ETV Bharat / state

Female Priests : 'মায়ের হাতে মায়ের আবাহন', 66 পল্লীর পুজোয় এবার 4 মহিলা পুরোহিত - Nandini Bhowmick

আসছে দুর্গাপুজো ৷ করোনাকালে গত বছরের মতো এ বছরেও কোভিড প্রোটোকল মেনে পুজো হবে ৷ এবার অন্যধারার পুজো করছে কলকাতার 66 পল্লী ৷ সেখানে মায়ের পুজো হবে মেয়েদের হাতে ৷

পুজো করবেন মহিলা পুরোহিত
পুজো করবেন মহিলা পুরোহিত
author img

By

Published : Aug 26, 2021, 1:46 PM IST

Updated : Aug 27, 2021, 2:27 PM IST

কলকাতা, 26 অগস্ট : দুর্গাপুজোয় মহিলাদের ঢাক বাজাতে দেখা গিয়েছে ৷ এবার দুর্গাপুজো করবেন 4 জন মহিলা পুরোহিত ৷ এমন ব্যতিক্রমী পুজো হবে দক্ষিণ কলকাতার 66 পল্লীতে ৷ এখানে মা দুর্গার আবাহন হবে 4 জন মহিলার পৌরোহিত্যে ।

করোনাকালে যেমন পরিবর্তন ঘটেছে মানুষের জীবনে, তেমনই বদলেছে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর ধরন । গত বছর পুজোয় আমরা দেখেছি জনস্রোত শূন্য দুর্গাপুজোর প্যান্ডেল ।

66 পল্লীর পুজোর অন্যতম মহিলা উদ্যোক্তা দীপলেখা নাহা বলেন, "এই পুজোর দীর্ঘদিনের পূজারি গত বছর প্রয়াত হন । তাই নতুন পুরোহিতের খোঁজ করতে থাকি আমরা । তখনই আমরা নন্দিনী ভৌমিক ও তাঁর দলকে দিয়ে পুজো করানোর কথা ভাবি ৷" সেইমতো তাঁরা নন্দিনী ভৌমিকের সঙ্গে যোগাযোগ করেন । প্রথমে তাঁরা মূর্তিপুজো না করার কথা জানালেও পরে তাঁরা এই পুজো করতে রাজি হন ৷ মূর্তি পুজো করতে এক বছর ধরে গবেষণা করছেন এই 4 জন পুরোহিত ।

66 পল্লীর পুজো এবার 4 মহিলা পৌরহিত্যে

দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ ও সংস্কার । তাই পাড়ার বড়রা বা অন্যরা পুজোর এই নয়া নিয়মকে ঠিক কতটা মেনে নিতে পারবেন, সেই বিষয় পুজোর আরেক মহিলা উদ্যোক্তা পরিচিতা দেওয়ানজি বলেন, "এই বছর আমাদের পুজো করবেন 4 জন মহিলা পুরোহিত ৷ পাড়ার ছোট থেকে বড় সকলেই বিশেষভাবে আগ্রহী ।" এটা পরবর্তী প্রজন্মের উপর প্রভাব ফেলবে, কারণ পুরোহিত সমাজকে এগিয়ে নিয়ে যায়, জানালেন পরিচিতা ৷

আরও পড়ুন : Covid-19 : উৎসবের মরসুমে করোনা নিয়ে আরও সতর্ক হতে নির্দেশ কেন্দ্রের

অপেক্ষার প্রহর গোনা শুরু ৷ এই অস্থির পরিস্থিতির মধ্যে মায়ের আবাহনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কলকাতার 66 পল্লীর পুজোর ভাবনা- 'মায়ের হাতে মায়ের আবাহন'। রাখি পূর্ণিমার দিন 4 জন মহিলা পুরোহিত মন্ত্রচ্চোরণের খুঁটিপুজো সম্পন্ন করেন, সঙ্গে ছিল ভক্তিমূলক গান ।

মহিলা পুরোহিতের এই দলের নাম 'শুভমস্তু' । দলের 4 কন্যা নন্দিনী, সেমন্তী, পৌলমী ও রুমা । দলের অন্যতম সদস্য নন্দিনী ভৌমিক বলেন, "আমরা যেহেতু মূর্তিপুজো করি না, তাই প্রথমে এই পুজো করতে রাজি হইনি । তবে তাঁদের যুক্তিও খুব সঙ্গত । তাই আমরা শেষে রাজি হই । এরপর শুরু হয় গবেষণা ও পড়াশোনা । বিভিন্ন শাস্ত্র পুঁথি ঘেঁটে দুর্গাপুজোর সমস্ত খুঁটিনাটি জানার কাজ চলছে । সঙ্গে রয়েছে রবীন্দ্র সংগীত, দ্বিজেন্দ্রগীতি, নজরুলগীতি সহ-শ্লোক ও চণ্ডীপাঠ । গত এক বছর ধরে কাজ চলছে । চলছে রিহার্সালও । অপেক্ষা শুধু পুজোর ।"

এবারের পুজোর থিম কী জিজ্ঞাসা করায় উদ্যোক্তারা জানালেন তাতেই রয়েছে চমক । তাই পুজোর গোপন থিম জানেন ব্রহ্মা !

কলকাতা, 26 অগস্ট : দুর্গাপুজোয় মহিলাদের ঢাক বাজাতে দেখা গিয়েছে ৷ এবার দুর্গাপুজো করবেন 4 জন মহিলা পুরোহিত ৷ এমন ব্যতিক্রমী পুজো হবে দক্ষিণ কলকাতার 66 পল্লীতে ৷ এখানে মা দুর্গার আবাহন হবে 4 জন মহিলার পৌরোহিত্যে ।

করোনাকালে যেমন পরিবর্তন ঘটেছে মানুষের জীবনে, তেমনই বদলেছে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর ধরন । গত বছর পুজোয় আমরা দেখেছি জনস্রোত শূন্য দুর্গাপুজোর প্যান্ডেল ।

66 পল্লীর পুজোর অন্যতম মহিলা উদ্যোক্তা দীপলেখা নাহা বলেন, "এই পুজোর দীর্ঘদিনের পূজারি গত বছর প্রয়াত হন । তাই নতুন পুরোহিতের খোঁজ করতে থাকি আমরা । তখনই আমরা নন্দিনী ভৌমিক ও তাঁর দলকে দিয়ে পুজো করানোর কথা ভাবি ৷" সেইমতো তাঁরা নন্দিনী ভৌমিকের সঙ্গে যোগাযোগ করেন । প্রথমে তাঁরা মূর্তিপুজো না করার কথা জানালেও পরে তাঁরা এই পুজো করতে রাজি হন ৷ মূর্তি পুজো করতে এক বছর ধরে গবেষণা করছেন এই 4 জন পুরোহিত ।

66 পল্লীর পুজো এবার 4 মহিলা পৌরহিত্যে

দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ ও সংস্কার । তাই পাড়ার বড়রা বা অন্যরা পুজোর এই নয়া নিয়মকে ঠিক কতটা মেনে নিতে পারবেন, সেই বিষয় পুজোর আরেক মহিলা উদ্যোক্তা পরিচিতা দেওয়ানজি বলেন, "এই বছর আমাদের পুজো করবেন 4 জন মহিলা পুরোহিত ৷ পাড়ার ছোট থেকে বড় সকলেই বিশেষভাবে আগ্রহী ।" এটা পরবর্তী প্রজন্মের উপর প্রভাব ফেলবে, কারণ পুরোহিত সমাজকে এগিয়ে নিয়ে যায়, জানালেন পরিচিতা ৷

আরও পড়ুন : Covid-19 : উৎসবের মরসুমে করোনা নিয়ে আরও সতর্ক হতে নির্দেশ কেন্দ্রের

অপেক্ষার প্রহর গোনা শুরু ৷ এই অস্থির পরিস্থিতির মধ্যে মায়ের আবাহনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কলকাতার 66 পল্লীর পুজোর ভাবনা- 'মায়ের হাতে মায়ের আবাহন'। রাখি পূর্ণিমার দিন 4 জন মহিলা পুরোহিত মন্ত্রচ্চোরণের খুঁটিপুজো সম্পন্ন করেন, সঙ্গে ছিল ভক্তিমূলক গান ।

মহিলা পুরোহিতের এই দলের নাম 'শুভমস্তু' । দলের 4 কন্যা নন্দিনী, সেমন্তী, পৌলমী ও রুমা । দলের অন্যতম সদস্য নন্দিনী ভৌমিক বলেন, "আমরা যেহেতু মূর্তিপুজো করি না, তাই প্রথমে এই পুজো করতে রাজি হইনি । তবে তাঁদের যুক্তিও খুব সঙ্গত । তাই আমরা শেষে রাজি হই । এরপর শুরু হয় গবেষণা ও পড়াশোনা । বিভিন্ন শাস্ত্র পুঁথি ঘেঁটে দুর্গাপুজোর সমস্ত খুঁটিনাটি জানার কাজ চলছে । সঙ্গে রয়েছে রবীন্দ্র সংগীত, দ্বিজেন্দ্রগীতি, নজরুলগীতি সহ-শ্লোক ও চণ্ডীপাঠ । গত এক বছর ধরে কাজ চলছে । চলছে রিহার্সালও । অপেক্ষা শুধু পুজোর ।"

এবারের পুজোর থিম কী জিজ্ঞাসা করায় উদ্যোক্তারা জানালেন তাতেই রয়েছে চমক । তাই পুজোর গোপন থিম জানেন ব্রহ্মা !

Last Updated : Aug 27, 2021, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.