ETV Bharat / state

"গায়ে বোমা বাঁধা", যাত্রীর হুমকিতে বিমানের জরুরি অবতরণ দমদমে

বিমানে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে NSCBI থানার পুলিশ এক যুবতিকে গ্রেপ্তার করে ৷ ধৃতের নাম মোহিনী মণ্ডল ৷ বছর পঁচিশের ওই যুবতির মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ ৷

মোহিনী মণ্ডল
মোহিনী মণ্ডল
author img

By

Published : Jan 12, 2020, 4:15 PM IST

Updated : Jan 12, 2020, 6:25 PM IST

কলকাতা, 12 জানুয়ারি : কলকাতা থেকে মুম্বইয়ের পথে তখন সবে টেক অফ করেছে এয়ার এশিয়ার বিমান ৷ উপস্থিত 114 জন যাত্রী ৷ ওড়ার কিছুক্ষণ পরই মোহিনী এক বিমানকর্মীকে একটি নোট দেয় ৷ সঙ্গে বলে, নোটটি পাইলটকে দিয়ে দিতে ৷ নোটে লেখা ছিল, তার গায়ে বোমা বাঁধা আছে ৷ যে কোনও সময় বিস্ফোরণ হয়ে যেতে পারে ৷

সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে ৷ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেয় ATC ৷ পাশাপাশি পিছিয়ে দেওয়া হয় একাধিক বিমানের অবতরণের সময় ৷

ATC-র তরফে জানানো হয়, গতকাল রাত 9টা 57 নাগাদ বিমানটি টেক অফ করেছিল ৷ এক ঘণ্টা পরই বোমাতঙ্কর খবর আসে তাদের কাছে ৷ 11টা নাগাদ জরুরি অবতরণের কথা ঘোষণা করা হয় ৷ 11টা 46 নাগাদ বিমানটিকে বিমানবন্দরের ভিতরেই একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় ৷

বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের পরই সমস্ত যাত্রীকে তল্লাশি করে CISF ৷ তবে তল্লাশিতে কিছু পাওয়া যায়নি ৷ পাইলটকে বিভ্রান্ত করা ও বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় মোহিনীকে ৷ প্রাথমিক তদন্তে মোহিনীর মানসিক সমস্যা রয়েছে বলেই মনে করছে পুলিশ ৷ তার আচরণ স্বাভাবিক নয় বলেও জানানো হয়েছে ৷

কলকাতা, 12 জানুয়ারি : কলকাতা থেকে মুম্বইয়ের পথে তখন সবে টেক অফ করেছে এয়ার এশিয়ার বিমান ৷ উপস্থিত 114 জন যাত্রী ৷ ওড়ার কিছুক্ষণ পরই মোহিনী এক বিমানকর্মীকে একটি নোট দেয় ৷ সঙ্গে বলে, নোটটি পাইলটকে দিয়ে দিতে ৷ নোটে লেখা ছিল, তার গায়ে বোমা বাঁধা আছে ৷ যে কোনও সময় বিস্ফোরণ হয়ে যেতে পারে ৷

সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে ৷ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেয় ATC ৷ পাশাপাশি পিছিয়ে দেওয়া হয় একাধিক বিমানের অবতরণের সময় ৷

ATC-র তরফে জানানো হয়, গতকাল রাত 9টা 57 নাগাদ বিমানটি টেক অফ করেছিল ৷ এক ঘণ্টা পরই বোমাতঙ্কর খবর আসে তাদের কাছে ৷ 11টা নাগাদ জরুরি অবতরণের কথা ঘোষণা করা হয় ৷ 11টা 46 নাগাদ বিমানটিকে বিমানবন্দরের ভিতরেই একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় ৷

বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের পরই সমস্ত যাত্রীকে তল্লাশি করে CISF ৷ তবে তল্লাশিতে কিছু পাওয়া যায়নি ৷ পাইলটকে বিভ্রান্ত করা ও বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় মোহিনীকে ৷ প্রাথমিক তদন্তে মোহিনীর মানসিক সমস্যা রয়েছে বলেই মনে করছে পুলিশ ৷ তার আচরণ স্বাভাবিক নয় বলেও জানানো হয়েছে ৷

Intro:
পাইলটকে বিভ্রান্ত করে বিমানে বোমাতঙ্ক সৃষ্টি করার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল এন এস সি বি আই থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত মহিলার নাম মোহিনী মন্ডল।


Body:গতকাল কলকাতা থেকে মুম্বাই যাওয়ার সময় এয়ার এশিয়া বিমান ১১৪ জন যাত্রী নিয়ে টেক অফ করে। কলকাতার আকাশে ওড়ার কিছুক্ষন পরেই মাঝ আকাশে ওড়ার পর ওই মহিলা যাত্রী মোহিনী মন্ডল পাইলটকে জানায় তার গায়ে বোমা বাধা আছে। যে কোন সময় বোমা বিস্ফোরণ হতে পারে। সঙ্গে সঙ্গে পাইলট বিমানের মুখ ঘুরিয়ে এটিসির সঙ্গে যোগাযোগ করে। এটিসি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে নির্দেশ দেয়। সেই মত একাধিক বিমানের অবতরণ সময় পিছিয়ে দেওয়া হয়। অন্য বিমানের অবতরণ আটকে এশিয়ার বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। তারপর সমস্ত যাত্রী নামিয়ে তল্লাশি করে সিআইএসএফ। তল্লাশিতে অবশ্য কিছু পাওয়া যায় নি। পাইলট কে বিভ্রান্ত করা ও বোমা আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে এরপরে মোহিনি মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। ওই মহিলার মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তার আচরণ স্বাভাবিক নয় এমনটাই জানিয়েছে পুলিশ।Conclusion:
Last Updated : Jan 12, 2020, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.