ETV Bharat / state

ক্ষমতায় এলে তৃণমূল নেতাদের সম্পত্তি বেচে কাটমানি ফেরত দেব : সায়ন্তন - Mamata Banerjee

কাটমানি ইশুতে এবার নবান্ন অভিযানের ডাক দিল BJP । খুব শীঘ্রই দিলীপ ঘোষের নেতৃত্বে এই অভিযান করবেন তাঁরা । গতকালের ধরনায় সায়ন্তন বলেন, ক্ষমতায় এলে 72 ঘণ্টার মধ্যে কাটমানি ফেরত দেওয়া হবে ।

সায়ন্তন বসু
author img

By

Published : Jul 3, 2019, 4:51 AM IST

Updated : Jul 3, 2019, 6:24 AM IST

কলকাতা, 3 জুলাই : "আমরা ক্ষমতায় এলে 72 ঘণ্টার মধ্যে তৃণমূল নেতা-মন্ত্রীদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বেচে সাধারণ মানুষকে কাটমানি ফেরত দেওয়া হবে ।" গতকাল কাটমানি ইশু নিয়ে হাজরা মোড়ের ধরনার একথা বলেন BJP নেতা সায়ন্তন বসু ।

এই সংক্রান্ত আরও পড়ুন : "400-500 কোটি কাটমানির টাকা দিয়ে প্রশান্ত কিশোরকে নিযুক্ত করেছেন মমতা"

কাটমানি ইশুতে গতকাল হাজরা মোড়ে ধরনা বসে BJP নেতা-কর্মীরা । ধরনার পর সায়ন্তনবাবু বলেন , "আমরা ক্ষমতায় এলে 72 ঘণ্টার মধ্যে তৃণমূল নেতা-মন্ত্রীদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বেচে সাধারণ মানুষকে কাটমানি ফেরত দেওয়া হবে । BJP ক্ষমতায় এলে 25 শতাংশ কাটমানি জনগন ফেরত পেয়ে যাবে । আমাদের চিন্তা বাকি 75 শতাংশ নিয়ে । কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন 25 থাকুক । 75 শতাংশ দল নিচ্ছে । দল নিচ্ছে মানেই তো কালিঘাট নিচ্ছে ।"

ভিডিয়োয় শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

সায়ন্তন আরও বলেন, "আগামীদিনে আমরা কাটমানি মুক্ত সরকার তৈরি করব । আমরা চাই সাধারণ মানুষ তাদের প্রাপ্য টাকা বুঝে নিক । 1 জুলাই রাজ্যজুড়ে কাটমানি ইশুতে আন্দোলন করেছে BJP । গতকাল আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসে এই বিক্ষোভ কর্মসূচি ও ধরনা করলাম । আগামীদিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে । "

এরই সঙ্গে এবার নবান্ন অভিযানের ডাক দিল BJP । খুব শীঘ্রই দিলীপ ঘোষের নেতৃত্বে অভিযান করবেন তাঁরা । গতকাল সেকথা জানিয়ে দেন সায়ন্তন বসু।

কলকাতা, 3 জুলাই : "আমরা ক্ষমতায় এলে 72 ঘণ্টার মধ্যে তৃণমূল নেতা-মন্ত্রীদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বেচে সাধারণ মানুষকে কাটমানি ফেরত দেওয়া হবে ।" গতকাল কাটমানি ইশু নিয়ে হাজরা মোড়ের ধরনার একথা বলেন BJP নেতা সায়ন্তন বসু ।

এই সংক্রান্ত আরও পড়ুন : "400-500 কোটি কাটমানির টাকা দিয়ে প্রশান্ত কিশোরকে নিযুক্ত করেছেন মমতা"

কাটমানি ইশুতে গতকাল হাজরা মোড়ে ধরনা বসে BJP নেতা-কর্মীরা । ধরনার পর সায়ন্তনবাবু বলেন , "আমরা ক্ষমতায় এলে 72 ঘণ্টার মধ্যে তৃণমূল নেতা-মন্ত্রীদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বেচে সাধারণ মানুষকে কাটমানি ফেরত দেওয়া হবে । BJP ক্ষমতায় এলে 25 শতাংশ কাটমানি জনগন ফেরত পেয়ে যাবে । আমাদের চিন্তা বাকি 75 শতাংশ নিয়ে । কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন 25 থাকুক । 75 শতাংশ দল নিচ্ছে । দল নিচ্ছে মানেই তো কালিঘাট নিচ্ছে ।"

ভিডিয়োয় শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

সায়ন্তন আরও বলেন, "আগামীদিনে আমরা কাটমানি মুক্ত সরকার তৈরি করব । আমরা চাই সাধারণ মানুষ তাদের প্রাপ্য টাকা বুঝে নিক । 1 জুলাই রাজ্যজুড়ে কাটমানি ইশুতে আন্দোলন করেছে BJP । গতকাল আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসে এই বিক্ষোভ কর্মসূচি ও ধরনা করলাম । আগামীদিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে । "

এরই সঙ্গে এবার নবান্ন অভিযানের ডাক দিল BJP । খুব শীঘ্রই দিলীপ ঘোষের নেতৃত্বে অভিযান করবেন তাঁরা । গতকাল সেকথা জানিয়ে দেন সায়ন্তন বসু।

Last Updated : Jul 3, 2019, 6:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.