ETV Bharat / state

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বাড়বে কলকাতাসহ দক্ষিণবঙ্গে - kolkata weather uodate

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরের ঠান্ডা হাওয়া। এর ফলে কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেড়েছে । কলকাতায় যে শীতের আমেজ ছিল তা প্রায় নেই বললেই চলে। বরং অস্বস্তিকর আবহাওয়া থাকবে । দিনের বেলায় গরম অনুভূত হবে ।

weather kolkata
দক্ষিমবঙ্গে  ফের তাপমাত্রা বাড়ছে
author img

By

Published : Nov 29, 2019, 8:00 PM IST

কলকাতা , ২৯ নভেম্বর : কলকাতাসহ দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা বাড়তে চলেছে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে । পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরের ঠান্ডা হাওয়া। এর ফলে কলকাতা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেড়েছে । এর ফলে কলকাতায় যে শীতের আমেজ ছিল তা প্রায় নেই বললেই চলে । বরং অস্বস্তিকর আবহাওয়া থাকবে ৷ দিনের বেলায় গরম অনুভূত হবে ।


কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বাড়বে আগামী কয়েকদিন ৷ এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। সকালে ও সন্ধ্যায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি কুয়াশা থাকবে।


আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি।

কলকাতা , ২৯ নভেম্বর : কলকাতাসহ দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা বাড়তে চলেছে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে । পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরের ঠান্ডা হাওয়া। এর ফলে কলকাতা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেড়েছে । এর ফলে কলকাতায় যে শীতের আমেজ ছিল তা প্রায় নেই বললেই চলে । বরং অস্বস্তিকর আবহাওয়া থাকবে ৷ দিনের বেলায় গরম অনুভূত হবে ।


কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বাড়বে আগামী কয়েকদিন ৷ এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। সকালে ও সন্ধ্যায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি কুয়াশা থাকবে।


আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি।

Intro:আগামিকাল থেকে ফের তাপমাত্রা বারতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই তাপমাত্রা বৃদ্ধি পাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। শনিবার রাতেই জম্মু-কাশ্মীরে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্জা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরের ঠান্ডা হাওয়া। এর ফলে কলকাতা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেড়েছে। এর ফলে কলকাতায় যে শীতের আমেজ ছিল তা প্রায় নেই বললেই চলে। বরং অস্বস্তিকর আবহাওয়া থাকবে ,দিনের বেলায় গরম অনুভূত হবে ।


Body:সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ অনেকটাই কমে গেছে। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বাড়বে আগামী কয়েকদিন এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাতাসের জলীয় বাষ্পের পরিমান বেশী থাকার অস্বস্তি বজায় থাকবে। সকালে ও সন্ধ্যায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি কুয়াশা থাকবে।


Conclusion:কলকাতায় আগামী 24 ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 দশমিক 7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রী বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 দশমিক 9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.