ETV Bharat / state

Madan Mitra in Baghbazar: বাগবাজারের মায়ের সিঁদুরের গুণ কী ? জানালেন মদন - Baghbazar Sarbojanin Durgotsav 2022

তিনি বলেন,"বাগবাজারে সিঁদুর খেলায় সকলকে আসার অনুরোধ করব । কারণ বাগবাজারে মায়ের সিঁদুর যার কপালে একবার পড়েছে সেই সিঁদুর অক্ষয় হয়ে থেকে গিয়েছে (Madan Mitra on Baghbazar Puja) ৷

Madan Mitra
বাগবাজারের মায়ের সিঁদুর কপালে পড়লেই অক্ষয় হয়ে থাকবে, বললেন মদন মিত্র
author img

By

Published : Oct 5, 2022, 7:37 PM IST

কলকাতা, 5 অক্টোবর: শতাব্দী প্রাচীন বাগবাজার সর্বজনীনের (Baghbazar Sarbojanin Durgotsav 2022) পুজোয় সিঁদুর খেলাতেও দারুণ ভিড় । কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এদিন সিঁদুর খেলতে আসেন । হঠাৎই তাঁদের মাঝে হাজির হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী 'কালারফুল বয়' মদন মিত্র (Madan Mitra)। স্বাভাবিকভাবেই মদনের উপস্থিতিতে সিঁদুর খেলার উত্তেজনা দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায় । মদন মিত্রকে ঘিরে সেলফি তোলার হিড়িক পড়ে যায় ।

এসবের মাঝেই ইটিভি ভারতকে একান্তে মদন বলেন, "বাগবাজারে সিঁদুর খেলায় সকলকে আসতে অনুরোধ করব । এই ঐতিহ্যবাহী পুজাে মণ্ডপে বা সিঁদুর খেলায় এখনও যাঁরা আসেননি তাঁদের অন্তত একবার আসা প্রয়োজন । কারণ বাগবাজারে মায়ের সিঁদুর যার কপালে একবার পড়েছে সেই সিঁদুর অক্ষয় হয়ে থেকে গিয়েছে ।"

আরও পড়ুন: দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মালদার শরৎপল্লি সর্বজনীনের মহিলারা

শুধু এই বার্তা দেওয়াই নয় । তিনি আরও বলেন, "আমি চাই মা দুর্গা আগামী বছর খুব দ্রুত আমাদের মাঝে আসুন ৷ আর ফিরে যান অনেক দেরিতে ।"

উল্লেখ্য, গত দীর্ঘদিন ধরে বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো সিঁদুরখেলা হচ্ছে । বাগবাজারের সিঁদুর খেলার ঐতিহ্য বরাবরই একই রকম । যার টানে প্রতি বছরই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন বহু মহিলা । শুধু বিবাহিতরাই নন, অনেক অবিবাহিত তরুণীরাও এখানে আসেন।

কলকাতা, 5 অক্টোবর: শতাব্দী প্রাচীন বাগবাজার সর্বজনীনের (Baghbazar Sarbojanin Durgotsav 2022) পুজোয় সিঁদুর খেলাতেও দারুণ ভিড় । কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এদিন সিঁদুর খেলতে আসেন । হঠাৎই তাঁদের মাঝে হাজির হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী 'কালারফুল বয়' মদন মিত্র (Madan Mitra)। স্বাভাবিকভাবেই মদনের উপস্থিতিতে সিঁদুর খেলার উত্তেজনা দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায় । মদন মিত্রকে ঘিরে সেলফি তোলার হিড়িক পড়ে যায় ।

এসবের মাঝেই ইটিভি ভারতকে একান্তে মদন বলেন, "বাগবাজারে সিঁদুর খেলায় সকলকে আসতে অনুরোধ করব । এই ঐতিহ্যবাহী পুজাে মণ্ডপে বা সিঁদুর খেলায় এখনও যাঁরা আসেননি তাঁদের অন্তত একবার আসা প্রয়োজন । কারণ বাগবাজারে মায়ের সিঁদুর যার কপালে একবার পড়েছে সেই সিঁদুর অক্ষয় হয়ে থেকে গিয়েছে ।"

আরও পড়ুন: দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মালদার শরৎপল্লি সর্বজনীনের মহিলারা

শুধু এই বার্তা দেওয়াই নয় । তিনি আরও বলেন, "আমি চাই মা দুর্গা আগামী বছর খুব দ্রুত আমাদের মাঝে আসুন ৷ আর ফিরে যান অনেক দেরিতে ।"

উল্লেখ্য, গত দীর্ঘদিন ধরে বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো সিঁদুরখেলা হচ্ছে । বাগবাজারের সিঁদুর খেলার ঐতিহ্য বরাবরই একই রকম । যার টানে প্রতি বছরই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন বহু মহিলা । শুধু বিবাহিতরাই নন, অনেক অবিবাহিত তরুণীরাও এখানে আসেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.