ETV Bharat / state

যারা বাবুলকে হেনস্থা করেছে, তাদের হাত ভাঙব; হুঁশিয়ারি দিলীপের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুলের হেনস্থাকারীদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ ৷

দিলীপ
author img

By

Published : Sep 20, 2019, 4:45 PM IST

Updated : Sep 20, 2019, 11:39 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর : যাদবপুরে যারা বাবুল সুপ্রিয়কে হেনস্থা করেছে তাদের হাত ভেঙে দেওয়া হবে ৷ আজ সাংবাদিক বৈঠক করে এই হুঁশিয়ারি দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশবিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে বলেও দাবি করেন তিনি ৷

গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছিল বাবুল সুপ্রিয়কে ৷ তাঁর চুলের মুঠি ধরে টানা হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ পরে রাজ্যপালের হস্তক্ষেপে সেখানে তাঁর গাড়ি করেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন বাবুল ৷ তাঁর হেনস্থাকারীদের গ্রেপ্তারির দাবিতে আজ মিছিল করে BJP ৷

Babul Supriyo
গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল

এই সংক্রান্ত আরও খবর : যাদবপুরে "ক্ষুব্ধ" রাজ্যপাল, বিক্ষোভের মাঝেই বের করে আনলেন বাবুলকে

এরপর বিকেলের দিকে সাংবাদিক বৈঠক করেন দিলীপবাবু ৷ তাঁর বক্তব্য, গতকালের ঘটনায় অনেকেই বহিরাগত ছিল ৷ তাদের মধ্যে একটা বড় অংশ ইতিমধ্যে পাশ করে গেছে ৷ দিলীপবাবুর কথায়, "বহিরাগতরা হাজির ছিল ৷ দাদাগিরি করছিল ৷ বিশেষ মতাদর্শের সঙ্গে যুক্ত হলেও তাদের সমাজবিরোধী বলা যায় ৷ "এরপরই যাদবপুরের পড়ুয়াদের হুঁশিয়ারি দিয়ে দিলীপবাবু বলেন, "যারা বাবুল সুপ্রিয়ের গায়ে হাত দিয়েছে, তাদের কীভাবে হাত ভেঙে দিতে হয়, তা আমরা জানি ৷" গতকাল যাদবপুরের কলা বিভাগের ইউনিয়ন রুমে ABVP ভাঙচুর চালিয়েছে বলে স্বীকারও করে নেন তিনি ৷ বলেন, "যাদবপুরের ইউনিয়ন রুম 100 বার ভাঙা উচিত ৷ আবারও ভাঙা উচিত ৷" আর সেগুলি দেশবিরোধীদের আখড়া বলে মন্তব্য করেন তিনি ৷ আর তা ভেঙে দিতে BJP পিছপা হবে না বলে হুঁশিয়ারি দেন ৷ বলেন, "পাকিস্তানে যেমন সার্জিকাল স্ট্রাইক চালানো হয়েছে, সেরকম দরকারে আমরা ইউনিয়ন রুম ভেঙে দেব ৷ এখনই ভাঙছি, পরেও ভাঙব ৷" যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়ার দাবি তুলে দিলীপবাবু বলেন, "যাদবপুর না কি আমাদের গৌরব ! আর সেখানে কারা তৈরি হচ্ছে ৷ দেশদ্রোহী তৈরি হচ্ছে ৷ যারা দেশের আইন, সংবিধান মানে না ৷ এই বিশ্ববিদ্যালয় থাকার দরকার নেই ৷"

এই সংক্রান্ত আরও খবর : বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদে গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ ABVP-র

