ETV Bharat / state

Weather Update: চড়বে পারদ, মকর সংক্রান্তির পরে আবারও শীত ফিরবে বঙ্গে - low temperature after makar sankranti

কয়েকদিন পারদ চড়লেও, মকর সংক্রান্তির পরেই ফিরবে শীত (low temperature after makar sankranti ) ৷ সপ্তাহান্তে ঘন কুয়াশা এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে বাতাসে জলীয় বাষ্পের প্রবেশ ঘটবে ৷ যা মকর সংক্রান্তির পরদিন থেকেই কমতে শুর করবে ৷ তার জেরেই আবার সংক্রান্তির পর থেকেই বাড়বে ঠান্ডা ৷

West Bnegal Weather
মকরক্রান্তির পরে শীত ফিরবে
author img

By

Published : Jan 13, 2023, 7:01 AM IST

Updated : Jan 13, 2023, 2:26 PM IST

কলকাতা, 13 জানুয়ারি: কনকনে ঠান্ডা নয়, গঙ্গাসাগর মেলায় পুন্যার্থীরা কুয়াশাচ্ছন্ন ভোরে শাহি স্নানে অংশ নেবেন (West Bengal Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 5 দিনের পূর্বাভাসে প্রথম 3 দিন হাওয়া গরমের ইঙ্গিত দেওয়া হয়েছে । সপ্তাহান্তে ঘন কুয়াশা এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশের সম্ভাবনা । যা ফলে রবিবার মকর সংক্রান্তির পরদিন থেকে কমতে শুরু করবে ।

ফলে নতুন সপ্তাহে ফের কনকনে ঠান্ডার অনুভুতি বঙ্গ জুড়ে মিলতে পারে । আলিপুর হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণ বঙ্গের ক্ষেত্রে আগামিকাল অর্থাৎ 14 জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে । 15 জানুয়ারি রবিবার আর একটু বেশি থাকবে তাপমাত্রা । সামনের প্রথম তিনদিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে । দুই 24 পরগনা, দুই-মেদিনীপুরেও আগামী 24 ঘণ্টা ভোরের দিকে কুয়াশা সম্ভাবনা থাকছে । উত্তরবঙ্গের ক্ষেত্রেও উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই । যে তাপমাত্রা রয়েছে সেটাই চলবে । তবে মালদা, দুই দিনাজপুর, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী 24 ঘণ্টায় সকালেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে । তবে 14 এবং 15 জানুয়ারি অর্থাৎ আগামিকাল ও রবিবার দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে । গঙ্গাসাগরের ক্ষেত্রে একই রকম আবহাওয়া থাকবে তবে সকালের দিকে ঘন কুয়াশা থাকবে । জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে ৷

আরও পড়ুন: প্রেমের পথ সুগম হবে কাদের, জানুন রাশিফলে

বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 দশমিক 4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা 25 দশমিক 7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 95 শতাংশ । আজ শুক্রবার ভোরের দিকে কুয়াশা থাকলেও রৌদ্রজ্বল দিন । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি এবং 13 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 13 জানুয়ারি: কনকনে ঠান্ডা নয়, গঙ্গাসাগর মেলায় পুন্যার্থীরা কুয়াশাচ্ছন্ন ভোরে শাহি স্নানে অংশ নেবেন (West Bengal Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 5 দিনের পূর্বাভাসে প্রথম 3 দিন হাওয়া গরমের ইঙ্গিত দেওয়া হয়েছে । সপ্তাহান্তে ঘন কুয়াশা এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশের সম্ভাবনা । যা ফলে রবিবার মকর সংক্রান্তির পরদিন থেকে কমতে শুরু করবে ।

ফলে নতুন সপ্তাহে ফের কনকনে ঠান্ডার অনুভুতি বঙ্গ জুড়ে মিলতে পারে । আলিপুর হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণ বঙ্গের ক্ষেত্রে আগামিকাল অর্থাৎ 14 জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে । 15 জানুয়ারি রবিবার আর একটু বেশি থাকবে তাপমাত্রা । সামনের প্রথম তিনদিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে । দুই 24 পরগনা, দুই-মেদিনীপুরেও আগামী 24 ঘণ্টা ভোরের দিকে কুয়াশা সম্ভাবনা থাকছে । উত্তরবঙ্গের ক্ষেত্রেও উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই । যে তাপমাত্রা রয়েছে সেটাই চলবে । তবে মালদা, দুই দিনাজপুর, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী 24 ঘণ্টায় সকালেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে । তবে 14 এবং 15 জানুয়ারি অর্থাৎ আগামিকাল ও রবিবার দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে । গঙ্গাসাগরের ক্ষেত্রে একই রকম আবহাওয়া থাকবে তবে সকালের দিকে ঘন কুয়াশা থাকবে । জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে ৷

আরও পড়ুন: প্রেমের পথ সুগম হবে কাদের, জানুন রাশিফলে

বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 দশমিক 4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা 25 দশমিক 7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 95 শতাংশ । আজ শুক্রবার ভোরের দিকে কুয়াশা থাকলেও রৌদ্রজ্বল দিন । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি এবং 13 ডিগ্রির আশেপাশে থাকবে ।

Last Updated : Jan 13, 2023, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.