কলকাতা, জুলাই 22 : পেগাসাস স্পাইওয়ার নিয়ে সারা দেশ উত্তাল । দেশের সমস্ত বিরোধী দল এই পেগাসাসের মাধ্যমে রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজকর্মী, বিচারক এবং উচ্চপদস্থ সরকারি অফিসারদের ব্যক্তিগত জীবনে নজরদারির প্রচেষ্টার বিরুদ্ধে সরব হয়েছে । দাবি উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের । কিন্তু কি এই পেগাসাস ? কারা ব্যবহার করতে পারে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন স্পাইওয়ারের ? সাধারণ মানুষের কতটা আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে এই পেগাসাস নিয়ে ? এই সব নিয়েই ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আলোচনা করলেন সাইবার বিশেষজ্ঞ এবং এথিকাল হ্যাকার, মহম্মদ রেজা ।
প্রথমে দেখা যাক, পেগাসাসের অর্থ কী ? মহম্মদ রেজা বলছেন, "পেগাসাসের আভিধানিক অর্থ হল গ্রিক পুরাণের পক্ষীরাজ ঘোড়া ৷ যাকে কখনও ধরা যায় না । তেমনি ইজরায়েলের সংস্থা, এনএসও নির্মিত, এই পেগাসাস কোথা থেকে এবং কী ভাবে আপনার ইলেকট্রনিক গ্যাজেট যেমন মোবাইল ফোনে স্থাপন করা হয়েছে তা ধরা খুব কঠিন । তাই এই স্পাইওয়ারের নাম এই পেগাসাস ৷"
অন্যান্য স্পাইওয়ারের সঙ্গে কী তফাৎ এই পেগাসাসের ? এবং কেন এই পেগাসাস বিশেষ ক্ষমতা সম্পন্ন । সাইবার বিশেষজ্ঞ বলছেন, "মামুলি স্পাইওয়ার আপনার অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেটে যদি স্থাপন করতে হয় তাহলে হয় আপনার ফোনটিকে আমার হাতে পেতে হবে ৷ যাতে ফিজিক্যালি আমি ওই স্পাইওয়ারটিকে আপনার ফোনে স্থাপন করতে পারি । অথবা আমি আপনাকে এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে একটা লিঙ্ক পাঠালাম, আপনি ওই লিঙ্কে ক্লিক করলেন এবং তার মাধ্যমে ওই স্পাইওয়ারটি আপনার ফোনে স্থাপিত হয়ে গেল । অর্থাৎ আপনি নিজে না চাইলে বা আমাকে আপনার ফোন না দিলে আমি কোনওমতেই অন্যান্য স্পাইওয়ার আপনার ফোনে স্থাপন করতে পারব না ৷"
আরও পড়ুন : পেগাসাস ইস্যু খোলসা না করলে অচল থাকবে সংসদ, হুঁশিয়ারি তৃণমূলের
ঠিক এখানেই অন্যান্য স্পাইওয়ারের সঙ্গে পেগাসাসের তফাৎ । বা বলা ভাল যে পেগাসাস অন্যান্য স্পাইওয়ারের থেকে অনেক বেশি উন্নত । তিনি বলছেন, "পেগাসাস আপনার ফোনে স্থাপন করতে হলে কোনও লিঙ্ক পাঠাতে হবে না ৷ বা আপনার ফোনটি আমাকে পেতে হবে না । আমি দূর থেকে বা যাকে ইংরেজিতে বলে remotely আপনার ফোনে পেগাসাস স্থাপন করতে পারব ।" কিন্তু কি করে ? মহম্মদ রেজা বলেন, "অত্যাধিক ব্যবহারের ফলে আপনার ফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে সেগুলোর ডেটা ওভারফ্লো হয় এবং তার ফলে সেই অ্যাপ্লিকেশন ক্র্যাশ করতে পারে । এই ডেটা ওভারফ্লো বা ক্র্যাশের সুযোগ নিয়েই পেগাসাস স্পাইওয়ারটি ফোনে স্থাপন করে নেওয়া যাবে ৷"
তবে এই নিয়ে সাধারণ মানুষের খুব একটা আতঙ্কিত হবার কারণ দেখছেন না তিনি । সাধারণ মানুষের ক্ষেত্রে এই স্পাইওয়ারের ব্যবহার হবে না বলেই মনে করেন তিনি । সাইবার বিশেষজ্ঞ জানাচ্ছেন, প্রথমত এনএসওর বক্তব্য অনুযায়ী এই স্পাইওয়ার কোনও দেশের সরকার বা সরকারি গোয়েন্দা সংস্থা ছাড়া আর কাউকে বিক্রি করে না । তাই যে কেউ এই স্পাইওয়ার কিনে আপনাকে টার্গেট করবে, তার সম্ভাবনা নেই বললেই চলে । দ্বিতীয়ত এই স্পাইওয়ারের দাম আকাশছোঁয়া ।
তিনি বলেন, ‘‘সাংবাদিক জালাম খাস্তগীরের বিরুদ্ধে সৌদি আরব সরকার এই পেগাসাসের ব্যবহার করেছিল ৷ সেইসময় সৌদি সরকার এনএসওকে দিয়েছিল 50 মিলিয়ন মার্কিন ডলার । সুতরাং বুঝতেই পারছেন যেকোনও মানুষের পক্ষে এই পেগাসাস কেনা সম্ভব নয় । তাই পেগাসাস নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হবার কোনও কারণ এখনই দেখছি না ৷" সাধারণ মানুষকে আশ্বাস দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞ মহম্মদ রেজা ৷
আরও পড়ুন : Pegasus Spyware Issue: শোয়ার ঘরে উঁকি মারার অধিকার কে দিয়েছে, পেগসাস ইস্যুতে চড়ছে পারদ