যাদবপুরের পড়ুয়াদের যাঁরা সমর্থন করছেন, তাঁদের কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপবাবু ৷ বলেন, "এরা (যাদবপুরের পড়ুয়ারা) বেহায়া হয়ে গেছে ৷ সামান্যটুকু শ্লীলতা নেই ৷ লজ্জা হওয়া উচিত কার পক্ষে দাঁড়াচ্ছেন ৷ কোনও আইন, সংবিধান মানে না ৷ কোন দেশের সংবিধান পড়েছে এরা ? পাকিস্তানের সংবিধান !" যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস "অসুস্থতার ভান" করছে বলে দাবি করেন দিলীপবাবু ৷ সেজন্য কালবিলম্ব না করে এখনই তাঁর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : "বাবুল সুপ্রিয়র হেনস্থাকারীদের গ্রেপ্তারি চাই", মিছিল রাজ্য BJP-র

গতকাল মুখ্যমন্ত্রীর অনুরোধ না শুনেই রাজ্যপাল জগদীপ ধনকড় যাদবপুরে গিয়েছিলেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয় ৷ এনিয়ে দিলীপবাবু বলেন, "রাজ্যপাল সকলকে ফোন করেছেন ৷ তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য ৷ সেখানে যাওয়ার জন্য তাঁকে কেন শিক্ষামন্ত্রীর অনুমতি নিতে হবে ? উলটে শিক্ষামন্ত্রীর উচিত রাজ্যপালের অনুমতি নিয়ে যাদবপুরে যাওয়া ৷" পুরো ঘটনায় রাজ্য সরকার ও পুলিশের ভূমিকারও সমালোচনা করেন দিলীপবাবু ৷ বাবুলকে আটকে রাখার পর 6 ঘণ্টা পার হয়ে গেলেও কেন পুলিশ পাঠানো হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ বলেন, "বাবুলকে ঘিরে হয়তো মেরে ফেলার পরিকল্পনা হচ্ছিল ৷"

এই সংক্রান্ত আরও খবর : যাদবপুর ইশুতে তৃণমূলের বিবৃতি দুর্ভাগ্যজনক : রাজভবন

দিলীপবাবুর বক্তব্য, রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ঘটনার সমালোচনা করা উচিত ৷ বাবুল সুপ্রিয় তো শুধু একজন BJP নেতা বা কেন্দ্রীয় মন্ত্রী নন, তিনি একজন শিল্পীও বটে ৷ তাহলে কেন তাঁকে হেনস্থার মুখে পড়তে হবে বলেও প্রশ্ন তোলেন তিনি ৷ বলেন, "শিল্পী, শিক্ষাবিদরা BJP-তে এলে তাঁদের আক্রমণ করা হচ্ছে ৷ আমরা না হয় রাজনীতির লোক ৷ আমার উপর আক্রমণ করলে বুঝে নেব, কাকে কী ওষুধ দিতে হবে ৷ "

BJP
বাবুলের হেনস্থাকারীদের গ্রেপ্তারির দাবিতে মিছিল

এই সংক্রান্ত আরও খবর : বাবুলের প্ররোচনায় গুন্ডারা ভাঙচুর করে ইউনিয়ন রুম, বললেন SFI-এর রাজ্য সম্পাদক

কলকাতা, 20 সেপ্টেম্বর : যাদবপুরে যারা বাবুল সুপ্রিয়কে হেনস্থা করেছে তাদের হাত ভেঙে দেওয়া হবে ৷ আজ সাংবাদিক বৈঠক করে এই হুঁশিয়ারি দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশবিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে বলেও দাবি করেন তিনি ৷

গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছিল বাবুল সুপ্রিয়কে ৷ তাঁর চুলের মুঠি ধরে টানা হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ পরে রাজ্যপালের হস্তক্ষেপে সেখানে তাঁর গাড়ি করেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন বাবুল ৷ তাঁর হেনস্থাকারীদের গ্রেপ্তারির দাবিতে আজ মিছিল করে BJP ৷

Babul Supriyo
গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল

এই সংক্রান্ত আরও খবর : যাদবপুরে "ক্ষুব্ধ" রাজ্যপাল, বিক্ষোভের মাঝেই বের করে আনলেন বাবুলকে

