কলকাতা, 3 নভেম্বর: সকালে জ্যোতিপ্রিয় বলেছিলেন, "মমতাদি (মমতা বন্দ্যোপাধ্যায়) পুরোটাই জানেন ৷ দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব ৷ বিজেপি আমাকে ফাঁসিয়েছে ৷ জেনে রেখে দিন অলরেডি আমি মুক্ত হয়ে গিয়েছি ৷" একই সঙ্গে, তাঁর মুখে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। সকালে তাঁর এই বক্তব্য দলের অন্দরে প্রতিক্রিয়া তৈরি করেছে। প্রাক্তন খাদ্যমন্ত্রীর এই বক্তব্যই এই মুহূর্তে শাসকদলের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ। আর তাই জ্যোতিপ্রিয়র এই উক্তি নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক তথা আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরাসরি তিনি প্রশ্ন তুললেন, "মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন এ কথা বলার অর্থ কী !"
পাশাপাশি তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কী করে জানবেন ? এটা কী ধরনের কথা হচ্ছে ! এটা বলা হলে ভুল কথা বলা হচ্ছে। তিনি কী করেছেন ? তিনি একজনকে বিশ্বাস করে মন্ত্রী করেছেন। এটা তো তাঁর দোষ হতে পারে না।" একই সঙ্গে এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন, তৃণমূল কংগ্রেসে জ্যোতিপ্রিয় মল্লিকের যথেষ্ট অবদান রয়েছে। তিনি বলেন, "দীর্ঘদিনের সতীর্থ, দীর্ঘদিনের কলিগ। বালুর রাজনীতিগতভাবে অবদান অস্বীকার করার জায়গা নেই।"
এরপরই তাঁর সংযোজন, "ওর (জ্যোতিপ্রিয়) বিরুদ্ধে যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তাহলে তো হয়েই গেল। আর যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলেও দোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলেন। কেউ যদি বিশ্বাস ভঙ্গ করে তার দায়িত্ব মুখ্যমন্ত্রীর হতে পারে না। যদি কারও পদস্খলন হয়ে থাকে, সে যদি বেইমানি কোথাও করে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায় ?"
আরও পড়ুন: কেজরিওয়ালের মতো মমতারও জিজ্ঞাসাবাদ প্রয়োজন, দাবি বিজেপির অগ্নিমিত্রার
সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন প্রশ্ন তুলেছেন, "মুখ্যমন্ত্রী হলেই কী তাঁকে ধরে টানাটানি করতে হবে ! কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়া কেন ? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো দোষ নেই ?" আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য থেকেই উঠছে প্রশ্ন তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিক দলের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে কোথাও দলকে বিপদে ফেললেন ? কল্যাণের এই বার্তা কি তারই সংকেত ! তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসায় দল তা ভালো চোখে দেখছে না ?