কলকাতা, 29 ডিসেম্বর: হাজার কিংবা লক্ষ নয়, আড়াই হাজার কোটি টাকা মকুব করল পরিবহণ দফতর । 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারির মধ্যে বেসরকারি এবং ব্যক্তিগত গাড়ির বাদ পড়ে যাওয়া রোড ট্যাক্স, পারমিট নবীরকণ এবং সার্টিফিকেট অফ ফিটনেস (সিএফ) করিয়ে নিলে মুকুব হয়ে যাবে জরিমানার অর্থ। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
সারা রাজ্যে প্রায় দেড় কোটির উপর বিভিন্ন যানবাহন রয়েছে। তার মধ্যে প্রায় সাড়ে 12 লক্ষ এমন গাড়ি রয়েছে তাদের পারমিট এবং সিএফ নবীকরণ করানো নেই। কিন্তু তবুও সেইসব গাড়ি নিয়ে মানুষজন রাস্তায় বেরিয়ে পড়ছেন, এমনটাই বলেন পরিবহণমন্ত্রী। তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবং মালিক পক্ষের কথা ভেবে একটি ওয়েভার স্কিমের কথা ঘোষণা করেন পরিবহণমন্ত্রী। আগামী 1 জানুয়ারি থেকে এই সাড়ে 12 লক্ষ গাড়িকে নতুন বছরের উপহার হিসেবে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। দু'মাস এই সুযোগ দেওয়া হচ্ছে ৷
প্রথম মাসে অর্থাৎ 1 থেকে 30 জানুয়ারির মধ্যে যদি পারমিট রিনিউয়াল এবং সিএফ করিয়ে নেওয়া হয় সেই ক্ষেত্রে জরিমানার বকেয়া অর্থ মুকুব করে দেওয়া হবে। আর 31 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে পারমিট নবীকরণ করাতে গেলে জরিমানার অর্থের উপরে 80 শতাংশ ছাড় দেওয়া হবে।
রাজ্যের প্রায় 12 লক্ষ গাড়ি থেকে ট্যাক্স পায় পরিবহণ দফতর ৷ তার মধ্যে যেমন রয়েছে ই-রিক্সা, নির্মাণের জন্য ব্যবহৃত গাড়ি, মোটরকার, বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী গাড়ি রয়েছে প্রায় 35 শতাংশ-সহ আরও অনেক যানবাহন। এই সাড়ে 12 লক্ষ গাড়ির মধ্যে প্রায় 8 লক্ষ গাড়ির সিএফ করানো নেই।
প্রসঙ্গত, এই সাড়ে 12 লক্ষ গাড়ির ক্ষেত্রে সিএফ ও পারমিট নবীকরণ করানোর জন্য অর্থ বাকি রয়েছে 2 হাজার 217 কোটি। সময়মতো এগুলি করানো হয়নি বলে এই অঙ্কের উপর ফাইন জমা হয়েছে প্রায় 2 হাজার 476 কোটি টাকা। অর্থাৎ মূল অর্থ ও জরিমানা অর্থ মিলিয়ে পরিবহণ বিভাগের প্রাপ্ত হল প্রায় 4 হাজার 700 কোটি টাকা। এর মধ্যে 2 হাজার 476 কোটি টাকা মুকুব করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। সময়সীমার মধ্যে যাতে সবাই এই সুযোগের সদ্ব্যবহার করতে পারে তাই জেলাস্থরে একাধিক কাউন্টার করা হবে। এছাড়াও অনলাইন মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। জেলাভিত্তিক হেল্পলাইন নম্বর রাখা হবে। এছাড়াও যাতে সাধারণ মানুষজন জানতে পারেন তাই বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হবে।
আরও পড়ুন: