ETV Bharat / state

Rakhal Bera: কীভাবে ফের গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরা, প্রশ্ন হাইকোর্টের - শুভেন্দু অধিকারী

কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও কী করে রাখাল বেরাকে (Rakhal Bera) ফের গ্রেফতার করা হল ? রাজ্য সরকারের থেকে এই প্রশ্নের উত্তর জানতে চাইল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ । কাল সকালের মধ্যে আদালতকে এর জবাব দিতে হবে ৷

why-suvendu-adhikaris-aide-rakhal-bera-was-arrested-again-asked-calcutta-high-court
কীভাবে ফের গ্রেফতার রাখাল বেরা ? প্রশ্ন হাইকোর্টের
author img

By

Published : Aug 3, 2021, 6:44 PM IST

কলকাতা, 3 অগস্ট : হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও কী করে রাখাল বেরাকে (Rakhal Bera) আবারও গ্রেফতার করা হল ? প্রশ্ন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের । কাল সকালের মধ্যে সেই তথ্য জানাতে হবে আদালতকে ৷ তারপর আদালত এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ঘনিষ্ঠ রাখাল বেরাকে সিঙ্গল বেঞ্চের জামিন দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য সরকার । দায়ের হওয়া মামলায় শুনানি যখন প্রায় শেষের পথে, বিচারপতি প্রস্তুতি নিচ্ছেন রায়দানের, ঠিক সেই সময়ে একেবারে নাটকীয় ঘটনা ঘটে গেল ৷ আদালতে দাঁড়ানো রাখাল বেরার ছেলে তাঁদের আইনজীবীর কাছে মোবাইল এগিয়ে দেন । অভিযুক্তের ছেলের মোবাইলে আসা এসএমএসে দেখা যায়, মঙ্গলবার দুপুরে ফের গ্রেফতার করা হয়েছে রাখালকে । এই গ্রেফতারের জন্য সোমবার সকালে তমলুক আদালত থেকে অনুমতি পেয়েছিল পুলিশ ।

why-suvendu-adhikaris-aide-rakhal-bera-was-arrested-again-asked-calcutta-high-court
কীভাবে ফের গ্রেফতার রাখাল বেরা ? প্রশ্ন হাইকোর্টের

আরও পড়ুন: শুভেন্দু ঘনিষ্ঠ রাখালকে অবিলম্বে মুক্তির নির্দেশ হাইকোর্টের

এই বক্তব্য শোনার পরই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ রাজ্যকে প্রশ্ন করেন, হঠাৎ কেন এই গ্রেফতারি ? কিন্তু রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, তাঁর কাছে কোনও তথ্য নেই । এরপরই হাইকোর্ট তার নির্দেশে জানায়, কোন অফিসার রাখাল বেরাকে গ্রেফতার করেছেন, কাল সকালের মধ্যে তা জানাতে হবে আদালতকে । তারপরেই আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ।

আরও পড়ুন: কেন্দ্রের বিল পাশকে পাপড়ি চাট বানানোর সঙ্গে তুলনা ডেরেকের, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

সোমবার বিচারপতি রাজাশেখর মানথার বেঞ্চ রাখাল বেরাকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল । এক ব্যক্তির বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করে রেখে তিনি একটি মামলায় জামিন পেয়ে যাওয়ার পর, ফের তাঁকে কেন গ্রেফতার করা হল সেই প্রশ্ন করেছিল আদালত । পাশাপাশি নতুন করে কোনও মামলায় তাঁকে গ্রেফতার করতে হলে হাইকোর্টের অনুমতি লাগবে বলেও জানানো হয় । কিন্তু হাইকোর্টের সেই নির্দেশ অমান্য করে পুলিশ আজ ফের তাঁকে গ্রেফতার করে ।

কলকাতা, 3 অগস্ট : হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও কী করে রাখাল বেরাকে (Rakhal Bera) আবারও গ্রেফতার করা হল ? প্রশ্ন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের । কাল সকালের মধ্যে সেই তথ্য জানাতে হবে আদালতকে ৷ তারপর আদালত এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ঘনিষ্ঠ রাখাল বেরাকে সিঙ্গল বেঞ্চের জামিন দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য সরকার । দায়ের হওয়া মামলায় শুনানি যখন প্রায় শেষের পথে, বিচারপতি প্রস্তুতি নিচ্ছেন রায়দানের, ঠিক সেই সময়ে একেবারে নাটকীয় ঘটনা ঘটে গেল ৷ আদালতে দাঁড়ানো রাখাল বেরার ছেলে তাঁদের আইনজীবীর কাছে মোবাইল এগিয়ে দেন । অভিযুক্তের ছেলের মোবাইলে আসা এসএমএসে দেখা যায়, মঙ্গলবার দুপুরে ফের গ্রেফতার করা হয়েছে রাখালকে । এই গ্রেফতারের জন্য সোমবার সকালে তমলুক আদালত থেকে অনুমতি পেয়েছিল পুলিশ ।

why-suvendu-adhikaris-aide-rakhal-bera-was-arrested-again-asked-calcutta-high-court
কীভাবে ফের গ্রেফতার রাখাল বেরা ? প্রশ্ন হাইকোর্টের

আরও পড়ুন: শুভেন্দু ঘনিষ্ঠ রাখালকে অবিলম্বে মুক্তির নির্দেশ হাইকোর্টের

এই বক্তব্য শোনার পরই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ রাজ্যকে প্রশ্ন করেন, হঠাৎ কেন এই গ্রেফতারি ? কিন্তু রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, তাঁর কাছে কোনও তথ্য নেই । এরপরই হাইকোর্ট তার নির্দেশে জানায়, কোন অফিসার রাখাল বেরাকে গ্রেফতার করেছেন, কাল সকালের মধ্যে তা জানাতে হবে আদালতকে । তারপরেই আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ।

আরও পড়ুন: কেন্দ্রের বিল পাশকে পাপড়ি চাট বানানোর সঙ্গে তুলনা ডেরেকের, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

সোমবার বিচারপতি রাজাশেখর মানথার বেঞ্চ রাখাল বেরাকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল । এক ব্যক্তির বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করে রেখে তিনি একটি মামলায় জামিন পেয়ে যাওয়ার পর, ফের তাঁকে কেন গ্রেফতার করা হল সেই প্রশ্ন করেছিল আদালত । পাশাপাশি নতুন করে কোনও মামলায় তাঁকে গ্রেফতার করতে হলে হাইকোর্টের অনুমতি লাগবে বলেও জানানো হয় । কিন্তু হাইকোর্টের সেই নির্দেশ অমান্য করে পুলিশ আজ ফের তাঁকে গ্রেফতার করে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.