কলকাতা, 18 জুলাই : বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়েছিলেন দীনেশ ত্রিবেদী । একইসঙ্গে ছেড়েছিলেন রাজ্যসভা (Rajyasabha)-র সাংসদ পদ । তার পরেই যোগ দেন বিজেপিতে । এবার তাঁর ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনেই এবার নির্বাচন । কিন্তু, রাজ্যসভার এই আসনে শাসকদলের তরফে কে জায়গা পেতে চলেছেন ? সেই নাম এখনও ঘোষণা করেনি তৃণমূল । ফলে রাজ্যসভায় তৃণমূলের এই আসনটিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে ।
এই মুহূর্তে এই আসনে তৃণমূল প্রার্থী হিসাবে মোট তিনজনের নাম শোনা যাচ্ছে । প্রথমজন, অবশ্যই সাম্প্রতিক সময়ে শাসক শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ৷ তিনি হলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক কুণাল ঘোষ । রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদকের পাশাপাশি এই তৃণমূল নেতা দলের মুখপাত্র হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করছেন । তা সে তৃণমূলের বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগ হোক বা বিজেপির বিরুদ্ধে লড়াই ৷ সব ক্ষেত্রে বর্তমানে তিনিই সংবাদমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় তৃণমূলের হয়ে কথা বলছেন ৷ এছাড়া কুণাল ঘোষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুনজরে রয়েছেন বলেই খবর । রাজনৈতিক মহলের অনুমান, এবার জাতীয় স্তরে বিজেপি-বিরোধী সুর চওড়া করতে কুণাল ঘোষকে ফের রাজ্যসভার সাংসদ করতে পারে শাসকদল ।
দ্বিতীয় ব্যক্তি হিসাবে যাঁর নাম ঘুরছে, তিনিও অত্যন্ত হেভিওয়েট । যশবন্ত সিনহা ৷ প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সরকারের জমানায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি । একুশের যুদ্ধ জয়ের পর 2024-এর লোকসভা ভোটকে টার্গেট করেছে তৃণমূল । জাতীয় রাজনীতিতে আরও শক্ত ভিত প্রয়োজন তৃণমূলের । রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেক্ষেত্রে প্রবল মোদি-বিরোধী মুখ হিসেবে পরিচিত যশবন্ত সিনহা রাজ্যসভার সাংসদ হিসেবে তৃণমূল সম্ভাব্য পছন্দের তালিকায় রয়েছেন ৷
তালিকায় যাঁর নাম সবার শেষে রয়েছে, তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু । কয়েকমাস আগে বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নন্দীগ্রামে ভোট পরিচালনা করতে গিয়ে নির্বাচনে প্রার্থী হতে পারেননি ৷ সেই সময় তাঁকে বলা হয়েছিল, আগামী দিনে তাঁকে রাজ্যসভায় পাঠানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হবে ৷ তাই নির্বাচন মিটতেই তাঁকে রাজ্যসভায় পাঠানোর বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে । যদিও কে শেষ পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের হয়ে প্রার্থী হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী স্বয়ং ৷ তবে, হাতে যেহেতু বেশি সময় নেই ৷ মনে করা হচ্ছে, 21 জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূলের রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । দীনেশ ত্রিবেদীর ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন । মনোনয়নপত্র জমার শেষ দিন 29 জুলাই । ৯ অগাস্ট হবে ভোটগ্রহণ ।