ETV Bharat / state

Weather Update in Bengal : রাজ্যে কমবে তাপমাত্রা, পূর্বাভাস হাওয়া অফিসের

রাজ্যের আকাশ আংশিক মেঘলা থাকলেও, শীত পড়ার ক্ষেত্রে তার কোনও প্রভাব পড়বে না ৷ এমনটাই জানিয়েছে, হাওয়া অফিস (Weather Update in Bengal) ৷ ফলে শীত উপলব্ধি করতে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না রাজ্যবাসীকে ৷

Weather Update in Bengal
রাজ্যে কমবে তাপমাত্রা, পূর্বাভাস হাওয়া অফিসের
author img

By

Published : Dec 12, 2021, 7:53 AM IST

কলকাতা, 12 ডিসেম্বর: সূর্যাস্তের পর থেকেই তাপমাত্রা ক্রমশ কমছে । ফলে হালকা শীতের অনুভূতি হচ্ছে রাজ্যে । আবহাওয়া দফতর অবশ্য বলছে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পারদের এই নিম্নাভিমুখীতা শীতকে আসতে সাহায্য করবে । রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস (Weather Update in Bengal) । রবিবার ঘন কুয়াশা এবং আকাশে আংশিক মেঘ থাকলেও তা সমস্যা তৈরি করবে না । দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি স্পর্শ করবে, যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি ।

রাতের দিকের এই তাপমাত্রার পারদের নিম্নাভিমুখী শীতের আসার পথ প্রশস্ত ক‍রছে । মেঘ কেটে শহর শুকনো হতেই সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে । ইতিমধ্যে হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রার পারদ কমবে । কারণ জলীয় বাষ্প অনেক কমে গিয়েছে । তামিলনাড়ু থেকে ওড়িশা পর্যন্ত এলাকা জুড়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাব কাটলেই দক্ষিণবঙ্গে শীত পড়বে ।

আরও পড়ুন: কমছে তাপমাত্রার পারদ, বঙ্গের দুয়ারে শীত

পশ্চিমী ঝঞ্জার প্রভাব কেটেছে উত্তর-পশ্চিম ভারতে । শীতল বাতাস প্রবেশ করার ফলে উত্তর ভারতে শীতের আগমনী শুরু হয়ে গিয়েছে । শীতল বাতাস কলকাতা এবং দক্ষিণবঙ্গে ঢোকা শুরু করলে রাতের মতো দিনেও তাপমাত্রার পারদ কমতে থাকবে । তাই ছাতা এই বছরের মতো গুছিয়ে রেখে শীতবস্ত্র রোদে দেওয়া শুরু করুন । কারণ, পৌষের প্রথম দিন থেকেই রাজ্যে ঠান্ডা পড়বে জাঁকিয়ে । এমনটাই মনে করছে হাওয়া অফিস ।

কলকাতা, 12 ডিসেম্বর: সূর্যাস্তের পর থেকেই তাপমাত্রা ক্রমশ কমছে । ফলে হালকা শীতের অনুভূতি হচ্ছে রাজ্যে । আবহাওয়া দফতর অবশ্য বলছে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পারদের এই নিম্নাভিমুখীতা শীতকে আসতে সাহায্য করবে । রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস (Weather Update in Bengal) । রবিবার ঘন কুয়াশা এবং আকাশে আংশিক মেঘ থাকলেও তা সমস্যা তৈরি করবে না । দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি স্পর্শ করবে, যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি ।

রাতের দিকের এই তাপমাত্রার পারদের নিম্নাভিমুখী শীতের আসার পথ প্রশস্ত ক‍রছে । মেঘ কেটে শহর শুকনো হতেই সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে । ইতিমধ্যে হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রার পারদ কমবে । কারণ জলীয় বাষ্প অনেক কমে গিয়েছে । তামিলনাড়ু থেকে ওড়িশা পর্যন্ত এলাকা জুড়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাব কাটলেই দক্ষিণবঙ্গে শীত পড়বে ।

আরও পড়ুন: কমছে তাপমাত্রার পারদ, বঙ্গের দুয়ারে শীত

পশ্চিমী ঝঞ্জার প্রভাব কেটেছে উত্তর-পশ্চিম ভারতে । শীতল বাতাস প্রবেশ করার ফলে উত্তর ভারতে শীতের আগমনী শুরু হয়ে গিয়েছে । শীতল বাতাস কলকাতা এবং দক্ষিণবঙ্গে ঢোকা শুরু করলে রাতের মতো দিনেও তাপমাত্রার পারদ কমতে থাকবে । তাই ছাতা এই বছরের মতো গুছিয়ে রেখে শীতবস্ত্র রোদে দেওয়া শুরু করুন । কারণ, পৌষের প্রথম দিন থেকেই রাজ্যে ঠান্ডা পড়বে জাঁকিয়ে । এমনটাই মনে করছে হাওয়া অফিস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.