ETV Bharat / state

Saffron Vande Bharat: নয়ারূপের বন্দে ভারত কি যাত্রী সুরক্ষা ও পরিষেবায় টেক্কা দেবে বিদেশের ট্রেনকে ?

New Colour of Vande Bharat: এতদিন বন্দে ভারত এক্সপ্রেসকে নীল-সাদা রংয়েই দেখা গিয়েছে ৷ এবার এই ট্রেনের রং হতে চলেছে গেরুয়া, সাদা ও ধূসর ৷ নয়ারূপের এই সেমি হাইস্পিড ট্রেন কি যাত্রী সুরক্ষা ও পরিষেবায় বিদেশের ট্রেনকে টেক্কা দিতে পারবে ?

Photo Courtsey: Rail Minister Ashwini Vaishnaw Social Meadia Account
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবি
author img

By

Published : Aug 21, 2023, 8:18 PM IST

কলকাতা, 21 অগস্ট: এবার নতুন রঙে আত্মপ্রকাশ করতে চলেছে দেশের সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস । জাতীয় পতাকা থেকেই উদ্বুদ্ধ হয়ে 28তম বন্দে ভারতের দেওয়া হয়েছে গেরুয়া রং । সঙ্গে থাকছে সাদা ও ধূসর রংও ৷ বেশ কয়েকবার মহড়াও হয়েছে নতুন রেকের ।

সম্প্রতি রেল বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে চেন্নাইর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ-এ তৈরি হওয়া নতুন রূপের বন্দে ভারতের ছবি । মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত বন্দে ভারত এবার আগের চেয়েও অনেক বেশি স্মার্ট ও অত্যাধুনিক বলে রেল বোর্ডের দাবি । রেল বোর্ড আরও জানিয়েছে, পরিষেবার ক্ষেত্রেও আরও বেশি উন্নত হয়েছে এই ট্রেন ৷

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই চেন্নাইয়ে আইসিএফ-এ গিয়ে পরিদর্শন করেছেন নতুন রেকের । সোশাল মিডিয়ায় সেই ছবিও দিয়েছেন তিনি । পরিদর্শনের পরে রেলমন্ত্রী জানান যে জাতীয় পতাকার থেকেই অনুপ্রাণিত হয়ে বন্দে ভারতের এই নতুন রং । শুধু রঙেই নতুনত্বের ছোঁয়া নয়, প্রায় 25 রকমের পরিবর্তন করা হয়েছে ট্রেনে । যাত্রী সুরক্ষার দিকগুলি নজর দিয়ে সেগুলো আরও আধুনিক এবং মজবুত করা হয়েছে । টেস্ট ট্র্যাকে বেশ কয়েকবার নতুন রূপের বন্দে ভারতের ট্রায়াল রানও করা হয়েছে ।

প্রসঙ্গত, সারা দেশে বর্তমানে 25টি রুটে 50টি ট্রেন পরিষেবা দেয় বন্দে ভারত ৷ যার রং নীল-সাদা । এছাড়াও আরও দুটি ট্রেন যেগুলি এখনও পরিষেবা দেওয়া শুরু করেনি, সেগুলির রংও নীল সাদা । তবে 28 তম ট্রেন থেকে এই সেমি হাই স্পিড ট্রেন হবে সাদা গেরুয়া ও ধূসর রংয়ের । যদিও এখনও পর্যন্ত যা খবর, তাতে ট্রেনের বাইরের দিকে নতুন রঙের পরত পড়লেও ট্রেনের ভেতরের সাজসজ্জা একই রয়েছে । অর্থাৎ জেনারেল ক্লাসের রং থাকছে নীল সাদা এবং এক্সিকিউটিভ ক্লাসের রং থাকছে লাল-সাদা । তবে আসন, শৌচালয়, প্যান্ট্রি, পাদানি, মোবাইল চার্জিং পয়েন্ট, আলো-সহ আরও বেশ একাধিক ফিচারে লক্ষণীয় পরিবর্তন আনা হয়েছে ।

আরও পড়ুন: আরও যাত্রীবান্ধব বন্দে ভারত, ‘স্লিপার’ ট্রেন তৈরির বরাত পেল বাংলা

তবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে সবটাই এখনও পরীক্ষামূলকস্তরেই রয়েছে । কারণ, বন্দে ভারতকে উন্নত থেকে উন্নততর করতে বদ্ধপরিকর রেল বোর্ড । তাই যাত্রীদের থেকে নিয়মিত পরামর্শও নেওয়া হয়ে থাকে । প্রতিনিয়ত চলে ডিজাইন এবং প্রযুক্তি নিয়ে ভাবনা চিন্তা এবং পরীক্ষা । তাই চূড়ান্ত আত্মপ্রকাশের পরেই বোঝা যাবে নবকলেবরের দেশের প্রথম সেমি বুলেট ট্রেন কতটা বিদেশের বুলেট ট্রেনের সঙ্গে টক্কর দিতে পারল !

