কলকাতা, 15 ফেব্রুয়ারি: বল গড়ানোর আগেই বাকযুদ্ধ মনোজ তিওয়ারি বনাম জয়দেব উনাদকাটের (Ranji Tropy Final)। বাংলার অধিনায়কের হুঙ্কার ছিল, "রঞ্জি ফাইনাল একপেশে হবে । রাশ থাকবে বাংলার হাতে ।" মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাটও প্রতিপক্ষ নেতার হুঙ্কারকে পাত্তা দিতে নারাজ । "খেলাটা মাঠে হবে । সেখানে যে বাজিমাত করবে ট্রফি তাঁর কাছেই যাবে । মুখে অনেকেই অনেক কথা বলতে পারেন, গুরুত্ব দেওয়ার দরকার নেই ।"
প্র্যাকটিস সেরে সাজঘরে যাওয়ার সময় মনোজ তিওয়ারিকে 'মন্ত্রী', 'মন্ত্রী' বলে ডাকলেন জয়দেব উনাদকাট । সাইটস্ক্রিনের সামনে দাড়িয়ে সৌজন্য সাক্ষাৎ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু'জনেই এক ড্রেসিংরুমে ছিলেন । কিন্তু রঞ্জি ট্রফির ফাইনালে পরস্পর পরস্পরকে জায়গা ছাড়তে নারাজ । ভারতীয় দল থেকে রঞ্জি ট্রফি ফাইনাল খেলার জন্য বোর্ডের অনুমতি নিয়ে সৌরাষ্ট্র শিবিরে যোগ দিয়েছেন । উনাদকাট বলেন, "আমাকে রাহুল দ্রাবিড় স্যার ফাইনালে খেলতে চাই কি না জিজ্ঞাসা করেছিলেন । আমি আগ্রহ দেখাই । তারপরই বোর্ডের মাধ্যমে ব্যবস্থা হয় । দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময়ই সম্মানের । রাজ্য দলকে সেরার ট্রফি দিয়ে ফের দেশের হয়ে খেলার জন্য ফিরতে চাই । কোনও জায়গায় বসে থাকার চেয়ে অন্য কোনও খেলার সুযোগ পাওয়া সব সময়ই সম্মানের ।"
আরও পড়ুন: রঞ্জি ফাইনালে দুই দলের তফাৎ গড়ে দিতে পারেন যাঁরা
তিনবছর আগে রাজকোটে বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র । সেই দলের অধিনায়কও ছিলেন তিনি । তবে ইডেনে ফাইনাল খেলতে নামার আগে সৌরাষ্ট্র অধিনায়ক অনেক বেশি সচেতন । ভারতীয় দলের সঙ্গে থাকার সময় চেতেশ্বর পূজারা এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফির ম্যাচের দিকে চোখ রাখছিলেন । কলকাতায় আসার পরে চেতেশ্বর পূজারার থেকে পরামর্শ নিয়েছেন । চলতি মরশুমে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে শততম টেস্ট খেলবেন পূজারা । সৌরাষ্ট্র দল তাঁকে রঞ্জি ট্রফি জিতে শ্রদ্ধার্ঘ দিতে চায় ।
ইডেনের সবুজ উইকেটে সৌরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি বাংলা । বলা হচ্ছে সৌরাষ্ট্রের যাবতীয় শক্তি ধীর গতির উইকেটে । সবুজ উইকেট তাদের সমস্যায় ফেলতে পারে । সাংবাদিক সম্মেলনে বিষয়টি উড়িয়ে দিলেন উনাদকাট । তিনি বলেন, "এই পর্যায়ে এই ধরনের কথা খাটে না । এই পর্যায়ে সব দলই তৈরি থাকে সব পরিস্থিতির জন্য । ইডেনের উইকেট আমাদের চেনা । তাই উপভোগ্য ম্যাচ হবে বলতে পারি ।" সব মিলিয়ে বাংলার রঞ্জি জয়ের স্বপ্নে কাঁটা ছড়াতে সৌরাষ্ট্র যে তৈরি তা উনাদকাট এবং তাঁর দল প্রতিটি পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন ।