতে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ । পার্কসার্কাসে পৌঁছে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পশ্চিমবঙ্গ মহিলা সমিতির নেত্রী কনিনীকা ঘোষ ।
অন্যদিকে, প্রদেশ কংগ্রেস মহিলা নেতৃত্বের সঙ্গে এই প্রথম শহরে বৃহত্তর মিছিল করল বাম মহিলা সংগঠনগুলি । আসন্ন পৌরসভা নির্বাচনের আগেও এভাবেই যৌথভাবে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হবে, পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং BJP-র বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা ।