কলকাতা, 20 জানুয়ারি : শহরে আপাতত শীতের আমেজ। আংশিক মেঘলা আকাশের সঙ্গে গরমও পড়েছে হালকা । তবে, আগামী দু-তিন দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফিরতে পারে শীত । এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর । তবে দু-তিন দিন পর আবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ।
আজ আকাশ আংশিক মেঘলা থাকবে । কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ, সর্বনিম্ন 48 শতাংশ । আগামী 24 ঘণ্টা কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । তবে আগামী দু-তিন নামবে পারদ ।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে । কুয়াশা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, জম্মু-কাশ্মীরে আজ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে । যার প্রভাবে আরও একবার আবহাওয়ার পরিবর্তন হওয়ার কথা। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আগামীকাল থেকে তুষারপাত হবে জম্মু-কাশ্মীর,হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ।
উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ । দার্জিলিং,জলপাইগুড়ি, কালিম্পং,আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর ও মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পাশাপাশি মুর্শিদাবাদ,বীরভূম,পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান,বাঁকুড়া ও পুরুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।