এরপর বিকেলের দিকে সাংবাদিক বৈঠক করেন দিলীপবাবু ৷ তাঁর বক্তব্য, গতকালের ঘটনায় অনেকেই বহিরাগত ছিল ৷ তাদের মধ্যে একটা বড় অংশ ইতিমধ্যে পাশ করে গেছে ৷ দিলীপবাবুর কথায়, "বহিরাগতরা হাজির ছিল ৷ দাদাগিরি করছিল ৷ বিশেষ মতাদর্শের সঙ্গে যুক্ত হলেও তাদের সমাজবিরোধী বলা যায় ৷ "এরপরই যাদবপুরের পড়ুয়াদের হুঁশিয়ারি দিয়ে দিলীপবাবু বলেন, "যারা বাবুল সুপ্রিয়ের গায়ে হাত দিয়েছে, তাদের কীভাবে হাত ভেঙে দিতে হয়, তা আমরা জানি ৷" গতকাল যাদবপুরের কলা বিভাগের ইউনিয়ন রুমে ABVP ভাঙচুর চালিয়েছে বলে স্বীকারও করে নেন তিনি ৷ বলেন, "যাদবপুরের ইউনিয়ন রুম 100 বার ভাঙা উচিত ৷ আবারও ভাঙা উচিত ৷" আর সেগুলি দেশবিরোধীদের আখড়া বলে মন্তব্য করেন তিনি ৷ আর তা ভেঙে দিতে BJP পিছপা হবে না বলে হুঁশিয়ারি দেন ৷ বলেন, "পাকিস্তানে যেমন সার্জিকাল স্ট্রাইক চালানো হয়েছে, সেরকম দরকারে আমরা ইউনিয়ন রুম ভেঙে দেব ৷ এখনই ভাঙছি, পরেও ভাঙব ৷" যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়ার দাবি তুলে দিলীপবাবু বলেন, "যাদবপুর না কি আমাদের গৌরব ! আর সেখানে কারা তৈরি হচ্ছে ৷ দেশদ্রোহী তৈরি হচ্ছে ৷ যারা দেশের আইন, সংবিধান মানে না ৷ এই বিশ্ববিদ্যালয় থাকার দরকার নেই ৷"

এই সংক্রান্ত আরও খবর : বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদে গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ ABVP-র

যাদবপুরের পড়ুয়াদের যাঁরা সমর্থন করছেন, তাঁদের কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপবাবু ৷ বলেন, "এরা (যাদবপুরের পড়ুয়ারা) বেহায়া হয়ে গেছে ৷ সামান্যটুকু শ্লীলতা নেই ৷ লজ্জা হওয়া উচিত কার পক্ষে দাঁড়াচ্ছেন ৷ কোনও আইন, সংবিধান মানে না ৷ কোন দেশের সংবিধান পড়েছে এরা ? পাকিস্তানের সংবিধান !" যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস "অসুস্থতার ভান" করছে বলে দাবি করেন দিলীপবাবু ৷ সেজন্য কালবিলম্ব না করে এখনই তাঁর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : "বাবুল সুপ্রিয়র হেনস্থাকারীদের গ্রেপ্তারি চাই", মিছিল রাজ্য BJP-র

গতকাল মুখ্যমন্ত্রীর অনুরোধ না শুনেই রাজ্যপাল জগদীপ ধনকড় যাদবপুরে গিয়েছিলেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয় ৷ এনিয়ে দিলীপবাবু বলেন, "রাজ্যপাল সকলকে ফোন করেছেন ৷ তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য ৷ সেখানে যাওয়ার জন্য তাঁকে কেন শিক্ষামন্ত্রীর অনুমতি নিতে হবে ? উলটে শিক্ষামন্ত্রীর উচিত রাজ্যপালের অনুমতি নিয়ে যাদবপুরে যাওয়া ৷" পুরো ঘটনায় রাজ্য সরকার ও পুলিশের ভূমিকারও সমালোচনা করেন দিলীপবাবু ৷ বাবুলকে আটকে রাখার পর 6 ঘণ্টা পার হয়ে গেলেও কেন পুলিশ পাঠানো হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ বলেন, "বাবুলকে ঘিরে হয়তো মেরে ফেলার পরিকল্পনা হচ্ছিল ৷"

