ETV Bharat / state

Free Ration: কেন্দ্রের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণে রাজ্যের মানুষের কতটা লাভবান হবেন ? - PM GKY

চালু হতে চলেছে 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা' (PM-GKY) ৷ এই প্রকল্পে রেশনের জন্য রাজ্য সরকারকে আর অর্থ ব্যয় করতে হবে না ৷ খাদ্য সামগ্রীর জন্য যে ব্যয় হবে, তা বহন করবে কেন্দ্রীয় সরকার (Central Government) ৷

ETV Bharat
বিনামূল্যে রেশন
author img

By

Published : Dec 26, 2022, 10:15 AM IST

Updated : Dec 26, 2022, 10:45 AM IST

কলকাতা, 26 ডিসেম্বর: নতুন বছরের শুরুতেই 'বড় ধাক্কা' সাধারণ মানুষের উপর । শুধুমাত্র শব্দের খেলা করে এবার কার্যত বিনামূল্যে রেশন ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার । এমনটাই মনে করেছেন রাজ্য প্রশাসনের একটা বড় অংশ। প্রকাশ্যে সমস্ত মানুষকে বিনামূল্যে খাদ্য সামগ্রী (Distribution of free ration by Centre) দেওয়ার কথা বলা হলেও, আদতে এর মাধ্যমে বাংলা তথা দেশের বহু মানুষ বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হবে বলেই তাদের মত ।

প্রসঙ্গত, এতদিন রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়ার ক্ষেত্রে সিংহভাগ অর্থ কেন্দ্রীয় সরকার দিলেও রাজ্যকে একটা বড় অংশের অর্থ বহন করতে হত । 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা' (PM-GKY) নামে যে প্রকল্প চালু হচ্ছে, তাতে রাজ্য সরকারকে আর অর্থ ব্যয় করতে হবে না । সামগ্রিকভাবে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যয় বহন করবে কেন্দ্রীয় সরকারই ।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ কেরল-সহ একাধিক রাজ্য এই মুহূর্তে সমস্ত নাগরিককে বিনামূল্যে রেশন দিয়ে ভোটের প্রচারে তা নিয়ে আসে । এর ফলে এই প্রকল্পের একটা বড় অর্থ কেন্দ্র দেওয়ার পরেও সেভাবে প্রচারের আলো পায় না । এমতাবস্থায় এবার কেন্দ্র ঠিক করেছে গোটা দেশের মানুষকে বিনামূল্যের সঙ্গে রাজ্যগুলির সেই প্রচারকে ভোঁতা করবে । কেন্দ্রীয় তথ্য বলছে, এর জন্য দিল্লির সরকারের খরচ হবে দু'লক্ষ কোটি টাকার কিছু বেশি । কিন্তু কেন্দ্রীয় সরকারের অন্য একটি সূত্র বলছে, এর জন্য কেন্দ্রের খরচ হবে মাত্র বাড়তি 18 হাজার 500 কোটি টাকা ।

উল্লেখ্য, করোনাকালে 2020 সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয় 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা' (PM-GKAY)। সেই প্রকল্পটি বন্ধ হয়ে যাচ্ছে চলতি ডিসেম্বরেই । এতে গ্রাহকদের মাথাপিছু 5 কেজি করে অতিরিক্ত খাদ্যশস্য বিনা পয়সায় দেওয়া হত । এবার থেকে বিনামূল্যে রেশন পাবেন শুধুমাত্র গরিব মানুষরাই । এই প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় সরকারের বছরে প্রায় 1 লক্ষ 63 হাজার কোটি টাকা বেঁচে যাবে।

একইভাবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা অংশের মতে, এই প্রকল্প কেন্দ্রের অর্থে চলায় এর প্রচারগত লাভ পাবে মোদি সরকারই । অথচ, মানুষ আগে যে সুবিধা পেত তার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে । জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় এই মুহূর্তে রয়েছে 81 কোটি 35 লক্ষ গরিব মানুষ । যদিও এই তথ্য 2010-11 সালের কেন্দ্রীয় সমীক্ষা অনুসারে প্রাপ্ত । এরপর দীর্ঘ সময় এই সমীক্ষা হয়নি ।

কয়েকটি সূত্রের দাবি, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমীক্ষা করা হয়েছে, তাতে দেশে গরীব মানুষের সংখ্যা কমবে । খুব স্বাভাবিকভাবেই এর ফলে কেন্দ্রের খরচের বহর কমবে । এতদিন এনএফএসএর আওতাধীন রেশন গ্রাহকদের এতদিন স্বাভাবিক বরাদ্দের চাল 3 টাকা, গম 2 টাকা ও মোটা দানাশস্য 1 টাকা কেজি দরে সরবরাহ করত কেন্দ্রীয় সরকার । জানুয়ারি থেকে তা বিনা পয়সায় দেওয়া হবে ।

আরও পড়ুন: আরও একবছর বিনামূল্যেই মিলবে রেশন, ঘোষণা কেন্দ্রের

প্রশ্ন হল এই অবস্থায় রাজ্যের মানুষের জন্য লাভ কি ! ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, "কেন্দ্রের এই প্রকল্প রাজ্যের রেশনগ্রহীতাদের জন্য বিশেষ কোনও লাভ এনে দেবে না । কারণ ইতিমধ্যেই রাজ্য সরকার রাজ্যে মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করে । কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু না করলেও রাজ্যে বিনামূল্যে খাদ্যশস্য পেতো গরিব মানুষ । কাজেই এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষ বাড়তি কোনও সুবিধা পাবে না ।"

