কলকাতা, 5 এপ্রিল : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রথম পর্যায়ে প্রায় দেড় কোটি টাকা দিল ওয়েস্টবেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন । দ্বিতীয় পর্যায়ে এর দ্বিগুণ অর্থ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন সংগঠনের সভাপতি অশোক রুদ্র ।
কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেকেই অনুদান দিয়েছেন । পিছিয়ে নেই শিক্ষকরাও । ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সর্বস্তরের শিক্ষকদের ত্রাণ তহবিলে সাহায্যের জন্য আহ্বান জানিয়েছিলেন । সেই মতো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা । ওয়েস্টবেঙ্গল তৃণমূল টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্য তথা 14 হাজার জন প্রাইমারি শিক্ষক সমবেতভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন এক কোটি 45 লাখ 16 হাজার 151 টাকা ।
অশোক রুদ্র বলেন, "দ্বিতীয় পর্যায়ে এর দ্বিগুণ অর্থ দান করার প্রস্তুতি নিচ্ছি । যেহেতু লকডাউন চলছে, তাই অনেকে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না । তবে আমরা আশাবাদী, খুব শীঘ্রই এই অর্থের অঙ্কটা দ্বিগুণ হবে ।"