ETV Bharat / state

Woman Dies by Suicide: অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি ! হরিদেবপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী মহিলা - Intimate Photos Viral in Haridevpur

Woman Dies by Suicide in Haridevpur: অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেমিক ৷ তার জেরে অপমানে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন মহিলা ৷ হরিদেবপুরের ঘটনায় পুলিশ আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করেছে ৷

Woman Dies by Suicide ETV BHARAT
Woman Dies by Suicide
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 5:33 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে ৷ অভিযোগ, প্রেমিকের এই হুমকির জেরে অপমানে আত্মঘাতী হলেন মহিলা ৷ পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে হরিদেবপুর থানার ব্যানার্জি পাড়ায় প্রেমিকের বাড়ির সামনে গায়ে আগুন দেন মহিলা ৷ স্থানীয় এবং পুলিশের মদতে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে মহিলার মৃত্যু হয়েছে ৷ রাতেই মহিলার গোপন জবানবন্দি রেকর্ড করে পুলিশ ৷ ইতিমধ্যে, আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বছরখানেক ধরে মহিলার সঙ্গে সম্পর্ক ছিল হরিদেবপুর থানার ব্যানার্জি পাড়ার বাসিন্দা সুবীর বিশ্বাসের ৷ যতদিন যায় তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠতায় পরিণত হয় ৷ এরপরেই কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে মনোমালিন্য তৈরি হয় ৷ অভিযোগ, এরপরেই সুবীর বিশ্বাস ওই মহিলাকে হুমকি দিতে শুরু করেন ৷ তাঁকে জানান, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক গোপন ভিডিয়ো তাঁর কাছে রয়েছে ৷ সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবেন বলে ভয় দেখাতে থাকেন অভিযুক্ত সুবীর বিশ্বাস ৷

অভিযোগ প্রেমিকের হুমকির পরেই ভয়ে ও অপমানে প্রেমিক সুবীর বিশ্বাসের বাড়ির ঠিক সামনেই কেরোসিন ঢেলে গায়ে আগুন দেন মহিলা ৷ কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন ৷ ওই মহিলার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন মহিলা পুলিশ কর্মীরা ৷ ইতিমধ্যে, অভিযুক্ত সুবীর বিশ্বাসের খোঁজ শুরু করেছে হরিদেবপুর থানা ৷

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে সহবাস ! অভিযুক্ত বিয়েতে অস্বীকার করায় আত্মহত্যার চেষ্টা যুবতীর

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, গতকাল (সোমবার) রাতে কলকাতা পুলিশের ডায়াল হান্ড্রেডে একটি ফোন আসে ৷ হরিদেবপুর থানার আওতাধীন ব্যানার্জি পাড়ায় এক মহিলা গায় কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানানো হয় ৷ সঙ্গে সঙ্গে হরিদেবপুর থানার পিসিআর ভ্যান ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ তার পরেই সেখানে পৌঁছায় কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ কোন প্রকারে এলাকার বাসিন্দাদের সাহায্যে পুলিশ কর্মীরা ওই মহিলাকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান ৷

রাতেই হাসপাতালে মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন ৷ তারপরেই ভারতীয় দন্ডবিধির 306 নম্বর ধারায় আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করা হয়েছে ৷ তবে, অভিযুক্ত সুবীর বিশ্বাস ঘটনার পর থেকে পলাতক বলে জানা গিয়েছে ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে ৷ অভিযোগ, প্রেমিকের এই হুমকির জেরে অপমানে আত্মঘাতী হলেন মহিলা ৷ পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে হরিদেবপুর থানার ব্যানার্জি পাড়ায় প্রেমিকের বাড়ির সামনে গায়ে আগুন দেন মহিলা ৷ স্থানীয় এবং পুলিশের মদতে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে মহিলার মৃত্যু হয়েছে ৷ রাতেই মহিলার গোপন জবানবন্দি রেকর্ড করে পুলিশ ৷ ইতিমধ্যে, আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বছরখানেক ধরে মহিলার সঙ্গে সম্পর্ক ছিল হরিদেবপুর থানার ব্যানার্জি পাড়ার বাসিন্দা সুবীর বিশ্বাসের ৷ যতদিন যায় তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠতায় পরিণত হয় ৷ এরপরেই কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে মনোমালিন্য তৈরি হয় ৷ অভিযোগ, এরপরেই সুবীর বিশ্বাস ওই মহিলাকে হুমকি দিতে শুরু করেন ৷ তাঁকে জানান, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক গোপন ভিডিয়ো তাঁর কাছে রয়েছে ৷ সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবেন বলে ভয় দেখাতে থাকেন অভিযুক্ত সুবীর বিশ্বাস ৷

অভিযোগ প্রেমিকের হুমকির পরেই ভয়ে ও অপমানে প্রেমিক সুবীর বিশ্বাসের বাড়ির ঠিক সামনেই কেরোসিন ঢেলে গায়ে আগুন দেন মহিলা ৷ কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন ৷ ওই মহিলার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন মহিলা পুলিশ কর্মীরা ৷ ইতিমধ্যে, অভিযুক্ত সুবীর বিশ্বাসের খোঁজ শুরু করেছে হরিদেবপুর থানা ৷

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে সহবাস ! অভিযুক্ত বিয়েতে অস্বীকার করায় আত্মহত্যার চেষ্টা যুবতীর

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, গতকাল (সোমবার) রাতে কলকাতা পুলিশের ডায়াল হান্ড্রেডে একটি ফোন আসে ৷ হরিদেবপুর থানার আওতাধীন ব্যানার্জি পাড়ায় এক মহিলা গায় কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানানো হয় ৷ সঙ্গে সঙ্গে হরিদেবপুর থানার পিসিআর ভ্যান ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ তার পরেই সেখানে পৌঁছায় কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ কোন প্রকারে এলাকার বাসিন্দাদের সাহায্যে পুলিশ কর্মীরা ওই মহিলাকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান ৷

রাতেই হাসপাতালে মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন ৷ তারপরেই ভারতীয় দন্ডবিধির 306 নম্বর ধারায় আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করা হয়েছে ৷ তবে, অভিযুক্ত সুবীর বিশ্বাস ঘটনার পর থেকে পলাতক বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.