কলকাতা, 26 ডিসেম্বর: নতুন বছরের শুরুতেই 'বড় ধাক্কা' সাধারণ মানুষের উপর । শুধুমাত্র শব্দের খেলা করে এবার কার্যত বিনামূল্যে রেশন ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার । এমনটাই মনে করেছেন রাজ্য প্রশাসনের একটা বড় অংশ। প্রকাশ্যে সমস্ত মানুষকে বিনামূল্যে খাদ্য সামগ্রী (Distribution of free ration by Centre) দেওয়ার কথা বলা হলেও, আদতে এর মাধ্যমে বাংলা তথা দেশের বহু মানুষ বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হবে বলেই তাদের মত ।

প্রসঙ্গত, এতদিন রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়ার ক্ষেত্রে সিংহভাগ অর্থ কেন্দ্রীয় সরকার দিলেও রাজ্যকে একটা বড় অংশের অর্থ বহন করতে হত । 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা' (PM-GKY) নামে যে প্রকল্প চালু হচ্ছে, তাতে রাজ্য সরকারকে আর অর্থ ব্যয় করতে হবে না । সামগ্রিকভাবে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যয় বহন করবে কেন্দ্রীয় সরকারই ।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ কেরল-সহ একাধিক রাজ্য এই মুহূর্তে সমস্ত নাগরিককে বিনামূল্যে রেশন দিয়ে ভোটের প্রচারে তা নিয়ে আসে । এর ফলে এই প্রকল্পের একটা বড় অর্থ কেন্দ্র দেওয়ার পরেও সেভাবে প্রচারের আলো পায় না । এমতাবস্থায় এবার কেন্দ্র ঠিক করেছে গোটা দেশের মানুষকে বিনামূল্যের সঙ্গে রাজ্যগুলির সেই প্রচারকে ভোঁতা করবে । কেন্দ্রীয় তথ্য বলছে, এর জন্য দিল্লির সরকারের খরচ হবে দু'লক্ষ কোটি টাকার কিছু বেশি । কিন্তু কেন্দ্রীয় সরকারের অন্য একটি সূত্র বলছে, এর জন্য কেন্দ্রের খরচ হবে মাত্র বাড়তি 18 হাজার 500 কোটি টাকা ।

উল্লেখ্য, করোনাকালে 2020 সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয় 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা' (PM-GKAY)। সেই প্রকল্পটি বন্ধ হয়ে যাচ্ছে চলতি ডিসেম্বরেই । এতে গ্রাহকদের মাথাপিছু 5 কেজি করে অতিরিক্ত খাদ্যশস্য বিনা পয়সায় দেওয়া হত । এবার থেকে বিনামূল্যে রেশন পাবেন শুধুমাত্র গরিব মানুষরাই । এই প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় সরকারের বছরে প্রায় 1 লক্ষ 63 হাজার কোটি টাকা বেঁচে যাবে।

একইভাবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা অংশের মতে, এই প্রকল্প কেন্দ্রের অর্থে চলায় এর প্রচারগত লাভ পাবে মোদি সরকারই । অথচ, মানুষ আগে যে সুবিধা পেত তার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে । জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় এই মুহূর্তে রয়েছে 81 কোটি 35 লক্ষ গরিব মানুষ । যদিও এই তথ্য 2010-11 সালের কেন্দ্রীয় সমীক্ষা অনুসারে প্রাপ্ত । এরপর দীর্ঘ সময় এই সমীক্ষা হয়নি ।

কয়েকটি সূত্রের দাবি, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমীক্ষা করা হয়েছে, তাতে দেশে গরীব মানুষের সংখ্যা কমবে । খুব স্বাভাবিকভাবেই এর ফলে কেন্দ্রের খরচের বহর কমবে । এতদিন এনএফএসএর আওতাধীন রেশন গ্রাহকদের এতদিন স্বাভাবিক বরাদ্দের চাল 3 টাকা, গম 2 টাকা ও মোটা দানাশস্য 1 টাকা কেজি দরে সরবরাহ করত কেন্দ্রীয় সরকার । জানুয়ারি থেকে তা বিনা পয়সায় দেওয়া হবে ।

আরও পড়ুন: আরও একবছর বিনামূল্যেই মিলবে রেশন, ঘোষণা কেন্দ্রের

প্রশ্ন হল এই অবস্থায় রাজ্যের মানুষের জন্য লাভ কি ! ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, "কেন্দ্রের এই প্রকল্প রাজ্যের রেশনগ্রহীতাদের জন্য বিশেষ কোনও লাভ এনে দেবে না । কারণ ইতিমধ্যেই রাজ্য সরকার রাজ্যে মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করে । কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু না করলেও রাজ্যে বিনামূল্যে খাদ্যশস্য পেতো গরিব মানুষ । কাজেই এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষ বাড়তি কোনও সুবিধা পাবে না ।"

Last Updated : Dec 26, 2022, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.