ETV Bharat / state

West Bengal Weather Forecast: ঠান্ডা-গরমে শীতের ইনিংস বিদায়ের বার্তা - তাপমাত্রা

উত্তুরে ঠান্ডা হাওয়ার হাত ধরে বঙ্গজুড়ে ফিরেছে শীতের আমেজ ৷ চলছে পারদের ওঠানামা। জানুয়ারি মাসের শুরুতে হাড় কাঁপানো ঠান্ডা দেখেছে বঙ্গবাসী। কিন্তু তারপর থেকে ক্রমশ বেড়েছে তাপমাত্রা। গত 2 দিন ধরে আবারও ফিরেছে শীতের আমেজ। উত্তুরে হাওয়ায় আবারও নিম্নমুখী তাপমাত্রা। সপ্তাহের শেষে ফিরেছে শীতের আমেজ রাজ্যে (West Bengal Weather Report) ৷ পারদের এই ওঠা নামায় শীতের বিদায় পর্ব কবে তৈরি হবে?

West Bengal Weather Forecast
ফাইল ছবি
author img

By

Published : Feb 4, 2023, 7:05 AM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: গত 2 দিন ধরে আবারও নেমেছে পারদের কাঁটা ৷ তাই শীতের আমেজ ফিরেছে বঙ্গে। হাল্কা হলেও শীতের শিরশিরানি ফিরেছে। ঠান্ডা বাতাসের দাপটে শুষ্কভাব গায়ের ত্বকে অনুভূত হচ্ছে। চলতি সপ্তাহে শীতের এই ভাব অনুভূত হবে। অর্থাৎ আজ এবং আগামিকালের তুলনায় শীত শীত ভাব মিলবে দক্ষিণবঙ্গে। সোমবার 6 ফেব্রুয়ারি পারদ ফের চড়বে। দুই থেকে চার ডিগ্রি পারদ চড়বে অর্থাৎ গরম অনুভব হবে। ফের 9 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পারদ নামবে। পারদের এই ওঠা নামায় শীতের বিদায় পর্ব তৈরি হবে (West Bengal Weather Update) ৷

ইতিমধ্যেই রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি নেমেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। আকাশ পরিস্কার থাকবে। তাপমাত্রার বিশেষ পরিবর্তনের কোনও ইঙ্গিত আগামী তিনদিনে নেই। শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15. 2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। বেশ কয়েকদিন পরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের নীচে নামল।শুধু সর্বনিম্ন তাপমাত্রা নয় সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি নেমেছে । তা বলে এই পতন আরও নীচে নামার কোনও পূর্বাভাস হাওয়া অফিস দিচ্ছে না।

আরও পড়ুন: কন্যা রাশির ব্যবসায়ী জাতক-জাতিকাদের আজ সতর্ক থাকতে হবে, আপনার ভাগ্যে কী রয়েছে ?

আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের ইনিংস শেষের দিকে। আর তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছেই ঘোরাফেরা করবে। তবে আগামী কয়েক দিন শীতের আমেজ বজায় থাকবে। বেশি ঠান্ডা অনুভূত হবে উত্তরের জেলাগুলিতে।শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25. 7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 90 শতাংশ। আজ শনিবার দিনেরবেলা আকাশ রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি এবং 14 ডিগ্রির আশেপাশে থাকবে।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। সবমিলিয়ে বঙ্গে শীতের বিদায় ঘণ্টা ইতিমধ্যে বাজতে শুরু করেছে। পারদের ওঠা নামায় ঠান্ডা-গরমের অনুভূতির মধ্যে দিয়ে আসছে বছর আবার শীত পড়বে বলার সময় চলে এসেছে।

কলকাতা, 4 ফেব্রুয়ারি: গত 2 দিন ধরে আবারও নেমেছে পারদের কাঁটা ৷ তাই শীতের আমেজ ফিরেছে বঙ্গে। হাল্কা হলেও শীতের শিরশিরানি ফিরেছে। ঠান্ডা বাতাসের দাপটে শুষ্কভাব গায়ের ত্বকে অনুভূত হচ্ছে। চলতি সপ্তাহে শীতের এই ভাব অনুভূত হবে। অর্থাৎ আজ এবং আগামিকালের তুলনায় শীত শীত ভাব মিলবে দক্ষিণবঙ্গে। সোমবার 6 ফেব্রুয়ারি পারদ ফের চড়বে। দুই থেকে চার ডিগ্রি পারদ চড়বে অর্থাৎ গরম অনুভব হবে। ফের 9 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পারদ নামবে। পারদের এই ওঠা নামায় শীতের বিদায় পর্ব তৈরি হবে (West Bengal Weather Update) ৷

ইতিমধ্যেই রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি নেমেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। আকাশ পরিস্কার থাকবে। তাপমাত্রার বিশেষ পরিবর্তনের কোনও ইঙ্গিত আগামী তিনদিনে নেই। শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15. 2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। বেশ কয়েকদিন পরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের নীচে নামল।শুধু সর্বনিম্ন তাপমাত্রা নয় সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি নেমেছে । তা বলে এই পতন আরও নীচে নামার কোনও পূর্বাভাস হাওয়া অফিস দিচ্ছে না।

আরও পড়ুন: কন্যা রাশির ব্যবসায়ী জাতক-জাতিকাদের আজ সতর্ক থাকতে হবে, আপনার ভাগ্যে কী রয়েছে ?

আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের ইনিংস শেষের দিকে। আর তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছেই ঘোরাফেরা করবে। তবে আগামী কয়েক দিন শীতের আমেজ বজায় থাকবে। বেশি ঠান্ডা অনুভূত হবে উত্তরের জেলাগুলিতে।শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25. 7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 90 শতাংশ। আজ শনিবার দিনেরবেলা আকাশ রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি এবং 14 ডিগ্রির আশেপাশে থাকবে।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। সবমিলিয়ে বঙ্গে শীতের বিদায় ঘণ্টা ইতিমধ্যে বাজতে শুরু করেছে। পারদের ওঠা নামায় ঠান্ডা-গরমের অনুভূতির মধ্যে দিয়ে আসছে বছর আবার শীত পড়বে বলার সময় চলে এসেছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.