কলকাতা, 21 অগস্ট: এবার নতুন রঙে আত্মপ্রকাশ করতে চলেছে দেশের সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস । জাতীয় পতাকা থেকেই উদ্বুদ্ধ হয়ে 28তম বন্দে ভারতের দেওয়া হয়েছে গেরুয়া রং । সঙ্গে থাকছে সাদা ও ধূসর রংও ৷ বেশ কয়েকবার মহড়াও হয়েছে নতুন রেকের ।

সম্প্রতি রেল বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে চেন্নাইর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ-এ তৈরি হওয়া নতুন রূপের বন্দে ভারতের ছবি । মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত বন্দে ভারত এবার আগের চেয়েও অনেক বেশি স্মার্ট ও অত্যাধুনিক বলে রেল বোর্ডের দাবি । রেল বোর্ড আরও জানিয়েছে, পরিষেবার ক্ষেত্রেও আরও বেশি উন্নত হয়েছে এই ট্রেন ৷

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই চেন্নাইয়ে আইসিএফ-এ গিয়ে পরিদর্শন করেছেন নতুন রেকের । সোশাল মিডিয়ায় সেই ছবিও দিয়েছেন তিনি । পরিদর্শনের পরে রেলমন্ত্রী জানান যে জাতীয় পতাকার থেকেই অনুপ্রাণিত হয়ে বন্দে ভারতের এই নতুন রং । শুধু রঙেই নতুনত্বের ছোঁয়া নয়, প্রায় 25 রকমের পরিবর্তন করা হয়েছে ট্রেনে । যাত্রী সুরক্ষার দিকগুলি নজর দিয়ে সেগুলো আরও আধুনিক এবং মজবুত করা হয়েছে । টেস্ট ট্র্যাকে বেশ কয়েকবার নতুন রূপের বন্দে ভারতের ট্রায়াল রানও করা হয়েছে ।

প্রসঙ্গত, সারা দেশে বর্তমানে 25টি রুটে 50টি ট্রেন পরিষেবা দেয় বন্দে ভারত ৷ যার রং নীল-সাদা । এছাড়াও আরও দুটি ট্রেন যেগুলি এখনও পরিষেবা দেওয়া শুরু করেনি, সেগুলির রংও নীল সাদা । তবে 28 তম ট্রেন থেকে এই সেমি হাই স্পিড ট্রেন হবে সাদা গেরুয়া ও ধূসর রংয়ের । যদিও এখনও পর্যন্ত যা খবর, তাতে ট্রেনের বাইরের দিকে নতুন রঙের পরত পড়লেও ট্রেনের ভেতরের সাজসজ্জা একই রয়েছে । অর্থাৎ জেনারেল ক্লাসের রং থাকছে নীল সাদা এবং এক্সিকিউটিভ ক্লাসের রং থাকছে লাল-সাদা । তবে আসন, শৌচালয়, প্যান্ট্রি, পাদানি, মোবাইল চার্জিং পয়েন্ট, আলো-সহ আরও বেশ একাধিক ফিচারে লক্ষণীয় পরিবর্তন আনা হয়েছে ।

আরও পড়ুন: আরও যাত্রীবান্ধব বন্দে ভারত, ‘স্লিপার’ ট্রেন তৈরির বরাত পেল বাংলা

তবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে সবটাই এখনও পরীক্ষামূলকস্তরেই রয়েছে । কারণ, বন্দে ভারতকে উন্নত থেকে উন্নততর করতে বদ্ধপরিকর রেল বোর্ড । তাই যাত্রীদের থেকে নিয়মিত পরামর্শও নেওয়া হয়ে থাকে । প্রতিনিয়ত চলে ডিজাইন এবং প্রযুক্তি নিয়ে ভাবনা চিন্তা এবং পরীক্ষা । তাই চূড়ান্ত আত্মপ্রকাশের পরেই বোঝা যাবে নবকলেবরের দেশের প্রথম সেমি বুলেট ট্রেন কতটা বিদেশের বুলেট ট্রেনের সঙ্গে টক্কর দিতে পারল !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.