এই সংক্রান্ত আরও খবর : যাদবপুর ইশুতে তৃণমূলের বিবৃতি দুর্ভাগ্যজনক : রাজভবন

দিলীপবাবুর বক্তব্য, রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ঘটনার সমালোচনা করা উচিত ৷ বাবুল সুপ্রিয় তো শুধু একজন BJP নেতা বা কেন্দ্রীয় মন্ত্রী নন, তিনি একজন শিল্পীও বটে ৷ তাহলে কেন তাঁকে হেনস্থার মুখে পড়তে হবে বলেও প্রশ্ন তোলেন তিনি ৷ বলেন, "শিল্পী, শিক্ষাবিদরা BJP-তে এলে তাঁদের আক্রমণ করা হচ্ছে ৷ আমরা না হয় রাজনীতির লোক ৷ আমার উপর আক্রমণ করলে বুঝে নেব, কাকে কী ওষুধ দিতে হবে ৷ "

BJP
বাবুলের হেনস্থাকারীদের গ্রেপ্তারির দাবিতে মিছিল

এই সংক্রান্ত আরও খবর : বাবুলের প্ররোচনায় গুন্ডারা ভাঙচুর করে ইউনিয়ন রুম, বললেন SFI-এর রাজ্য সম্পাদক

Intro:

20-09-19

সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যায়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কে নিগ্রহের ঘটনায় কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে ফোন করে নালিশ জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে অমিত শাহ কে ফোন করেন দিলীপ ঘোষ
দুই জনের মধ্যে ৫ মিনিট ফোনে কথা হয়।


রাজ্যের আইনশৃঙখলা অবনতি নিয়ে আজই কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রকেও লিখিত অভিযোগ পত্র চিঠিও পাঠাচ্ছেন দিলীপ


বিজেপির অভিযোগ, একজন কেন্দ্রীয়মন্ত্রীকে নিগ্রহ করা হচ্ছে কিন্তু কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে। কেন্দ্রীয়মন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যার্থ রাজ্যপ্রশাসন। দিলীপ ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে বলেছে, যে কাজ টি পুলিশের করা উচিত ছিল। সেটা রাজ্যপাল কে করতে হয়েছে। এটা খুবই দূরভাগ্যজানক ঘটনা একজন কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যপাল উদ্দ্বার করে নিয়ে আসতে হচ্ছে। এর থেকে লজ্জা আর কী আছে।


বাবুল সুপ্রিয় কে নিগ্রহের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে বিজেপি।
আজ রাজ্য দপ্তর থেকে দুপুর ১ টায় প্রতিবাদ মিছিল বের হবে।

বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে আজ বিকালে দুই কেন্দ্রীয় মন্ত্রী কলকাতায় আসছেন এ রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এর ওপর হামলার ঘটনা এবং রাজ্যপাল জগদীপ ধানকর কে আটক করে রাখার ঘটনার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবীতে। অংশ নিতে পারেন বিজেপির রাজ্য নেতৃত্বের কর্মসূচী প্রতিবাদ যাত্রায়। রাজভবনে গিয়ে দেখা করবেন ও কথাও বলবেন মাননীয় রাজ্যপাল জগদীপ ধানকরের সঙ্গে।

অমিত শাহ কে একটি রিপোর্ট দেবেন কেন্দ্রীয়মন্ত্রীদের প্রতিনিধি দল।Body:কপিConclusion:
Last Updated : Sep 20, 2019, 11:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.