কলকাতা , ২৯ নভেম্বর : কলকাতাসহ দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা বাড়তে চলেছে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে । পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরের ঠান্ডা হাওয়া। এর ফলে কলকাতা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেড়েছে । এর ফলে কলকাতায় যে শীতের আমেজ ছিল তা প্রায় নেই বললেই চলে । বরং অস্বস্তিকর আবহাওয়া থাকবে ৷ দিনের বেলায় গরম অনুভূত হবে ।
কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বাড়বে আগামী কয়েকদিন ৷ এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। সকালে ও সন্ধ্যায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি কুয়াশা থাকবে।
আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি।