কলকাতা, 19 নভেম্বর: গলায় ফাঁসের দাগ । বাঁ হাতের কনুই সহ শরীরের কয়েকটি জায়গায় ক্ষতচিহ্ন । একবালপুরে রাস্তার ধারে উদ্ধার হল এক যুবতির দেহ ৷ একটি বস্তার মধ্য থেকে দেহটি উদ্ধার হয় ।
গতরাত দু'টো নাগাদ মওলানা মহম্মদ আলি রোডে একটি বস্তা পড়ে থাকতে দেখেন এলাকার কয়েকজন । সেটির ভিতরে মানুষের পা দেখতে পান তাঁরা । খবর দেওয়া হয় একবালপুর থানায় । পুলিশ এসে ব্যাগটি খোলে । ভিতর থেকে যুবতির মৃতদেহ । পরে সেটি নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে ।
যুবতির গলায় এবং হাতের কনুইয়ে ক্ষতচিহ্ন রয়েছে । গলায় মোটা দাগ পাওয়া গেছে । ওই যুবতির নাম সাবা খাতুন ওরফে নয়না । বয়স 30 বছর । তিনি বেঙ্গলি শাহ ওয়াসসি লেনের বাসিন্দা ।
তদন্তকারীরা রাতেই পুলিশ কুকুর এনে এলাকায় তল্লাশি চালায় । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । কে বা কারা তাঁকে খুন করল তা খতিয়ে দেখা হচ্ছে । এলাকার সমস্ত CCTV ফুটেজও সংগ্রহ করছে পুলিশ ।