ETV Bharat / state

মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, সুইসাইড নোটে প্রেমিককে দায়ি - মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার

ঘর থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ । ঘরে তল্লাশি চালিয়ে দুটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ । এই সুইসাইড নোট দুটিতে প্রেমিকাকে দায়ি করেন তিনি ।

symbolic image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Nov 28, 2019, 6:13 AM IST

কলকাতা, 28 নভেম্বর : ঘর থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ । নাম বাণী দে (56) । ঘটনায় মহিলার প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলছেন ছেলে । পর্ণশ্রীর মহেন্দ্র ব্যানার্জি রোডের ঘটনা ।

পুলিশ সূত্রে খবর, ৪৪/২ মহেন্দ্র ব্যানার্জি রোডের বাসিন্দা বাণী দে । গতকাল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে যায় । ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বাণীকে । স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । পরে বাণীর ঘরে তল্লাশি চালিয়ে দুটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ । এই সুইসাইড নোট দুটিতে সোমনাথ নামে এক ব্যক্তির উল্লেখ রয়েছে ।

বাণীর সুইসাইড নোটের সূত্র ধরে পুলিশ জানতে পারে, 2007 সাল থেকে সোমনাথ নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল । 2013 সালে তারাপীঠে গিয়ে না কি তাঁরা বিয়েও করেন । তাঁদের এই বিয়ে মানতে পারেননি বাণীর ছেলে ও বিবাহিতা মেয়ে । কিন্তু তারপরও একসঙ্গেই থাকতেন সোমনাথ ও বাণী । সুইসাইড নোটেও নিজের মৃত্যুর জন্য বাণী প্রেমিক সোমনাথকেই দায়ি করেছেন । বাণীর ছেলেরও দাবি, সোমনাথের বিভিন্ন রকম চাপেই আত্মহত্যা করেছেন তাঁর মা ।

কলকাতা, 28 নভেম্বর : ঘর থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ । নাম বাণী দে (56) । ঘটনায় মহিলার প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলছেন ছেলে । পর্ণশ্রীর মহেন্দ্র ব্যানার্জি রোডের ঘটনা ।

পুলিশ সূত্রে খবর, ৪৪/২ মহেন্দ্র ব্যানার্জি রোডের বাসিন্দা বাণী দে । গতকাল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে যায় । ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বাণীকে । স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । পরে বাণীর ঘরে তল্লাশি চালিয়ে দুটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ । এই সুইসাইড নোট দুটিতে সোমনাথ নামে এক ব্যক্তির উল্লেখ রয়েছে ।

বাণীর সুইসাইড নোটের সূত্র ধরে পুলিশ জানতে পারে, 2007 সাল থেকে সোমনাথ নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল । 2013 সালে তারাপীঠে গিয়ে না কি তাঁরা বিয়েও করেন । তাঁদের এই বিয়ে মানতে পারেননি বাণীর ছেলে ও বিবাহিতা মেয়ে । কিন্তু তারপরও একসঙ্গেই থাকতেন সোমনাথ ও বাণী । সুইসাইড নোটেও নিজের মৃত্যুর জন্য বাণী প্রেমিক সোমনাথকেই দায়ি করেছেন । বাণীর ছেলেরও দাবি, সোমনাথের বিভিন্ন রকম চাপেই আত্মহত্যা করেছেন তাঁর মা ।

Intro:কলকাতা, 27 নভেম্বর: পর্ণশ্রীতে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় মায়ের প্রেমিকার দিকে অভিযোগের আঙুল তুললেন ছেলে। অভিযোগ, আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন তিনি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।Body:পুলিশ সূত্রে খবর, আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ ৪৪/২ মহেন্দ্র ব্যানার্জি রোডের বাসিন্দা বাণী দে'র ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মহিলার বয়স 56 বছর। তাকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সরকারিভাবে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, এটি একটি আত্মহত্যার ঘটনা। নিজের শাড়ি দিয়ে সিলিং এর সঙ্গে ঝুলে পড়েন ওই মহিলা। ঘরটিতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে দুটি সুইসাইড নোট। সেখানে জনৈক সোমনাথ ঘোষকে তার মৃত্যুর জন্য দায়ী করেছেন বাণী দেবী।
Conclusion:জানা গেছে, 2007 সাল থেকে বাণীরদেবীর সঙ্গে সম্পর্ক ছিল সোমনাথের। 2013 সালে তারাপীঠে নাকি তালা বিয়ে করেন। অন্তত বাণী দেবীর একটি সুইসাইড নোট সেই দাবিই করেছে। ওই বছর বাণীদেবীর মেয়ের বিয়ে হয়। তার মেয়ে এই সম্পর্কের কথা মানতে পারেননি। মানতে পারেননি তার একমাত্র ছেলেও। কিন্তু সোমনাথের সঙ্গে লিভ ইন সম্পর্ক চালিয়ে গিয়েছিলেন তিনি। আজ আত্মহত্যা করার আগে তিনি লিখে গিয়েছেন সোমনাথের কথা। লিখেছেন মৃত্যুর জন্য দায়ী তিনি। সেই সূত্রেই পুলিশ তদন্ত শুরু করেছে। বাণী দেবীর ছেলের দাবি, সোমনাথের বিভিন্ন রকম চাপেই আত্মহত্যা করেছেন তার মা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.