কলকাতা, 7 সেপ্টেম্বর: সকাল থেকেই কলকাতায় (Kolkata Rain) দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে । শহর থেকে শহরতলিতে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত । শহরের আকাশ এখনও মেঘলা । বঙ্গোপসাগর উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে আগামী 24 ঘণ্টা বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather)। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ।
দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও বাঁকুড়াতে মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এ ছাড়াও উপকূলের জেলাগুলিতে মূলত দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার থাকবে । দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অবস্থান করছে । আগামী 2 থেকে 3 দিন এই সুস্পষ্ট নিম্নচাপ উত্তর পশ্চিম-পশ্চিম দিকে সরে যাবে । এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে । সমুদ্রের উপর যেহেতু নিম্নচাপ তৈরি হয়েছে তাই জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে । সমুদ্রে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে । মৎস্যজীবীদের আগামী 24 ঘণ্টা সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ।
আরও পড়ুন : Abhishek Banerjee : জীবন দেব, মাথা নত করব না; ইডির জেরার পর বিজেপিকে হুঙ্কার অভিষেকের
আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে । বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে ।
এই মুহূর্তে শহরে বৃষ্টিপাতের পরিমাণ...
মানিকতলা- 27.00 মিলিমিটার
বীরপাড়া- 24.00 মিলিমিটার
বেলগাছিয়া- 18.0 মিলিমিটার
ধাপা লকগেট- 23.00 মিলিমিটার
তপসিয়া - 39.00 মিলিমিটার
উল্টোডাঙা - 23.00 মিলিমিটার
পালমের ব্রিজ- 42.00 মিলিমিটার
ঠনঠনিয়া - 35.00 মিলিমিটার
বালিগঞ্জ - 35. 50 মিলিমিটার
মোমিনপুর - 32.00 মিলিমিটার
চেতলা লকগেট - 15.00 মিলিমিটার
যোধপুর পার্ক - 40.00 মিলিমিটার
কালীঘাট - 41.00 মিলিমিটার
কাম ডহরি - 38 মিলিমিটার
সিপিটি ক্যানেল - 26.00 মিলিমিটার
দত্ত বাগান - 25 .00মিলিমিটার
জিঞ্জিরা বাজার - 26.00 মিলিমিটার
বেহালা ফ্লাইং ক্লাব- 30.00 মিলিমিটার
আজ শহরেও ভারী বৃষ্টিপাত হওয়ায় বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে ৷ কিছুটা বিঘ্নিত হয় যানচলাচল ৷
আরও পড়ুন : PAC Issue : বিধানসভার কাজে হস্তক্ষেপ বরদাস্ত নয়, পিএসি নিয়ে রাজ্যপালের চিঠির জবাব বিমানের