কলকাতা, 15 নভেম্বর: কলকাতায় পরিবেশ দূষণ (Pollution in Kolkata) কোন পর্যায়ে ? তার কী প্রভাব পড়ে এই বিপুল জনসংখ্যার শহরবাসীর উপর । দূষণ রোধেই বা কলকাতা পৌরনিগম কোন পথে হাঁটছে, এই সবটাই এ বার আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরলেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার (Debasish Kumar)। শিশু দিবস উপলক্ষে ইউনেস্কোর আয়োজিত পরিবেশ সংক্রান্ত এক কর্মশালায় যোগ দেন তিনি । এ বার মিশরে সেই কর্মশালার আয়োজন করা হয়েছিল । সেখানেই এই বিষয় তুলে ধরেন কুমার ।
রাষ্ট্রসংঘের তরফে আয়োজিত এই পরিবেশ সম্মেলনে কলকাতার কথা, দূষণ চিত্র, নাগরিক জীবনে তার প্রভাব ও দূষণ ঠেকানোর পদক্ষেপ রাজ্য প্রশাসনের সহায়তা - সবটাই পুঙ্খানপুঙ্খভাবে তুলে ধরলেন দেবাশিস কুমার । মিশরের কায়রোতে সেই অনুষ্ঠানে যোগদান করেন তিনি ৷ সঙ্গে ছিলেন স্ত্রী দেবযানী কুমার । আগামী প্রজন্মের সুস্বাস্থ্যের জন্য কী ধরনের পদক্ষেপ করেছে কলকাতা পৌরনিগম ও রাজ্য সরকার, তার বর্ণনা দেন তিনি ।
আরও পড়ুন: কলকাতার জল সমস্যা মেটাতে ধাপায় নয়া প্রকল্প, কাজ শুরু ডিসেম্বরে
আন্তর্জাতিক মঞ্চে তিনি জানান, প্রচুর পরিমাণে শহরে গাছ লাগানো থেকে শুরু করে দূষণ কমাতে বাতাসে জল ছেটানোর জন্য স্পিংকলার ব্যবহারও করে পৌরনিগম ৷ কলকাতায় কীভাবে সবুজয়ান করা হয়েছে, দূষণের মাত্রা কত শতাংশ কমেছে, দূষণ হ্রাস করতে কীভাবে প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে, সব তথ্য নিজের বক্তব্যে তুলে ধরেন মেয়র পারিষদ দেবাশিস কুমার ৷