ETV Bharat / state

Bengal Weather: লক্ষ্মী পুজোতেও চলবে বৃষ্টি, শহরে কড়া নাড়ছে শীত - কলকাতায় বৃষ্টি

লক্ষ্মী পুজোতেও (Lakshmi Puja) দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি ৷ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির (Bengal Rain) সতর্কবার্তা জারি করা হয়েছে ৷ এদিকে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে শীতের (Winter) আমেজ মিলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

west-bengal-weather-rain-forecast-at-south-bengal-winter-is-knocking-the-door
লক্ষ্মী পুজোতেও চলবে বৃষ্টি, শহরে কড়া নাড়ছে শীত
author img

By

Published : Oct 20, 2021, 12:54 PM IST

কলকাতা, 20 অক্টোবর : দুয়ারে কড়া নাড়ছে শীত (Winter) ৷ ঘ্যানঘ্যানে বৃষ্টির শেষে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে অনুভূত হবে শীতের আমেজ ৷ কমবে তাপমাত্রা ৷ এমনই আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে আজ লক্ষ্মী পুজোতেও (Lakshmi Puja) কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি (Bengal Rain) চলবে বলে পূর্বাভাস রয়েছে ৷ ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে ৷

আজ কোজাগরী লক্ষ্মী পুজো । গত কয়েকদিন ধরে চলতে থাকা লাগাতার বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে দেবীর আরাধনায় । নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে । আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী 24 ঘণ্টাতেও নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে । আগামিকাল, 21 তারিখ থেকে আবহাওয়া উন্নতির সম্ভাবনা রয়েছে । তবে উত্তরবঙ্গে আগামী 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

দক্ষিণবঙ্গের জন্য আশার কথা শোনালেও উত্তরবঙ্গের ক্ষেত্রে তা পারছে না আলিপুর আবহাওয়া দফতর । তারা জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে তবে উত্তরে বাড়বে বৃষ্টিপাত । উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে । উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে । আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে শীতের আমেজ অনুভব করা যাবে । আগামী শুক্রবার রাত থেকে কমতে চলেছে তাপমাত্রার পারদ । শীতল বাতাস প্রবেশ করছে রাজ্যে । ফলে সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমবে ৷ বাড়বে শীতের অনুভূতি ।

আরও পড়ুন: Rain In Darjeeling : তিস্তার জলে ডুবল জাতীয় সড়ক, আলগাড়ায় মৃত 1 ; বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়

এই মুহূর্তে নিম্নচাপটি সরে গিয়ে বিহার ও সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে । এই নিম্নচাপ থেকে অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত পর্যন্ত । মৌসম ভবন জানিয়েছে, সপ্তাহ শেষে উত্তর-পশ্চিম ভারতে মূলত জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।

নিম্নচাপের জেরে যে জেলাগুলিতে জারি সর্তকতা :

জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর ৷ দার্জিলিং, কালিম্পং - এই দুই জেলায় ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে ৷ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে ৷ দক্ষিণবঙ্গের উপকূলের জেলা-সহ বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ৷

আরও পড়ুন: Uttarakhand Rain : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 45, আজ পরিদর্শনে যাচ্ছেন অমিত শাহ

কলকাতায় আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে । দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে শহর ও শহরতলিতে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 8.6 মিলিমিটার ।

কলকাতা, 20 অক্টোবর : দুয়ারে কড়া নাড়ছে শীত (Winter) ৷ ঘ্যানঘ্যানে বৃষ্টির শেষে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে অনুভূত হবে শীতের আমেজ ৷ কমবে তাপমাত্রা ৷ এমনই আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে আজ লক্ষ্মী পুজোতেও (Lakshmi Puja) কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি (Bengal Rain) চলবে বলে পূর্বাভাস রয়েছে ৷ ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে ৷

আজ কোজাগরী লক্ষ্মী পুজো । গত কয়েকদিন ধরে চলতে থাকা লাগাতার বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে দেবীর আরাধনায় । নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে । আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী 24 ঘণ্টাতেও নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে । আগামিকাল, 21 তারিখ থেকে আবহাওয়া উন্নতির সম্ভাবনা রয়েছে । তবে উত্তরবঙ্গে আগামী 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

দক্ষিণবঙ্গের জন্য আশার কথা শোনালেও উত্তরবঙ্গের ক্ষেত্রে তা পারছে না আলিপুর আবহাওয়া দফতর । তারা জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে তবে উত্তরে বাড়বে বৃষ্টিপাত । উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে । উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে । আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে শীতের আমেজ অনুভব করা যাবে । আগামী শুক্রবার রাত থেকে কমতে চলেছে তাপমাত্রার পারদ । শীতল বাতাস প্রবেশ করছে রাজ্যে । ফলে সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমবে ৷ বাড়বে শীতের অনুভূতি ।

আরও পড়ুন: Rain In Darjeeling : তিস্তার জলে ডুবল জাতীয় সড়ক, আলগাড়ায় মৃত 1 ; বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়

এই মুহূর্তে নিম্নচাপটি সরে গিয়ে বিহার ও সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে । এই নিম্নচাপ থেকে অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত পর্যন্ত । মৌসম ভবন জানিয়েছে, সপ্তাহ শেষে উত্তর-পশ্চিম ভারতে মূলত জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।

নিম্নচাপের জেরে যে জেলাগুলিতে জারি সর্তকতা :

জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর ৷ দার্জিলিং, কালিম্পং - এই দুই জেলায় ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে ৷ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে ৷ দক্ষিণবঙ্গের উপকূলের জেলা-সহ বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ৷

আরও পড়ুন: Uttarakhand Rain : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 45, আজ পরিদর্শনে যাচ্ছেন অমিত শাহ

কলকাতায় আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে । দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে শহর ও শহরতলিতে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 8.6 মিলিমিটার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.