ETV Bharat / state

West Bengal Weather Update : আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের - কলকাতার আবহাওয়া

ডিসেম্বরের শেষে হঠাৎই হারিয়ে গেল শীতের আমেজ ৷ পশ্চিমী ঝঞ্ঝার কারণে সাময়িক উধাও হলেও নতুন বছরের প্রথম দিকে রাজ্যে ফিরবে ঠাণ্ডা (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
পশ্চিমবঙ্গের আবহাওয়া
author img

By

Published : Dec 28, 2021, 7:01 AM IST

কলকাতা, 28 ডিসেম্বর : ভোরের দিকে ঘন কুয়াশা । বেলা বাড়লেও আংশিক মেঘলা আকাশ থাকবে । পৌষের শীতে শ্রাবণের আবহাওয়া, জানিয়েছে হাওয়া অফিস ৷ ঠাণ্ডার আমেজে সাময়িক বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা (West Bengal Weather Update) ।

দিন যত এগোচ্ছে বর্ষশেষের সপ্তাহে শীতের আমেজ নয় উষ্ণতার অস্বস্তি, বৃষ্টি ভেজার সম্ভাবনা । সোমবার কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ 97% এবং 54% ৷

আরও পড়ুন : Horoscope for 28th December : কর্মক্ষেত্রে উন্নতি হবে কারও, হাসিখুশি দিন কাটাবেন কেউ

মঙ্গলবার তাপমাত্রার পারদ চড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ডিগ্রি ও 17 ডিগ্রির আশপাশে পৌঁছবে । উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে, সঙ্গে মঙ্গল আর বুধ, দু'দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

রাতের দিকের তাপমাত্রা আগামি দু-তিনদিন আরও বাড়তে পারে । ফলে শীতের যে আমেজ ক'দিন আগেও ছিল তা আপাতত উধাও । তবে এই আবহাওয়া দীর্ঘস্থায়ী হবে না । নতুন বছরের প্রথম সপ্তাহের শুরুতে ঠাণ্ডা ফিরবে ।

কলকাতা, 28 ডিসেম্বর : ভোরের দিকে ঘন কুয়াশা । বেলা বাড়লেও আংশিক মেঘলা আকাশ থাকবে । পৌষের শীতে শ্রাবণের আবহাওয়া, জানিয়েছে হাওয়া অফিস ৷ ঠাণ্ডার আমেজে সাময়িক বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা (West Bengal Weather Update) ।

দিন যত এগোচ্ছে বর্ষশেষের সপ্তাহে শীতের আমেজ নয় উষ্ণতার অস্বস্তি, বৃষ্টি ভেজার সম্ভাবনা । সোমবার কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ 97% এবং 54% ৷

আরও পড়ুন : Horoscope for 28th December : কর্মক্ষেত্রে উন্নতি হবে কারও, হাসিখুশি দিন কাটাবেন কেউ

মঙ্গলবার তাপমাত্রার পারদ চড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ডিগ্রি ও 17 ডিগ্রির আশপাশে পৌঁছবে । উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে, সঙ্গে মঙ্গল আর বুধ, দু'দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

রাতের দিকের তাপমাত্রা আগামি দু-তিনদিন আরও বাড়তে পারে । ফলে শীতের যে আমেজ ক'দিন আগেও ছিল তা আপাতত উধাও । তবে এই আবহাওয়া দীর্ঘস্থায়ী হবে না । নতুন বছরের প্রথম সপ্তাহের শুরুতে ঠাণ্ডা ফিরবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.