ETV Bharat / state

Didir Suraksha Kawach: ভবানীপুরে দিদির সুরক্ষা কবচের প্রচারে কি থাকবেন মমতা ? কী বলছে তৃণমূল

ভবানীপুরে (Bhowanipore) দিদির সুরক্ষা কবচের প্রচারে (Didir Doot) কি থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! তৃণমূল নেতৃত্ব বলছে, নানা ব্যস্ততা থাকলেও উপস্থিত থাকবেন নেত্রী ৷

Didir Doot ETV Bharat
দিদির সুরক্ষা কবচ
author img

By

Published : Jan 10, 2023, 5:26 PM IST

কলকাতা, 10 জানুয়ারি: ভবানীপুর (Bhowanipore) বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জনসংযোগ কর্মসূচি 'দিদির সুরক্ষা কবচ' সফল করতে নামবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রসঙ্গত, এই কেন্দ্রের বিধায়কও মমতা বন্দ্যোপাধ্যায় । তবে মঙ্গলবার জনসংযোগ কর্মসূচির সূচনায় বিধানসভা কেন্দ্রিক যে সাংবাদিক সম্মেলন তাতে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী (Didir Doot)। তাঁর বদলে এ দিন সাংবাদিক সম্মেলন করলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ৷ ছিলেন জেলা সভাপতি দেবাশিস কুমার, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ও দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় প্রমূখ । তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, স্থানীয় বিধায়ক হিসাবে তাঁর ব্যস্ত শিডিউলের মাঝেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী (Didir Suraksha Kawach)।

প্রসঙ্গত, এ দিন লেডিস পার্কে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় ৷ আর সেখানেই দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশিস কুমার জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী নিজেই তো জানিয়েছেন যে দলের এই গুরুত্বপূর্ণ জনসংযোগ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিজে যোগদান করবেন । এরপরে এই নিয়ে সন্দেহের অবকাশ নেই । তাঁর মতে মুখ্যমন্ত্রী তাঁর মতো করে সময় সুযোগ বুঝে নামবেন । কিন্তু সামগ্রিকভাবে বিধানসভা জুড়ে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমরা আছিই ।" এ দিকে সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "দিদির সুরক্ষা কবচে আমরা হলাম দিদির দূত । মুখ্যমন্ত্রী তাঁর মতো করে কর্মসূচিতে যোগদান করবেন । বাকিটা দিদির দূত হয়ে আমরাই করব ।"

আরও পড়ুন: 20 দিনে 5 লাখের বেশি দূত নিয়ে বেজায় খুশি দিদি

প্রসঙ্গত, গত দুই জানুয়ারি এই কর্মসূচি ঘোষণার পর আজ অর্থাৎ 10 জানুয়ারির মধ্যে প্রত্যেক বিধানসভায় এই নিয়ে প্রচার সম্পন্ন হওয়ার কথা । সেইমতো কমবেশি 2 কোটি হাউজহোল্ড পরোক্ষে 10 কোটি মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছে তৃণমূল । 11 জানুয়ারি থেকে এই লক্ষ্যমাত্রা পূরণে নিজের এলাকায় নামবেন প্রায় তিন লক্ষ দলীয় কর্মী । এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যদি নিজে তাঁর বিধানসভা কেন্দ্রের কর্মসূচিতে যোগদান করেন, তা গোটা রাজ্যের দলীয় কর্মীদের জন্য একটা অন্যরকম বার্তা বহন করে নিয়ে আসবে । আর সেই কারণেই গোটা রাজ্যের চোখ এখন ভবানীপুরের দিকে । নিজের বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ জনসংযোগ কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেন কি না সেটাই এখন দেখার ।

কলকাতা, 10 জানুয়ারি: ভবানীপুর (Bhowanipore) বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জনসংযোগ কর্মসূচি 'দিদির সুরক্ষা কবচ' সফল করতে নামবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রসঙ্গত, এই কেন্দ্রের বিধায়কও মমতা বন্দ্যোপাধ্যায় । তবে মঙ্গলবার জনসংযোগ কর্মসূচির সূচনায় বিধানসভা কেন্দ্রিক যে সাংবাদিক সম্মেলন তাতে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী (Didir Doot)। তাঁর বদলে এ দিন সাংবাদিক সম্মেলন করলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ৷ ছিলেন জেলা সভাপতি দেবাশিস কুমার, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ও দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় প্রমূখ । তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, স্থানীয় বিধায়ক হিসাবে তাঁর ব্যস্ত শিডিউলের মাঝেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী (Didir Suraksha Kawach)।

প্রসঙ্গত, এ দিন লেডিস পার্কে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় ৷ আর সেখানেই দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশিস কুমার জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী নিজেই তো জানিয়েছেন যে দলের এই গুরুত্বপূর্ণ জনসংযোগ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিজে যোগদান করবেন । এরপরে এই নিয়ে সন্দেহের অবকাশ নেই । তাঁর মতে মুখ্যমন্ত্রী তাঁর মতো করে সময় সুযোগ বুঝে নামবেন । কিন্তু সামগ্রিকভাবে বিধানসভা জুড়ে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমরা আছিই ।" এ দিকে সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "দিদির সুরক্ষা কবচে আমরা হলাম দিদির দূত । মুখ্যমন্ত্রী তাঁর মতো করে কর্মসূচিতে যোগদান করবেন । বাকিটা দিদির দূত হয়ে আমরাই করব ।"

আরও পড়ুন: 20 দিনে 5 লাখের বেশি দূত নিয়ে বেজায় খুশি দিদি

প্রসঙ্গত, গত দুই জানুয়ারি এই কর্মসূচি ঘোষণার পর আজ অর্থাৎ 10 জানুয়ারির মধ্যে প্রত্যেক বিধানসভায় এই নিয়ে প্রচার সম্পন্ন হওয়ার কথা । সেইমতো কমবেশি 2 কোটি হাউজহোল্ড পরোক্ষে 10 কোটি মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছে তৃণমূল । 11 জানুয়ারি থেকে এই লক্ষ্যমাত্রা পূরণে নিজের এলাকায় নামবেন প্রায় তিন লক্ষ দলীয় কর্মী । এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যদি নিজে তাঁর বিধানসভা কেন্দ্রের কর্মসূচিতে যোগদান করেন, তা গোটা রাজ্যের দলীয় কর্মীদের জন্য একটা অন্যরকম বার্তা বহন করে নিয়ে আসবে । আর সেই কারণেই গোটা রাজ্যের চোখ এখন ভবানীপুরের দিকে । নিজের বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ জনসংযোগ কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেন কি না সেটাই এখন দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.