ETV Bharat / state

Mamata on Congress: লোকসভা ভোটে কংগ্রেসকে শর্তসাপেক্ষে সমর্থনের কথা মমতার গলায় - কংগ্রেসকে জোটবার্তা মমতার

কংগ্রেসকে সোমবার জোটবার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি বলেছেন, কংগ্রেসকেও অঞ্চলিক দলকে সমর্থন করতে হবে, প্রয়োজনে কিছুটা ত্যাগ করতে হবে ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 15, 2023, 11:00 PM IST

কলকাতা, 15 মে: শনিবার বেরিয়েছে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফল ৷ 135 আসনে জয়ী কংগ্রেসকে শুভেচ্ছা জানাতে গিয়ে সেদিন ওই দলের নাম বা রাহুল গান্ধির নাম করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু জানিয়েছিলেন, বিজেপির হারে তিনি খুশি ৷ এটা বিজেপির শেষের শুরু ৷ জয়ীদের অভিনন্দন ৷ কিন্তু এই ঘটনার একদিন পর সোমবার কংগ্রেসের নাম নিয়ে তাদের সমর্থনের কথা জানালেন মমতা ৷ দিলেন শর্ত সাপেক্ষে জোট বেঁধে লড়াইয়ের বার্তাও ৷

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "যেখানে যেখানে আঞ্চলিক দল শক্তিশালী সেখানে বিজেপি লড়তে পারবে না ৷ কর্ণাটকের রায় বিজেপি সরকারের বিরুদ্ধে গিয়েছে ৷ এই অবস্থায় যেখানে যে শক্তিশালী তাদের জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে ৷ এখানে আমরা শক্তিশালী আমরা লড়ব ৷ দিল্লিতে আপ শক্তিশালী, ওদের লড়া উচিত ৷ বিহারে বিরোধী জোট আছে, ওরা ঠিক করবে ৷ তামিলনাড়ু, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা-সহ অন্য রাজ্যেও এইভাবে হবে । উত্তরপ্রদেশে অখিলেশরা প্রাধান্য পাবে । যেখানে যেখানে কংগ্রেস শক্তিশালী, প্রায় 200টির মতো আসন, সেখানে ওরা লড়ুক আমরা সমর্থন করব ৷"

কিন্তু এরপরেই তাঁর শর্তের কথা জানিয়েছেন মমতা ৷ তিনি বলেন, "কিন্তু তাদেরও অন্য দলকে সমর্থন করতে হবে ৷ আমি তোমায় কর্ণাটকে সমর্থন করব, তুমি আমার বিরুদ্ধে বাংলায় লড়বে এটা হবে না ৷ এটা নীতি হওয়া উচিত নয় ৷ এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য ৷" বিজেপির বিরুদ্ধে ভালো ফল করতে হলে কংগ্রেসকে যে কিছুটা ত্যাগ করতে হবে, এদিন সেই ইঙ্গিতও দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, কংগ্রেস লড়াই করতে পারবে না তা তিনি বলছেন না, কিন্তু কোথায় কোথায় কে লড়াই করবে আলোচনা করে ঠিক হোক।

  • #WATCH | Wherever a regional political party is strong there BJP cannot fight. The parties which are strong in a particular region should fight together. I am supporting Congress in Karnataka but it should not fight against me in Bengal: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/wIazux6oKq

    — ANI (@ANI) May 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যেখানে যে শক্তিশালী সেখানে সেই দল বিজেপির বিরুদ্ধে লড়াই করবে । এই তত্ত্ব অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছে । সোমবার আরও একবার সেই জোটতত্ত্বের পক্ষে সওয়াল করলেন তিনি ৷ তবে বড় দল হিসেবে কংগ্রেসকে যে কিছু ত্যাগ করতে হবে ও জোটের অন্যান্য দলের কথাও ভাবতে হবে তাও বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো ৷

আরও পড়ুন: সূর্যাস্তের আগে তো আমায় বলতেই দেওয়া হয় না, নীতি আয়োগ নিয়ে সরব মমতা

কলকাতা, 15 মে: শনিবার বেরিয়েছে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফল ৷ 135 আসনে জয়ী কংগ্রেসকে শুভেচ্ছা জানাতে গিয়ে সেদিন ওই দলের নাম বা রাহুল গান্ধির নাম করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু জানিয়েছিলেন, বিজেপির হারে তিনি খুশি ৷ এটা বিজেপির শেষের শুরু ৷ জয়ীদের অভিনন্দন ৷ কিন্তু এই ঘটনার একদিন পর সোমবার কংগ্রেসের নাম নিয়ে তাদের সমর্থনের কথা জানালেন মমতা ৷ দিলেন শর্ত সাপেক্ষে জোট বেঁধে লড়াইয়ের বার্তাও ৷

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "যেখানে যেখানে আঞ্চলিক দল শক্তিশালী সেখানে বিজেপি লড়তে পারবে না ৷ কর্ণাটকের রায় বিজেপি সরকারের বিরুদ্ধে গিয়েছে ৷ এই অবস্থায় যেখানে যে শক্তিশালী তাদের জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে ৷ এখানে আমরা শক্তিশালী আমরা লড়ব ৷ দিল্লিতে আপ শক্তিশালী, ওদের লড়া উচিত ৷ বিহারে বিরোধী জোট আছে, ওরা ঠিক করবে ৷ তামিলনাড়ু, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা-সহ অন্য রাজ্যেও এইভাবে হবে । উত্তরপ্রদেশে অখিলেশরা প্রাধান্য পাবে । যেখানে যেখানে কংগ্রেস শক্তিশালী, প্রায় 200টির মতো আসন, সেখানে ওরা লড়ুক আমরা সমর্থন করব ৷"

কিন্তু এরপরেই তাঁর শর্তের কথা জানিয়েছেন মমতা ৷ তিনি বলেন, "কিন্তু তাদেরও অন্য দলকে সমর্থন করতে হবে ৷ আমি তোমায় কর্ণাটকে সমর্থন করব, তুমি আমার বিরুদ্ধে বাংলায় লড়বে এটা হবে না ৷ এটা নীতি হওয়া উচিত নয় ৷ এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য ৷" বিজেপির বিরুদ্ধে ভালো ফল করতে হলে কংগ্রেসকে যে কিছুটা ত্যাগ করতে হবে, এদিন সেই ইঙ্গিতও দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, কংগ্রেস লড়াই করতে পারবে না তা তিনি বলছেন না, কিন্তু কোথায় কোথায় কে লড়াই করবে আলোচনা করে ঠিক হোক।

  • #WATCH | Wherever a regional political party is strong there BJP cannot fight. The parties which are strong in a particular region should fight together. I am supporting Congress in Karnataka but it should not fight against me in Bengal: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/wIazux6oKq

    — ANI (@ANI) May 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যেখানে যে শক্তিশালী সেখানে সেই দল বিজেপির বিরুদ্ধে লড়াই করবে । এই তত্ত্ব অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছে । সোমবার আরও একবার সেই জোটতত্ত্বের পক্ষে সওয়াল করলেন তিনি ৷ তবে বড় দল হিসেবে কংগ্রেসকে যে কিছু ত্যাগ করতে হবে ও জোটের অন্যান্য দলের কথাও ভাবতে হবে তাও বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো ৷

আরও পড়ুন: সূর্যাস্তের আগে তো আমায় বলতেই দেওয়া হয় না, নীতি আয়োগ নিয়ে সরব মমতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.