ETV Bharat / state

West Bengal Weather Update: আজ উমার বিদায়ে মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস নেই - বৃষ্টির পূর্বাভাস

দুর্গাপুজোর আজ শেষ দিন ৷ মা দুর্গা তাঁর ছানাপোনা নিয়ে ফিরে যাবেন ৷ পুজোর ক'টা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ আজ তেমন কোনও সম্ভাবনা নেই, জানিয়েছে হাওয়া অফিস (IMD Kolkata Forecast) ৷

Durga Pujo Weather Forecast
ETV Bharat
author img

By

Published : Oct 5, 2022, 6:35 AM IST

কলকাতা, 5 অক্টোবর: দশমীর বৃষ্টি মা দুর্গার বিদায়ে বড় বাধা হবে না ৷ গত চারদিন ধরেই হালকা-মাঝারি কিংবা ভারী বৃষ্টি পুজোর আবহে উৎকণ্ঠা ছড়িয়েছিল । আলিপুর আবহাওয়া অফিসও বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার কথা বলেছিল । এমনকী বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের কারণে বৃষ্টির পূর্বাভাসও ছিল তাদের বিজ্ঞপ্তিতে । কিন্তু যতটা গর্জন ততটা বর্ষণ হয়নি পুজোর ক'দিনে (West Bengal Weather) ।

বিক্ষিপ্তভাবে বৃষ্টির চোখে চোখ রেখে দর্শনার্থীরা প্যান্ডেল হপিং করেছেন পাল্লা দিয়ে । আজ দশমীতে মা কৈলাশে ফিরে যাবেন । শেষদিন আবহাওয়া কেমন থাকে, তা জানার আগ্রহ আছে সবার । হাওয়া অফিস বলছে উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলায় বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে সেভাবে প্রকৃতি প্রতিবন্ধক হবে না । ভারী বৃষ্টির পূর্বাভাস নেই ।

আরও পড়ুন: আজ দশমী, ব্যবসা শুরুর আগে জেনে নিন শুভ সময়

দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই । যা হবে তা হালকা থেকে মাঝারিতে সীমাবদ্ধ থাকবে । মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 12.2 মিলিমিটার । বুধবার দিনের আকাশ মেঘলাই থাকবে । বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 26 ডিগ্রির কাছাকাছি থাকবে ।

কলকাতা, 5 অক্টোবর: দশমীর বৃষ্টি মা দুর্গার বিদায়ে বড় বাধা হবে না ৷ গত চারদিন ধরেই হালকা-মাঝারি কিংবা ভারী বৃষ্টি পুজোর আবহে উৎকণ্ঠা ছড়িয়েছিল । আলিপুর আবহাওয়া অফিসও বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার কথা বলেছিল । এমনকী বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের কারণে বৃষ্টির পূর্বাভাসও ছিল তাদের বিজ্ঞপ্তিতে । কিন্তু যতটা গর্জন ততটা বর্ষণ হয়নি পুজোর ক'দিনে (West Bengal Weather) ।

বিক্ষিপ্তভাবে বৃষ্টির চোখে চোখ রেখে দর্শনার্থীরা প্যান্ডেল হপিং করেছেন পাল্লা দিয়ে । আজ দশমীতে মা কৈলাশে ফিরে যাবেন । শেষদিন আবহাওয়া কেমন থাকে, তা জানার আগ্রহ আছে সবার । হাওয়া অফিস বলছে উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলায় বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে সেভাবে প্রকৃতি প্রতিবন্ধক হবে না । ভারী বৃষ্টির পূর্বাভাস নেই ।

আরও পড়ুন: আজ দশমী, ব্যবসা শুরুর আগে জেনে নিন শুভ সময়

দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই । যা হবে তা হালকা থেকে মাঝারিতে সীমাবদ্ধ থাকবে । মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 12.2 মিলিমিটার । বুধবার দিনের আকাশ মেঘলাই থাকবে । বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 26 ডিগ্রির কাছাকাছি থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.