ETV Bharat / state

Acheivement of West Bengal: সংখ্যা চেনায় দেশের সেরা বাংলার পড়ুয়ারা, কেন্দ্রের স্বীকৃতির কথা জানালেন মমতা - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পড়ুয়াদের সংখ্যা চেনার মানদণ্ডে দেশের মধ্যে প্রথম হয়েছে বাংলা (West Bengal tops in students fundational numeracy proficiency) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন ৷ এনসিইআরটি (NCERT)-এর করা সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে ৷

tweet mamata banerjee
ETV Bharat
author img

By

Published : Sep 11, 2022, 10:53 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: নতুন প্রাপ্তি যোগ হল রাজ্যের মুকুটে ৷ টুইট করে সে খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন পড়ুয়াদের সংখ্যা চেনার মানদণ্ডে দেশের মধ্যে প্রথম হয়েছে বাংলা ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই নিয়ে বিশ্বব্যপী ন্যূনতম যে মানদণ্ড রয়েছে তার থেকে এগিয়ে রয়েছে এই রাজ্যের পড়ুয়ারা ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীন এনসিইআরটি (NCERT)-এর করা সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে (NCERT report on students fundational numeracy proficiency) ৷

রবিবার টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "গর্বের এই বিষয়টি ঘোষণা করতে আমার খুবই আনন্দ হচ্ছে, পড়ুয়াদের সংখ্যা চেনার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ ৷ এই নিয়ে বিশ্বব্যাপী ন্যূনতম যে মানদণ্ড রয়েছে তার সমান বা তার থেকে এগিয়ে রয়েছে এখানকার পড়ুয়ারা ৷"

  • The study was conducted by NCERT and published by MoE, Government of India.

    My heartiest congratulations to all the students, guardians, teaching community.

    May our tryst with excellence never stop! (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) September 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জানানো যাবে অভাব-অভিযোগ, 'দিদিকে বলো'র ধাঁচে মমতা সরকারের নয়া উদ্যোগ

এরাজ্যের মেধা এইভাবেই এগিয়ে চলবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ এই কৃতিত্বের জন্য তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের ৷

কলকাতা, 11 সেপ্টেম্বর: নতুন প্রাপ্তি যোগ হল রাজ্যের মুকুটে ৷ টুইট করে সে খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন পড়ুয়াদের সংখ্যা চেনার মানদণ্ডে দেশের মধ্যে প্রথম হয়েছে বাংলা ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই নিয়ে বিশ্বব্যপী ন্যূনতম যে মানদণ্ড রয়েছে তার থেকে এগিয়ে রয়েছে এই রাজ্যের পড়ুয়ারা ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীন এনসিইআরটি (NCERT)-এর করা সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে (NCERT report on students fundational numeracy proficiency) ৷

রবিবার টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "গর্বের এই বিষয়টি ঘোষণা করতে আমার খুবই আনন্দ হচ্ছে, পড়ুয়াদের সংখ্যা চেনার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ ৷ এই নিয়ে বিশ্বব্যাপী ন্যূনতম যে মানদণ্ড রয়েছে তার সমান বা তার থেকে এগিয়ে রয়েছে এখানকার পড়ুয়ারা ৷"

  • The study was conducted by NCERT and published by MoE, Government of India.

    My heartiest congratulations to all the students, guardians, teaching community.

    May our tryst with excellence never stop! (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) September 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জানানো যাবে অভাব-অভিযোগ, 'দিদিকে বলো'র ধাঁচে মমতা সরকারের নয়া উদ্যোগ

এরাজ্যের মেধা এইভাবেই এগিয়ে চলবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ এই কৃতিত্বের জন্য তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.