কলকাতা, 7 অক্টোবর : কোরোনায় মৃত সরকারি চিকিৎসকের স্ত্রীর হাতে গতকালই সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় । আর আজই তিনি চাকরিতে যোগ দেলেন ।
ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, কোরোনায় মৃত সরকারি চিকিৎসকের স্ত্রীকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে LDC পদে নিয়োগ করা হয়েছে । 9 সেপ্টেম্বর মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে কোরোনায় আক্রান্ত 32 বছর বয়সি ওই চিকিৎসকের মৃত্যু হয় । মৃত ওই চিকিৎসক মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনোকোলজি বিভাগে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন । এই মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর স্ত্রীকেও চাকরিতে নিয়োগ করা হল ।
কোরোনায় মৃত সরকারি এই চিকিৎসকের স্ত্রীকে চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে WBDF-এর দাবি, কোরোনায় মৃত অন্য সব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর পরিবারের জন্য সরকার যাতে যথাযথ সম্মান এবং ব্যবস্থার দায়িত্ব নেয় । 29 সেপ্টেম্বর স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে বৈঠকে বসেছিল WBDF-এর চার সদস্যের এক প্রতিনিধি দল । ওই বৈঠকে চিকিৎসকদের এই সংগঠনের তরফে বিভিন্ন দাবি পেশ করা হয়েছিল । যার মধ্যে ছিল, এ রাজ্যে কোরোনায় মৃত দুই চিকিৎসকের স্ত্রীদের চাকরির বিষয়টিও ।
ওই বৈঠকের পর WBDF-এর তরফে জানানো হয়েছিল, এ রাজ্যে ওই দিন পর্যন্ত কোরোনায় 48 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে । এই 48 জনের মধ্যে রয়েছেন তরুণ দুই চিকিৎসক । এই দুই চিকিৎসকের মধ্যে একজন সরকারি হাসপাতাল এবং অন্যজন বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন । ওই বৈঠকে WBDF-এর প্রতিনিধিদের জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালের মৃত ওই চিকিৎসকের স্ত্রীর জন্য কাজের দায়িত্ব নিয়েছে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ । আর সরকারি হাসপাতালের মৃত ওই চিকিৎসকের স্ত্রীকে স্থায়ী সরকারি চাকরি দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় সরকারি অনুমোদন চলে এসেছে। শীঘ্রই এটা বাস্তবায়িত হবে ।