কলকাতা, 29 ডিসেম্বর : বছর শেষে ঠাণ্ডার বদলে ফের বৃষ্টি । ডিসেম্বরের শেষেও পিছু ছাড়ল না বৃষ্টি ৷ আবহাওয়া অফিস পূর্বাভাসে তারই ইঙ্গিত দিয়েছে । আংশিক মেঘলা আকাশে এবার বৃষ্টির ধারাপাত । বুধবার মুর্শিদাবাদ, বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলি (West Bengal Weather Update) ৷
এমনকি কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে । বলা হচ্ছে উত্তরপ্রদেশের উপর থাকা ঘূর্ণাবর্তের কারণে এই অকাল বৃষ্টি । মঙ্গলবার সর্বোচ্চ 26.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 95% এবং 52% ৷ বুধবারও আকাশ আংশিক মেঘলা থাকবে ।
আরও পড়ুন : ফিরে দেখা 2021 : বিনোদন জগতের সাত সতেরো
বুধবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে । গত কয়েকদিনে তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী ছবিতে শীতের প্রত্যাবর্তন নিয়ে সংশয় তৈরি হয়েছে । হাওয়া অফিসের ইঙ্গিত, নতুন বছরের প্রথম দু'দিন পরেই ঠাণ্ডা ফিরবে তার পরিচিত ছন্দে । তাই বর্ষবিদায় এবং বরণ শহরের উষ্ণতম দিনেই করতে হবে ।